নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CAUTIOUSLY OPTIMISTIC

বিপ্লব06

এই ব্লগের সকল লেখার স্বত্ত্ব লেখকের।

বিপ্লব06 › বিস্তারিত পোস্টঃ

এন ইডিয়ট ইন লাভ!!! (এক)

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৪

(এই সিরিজের পোস্টগুলা শুধু বিনুদনের জন্য! এইখানকার কোন ইনফরমেশন লেখকের বিরুদ্ধে ব্যাবহার করা যাইবে না।)







এই কাহিনীটা অনেক পুরনো। তখন হয়ত আমি ক্লাস থ্রি কিংবা ফোর এ পড়ি। আমার আব্বা হাইস্কুলের টিচার হবার সুবাদে সমাজের মধ্যবিত্ত লোকজনের কাছে তার বেশ ভালোই গ্রহণযোগ্যতা ছিল। ফলাফল, বিভিন্ন সামাজিক আচার-অনুষ্ঠানে দাওয়াতের সংখ্যাটাও বেশ হ্যান্ডসাম ছিল। বাপের বড় ছেলে হবার সুবাদে আমার আব্বা মাঝে মাঝেই আমাক নিয়া যাইত তাঁর সাথে করে।যাহোক, একবার পাশের গ্রামে আব্বার সাথে দাওয়াতে গেছিলাম। খাওয়া দাওয়ার আগে সাধারণত বাইরের ছোট প্যান্ডেলে বসে অপেক্ষা করা লাগত আগের ব্যাচটা শেষ হওয়ার আগ পর্যন্ত। প্যান্ডেলের বাইরে বাপের সাথে বসে থাকতে থাকতে দেখলাম, একটা মোটরসাইকেল এসে থামল,নামল এক ভদ্রলোক আর একটা রাজকুমারীর/পরীর মত ফুটফুটে সুন্দর বাচ্চা মেয়ে। আমিও কিন্তু বাচ্চা আছিলাম! আমার স্টিল মনে আছে, মেয়েটা সাদা ধবধবে ফ্লাফি একটা ড্রেস পরে আসছিল (ফেস মনে নাই) ।এরপর মেয়েটার বাবা আমার আব্বার সাথে কথা বলল। এন্ড দেন নাথিং আনইউজুয়াল, এভ্রিথিংওয়েন্ট এজ ইট ইজ সাপোজট টু গো। খাইয়া দাইয়া, একটা পান সিস্টেমে পকেটে চালান কইরাবাড়ি! বাপের সামনে পান খাইলে থাবড়াইয়া দাঁত ফালাই দিবে নাহ!



কিছুদিনের মধ্যে মেয়েটার চেহারা ভুলে গিয়ে মারবেল নিয়া ব্যাস্ত হইয়া পরছিলাম। বছরের পর বছর চলে গেছে। এর পরের বছর গুলোতে যদি কখনো কেউ কোন সুন্দর মেয়ের কথা বলত, তখন আমার ওই পরীর মত মেয়েটার কথা মনে হইত। আহা!!!



ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবার পর যখন আমার হাজী দানেশে ভেটেরিনারিতে চান্স হইল, তখন করার মত হাতে কিছু ছিল না। দিনাজপুরে বইসা বইসা মাছি মারতেছিলাম! এর মধ্যে একটা মেয়ের কথা শুনছিলাম যে নাকি ওই মটরসাইকেল থেকে নামা লোকটার মেয়ে (লোকটার কথা আমার মনে ছিল)। ঘটনা চক্রে মেয়েটা নাকি আবার আমার ব্যাচমেট!!! বহুত কায়দা কানুন করে সেই মেয়েটার নাম্বার যোগাড়করে ফোন দিলাম এক রাতে! তখনকার আমলে কারো কাছে কুনো মাইয়াপাইনের ফোন নাম্বার থাকলে অর আর নাস্তার অভাব হইত না।



এলাকায় ভদ্র ছেলে খ্যাতি ছিল আমার (এখনো আছে!)! তো কল দিয়াই পরিচয় দিয়া দিলাম সেই ক্রেডিবিলিটিটাকে পুঁজি কইরা। মেয়েটা বেশ ডিসেন্টলিই কথা বলছিল।মেয়েটার সাথে আমার আলাপ আলোচনা গুলা মূলত এডমিশন টেস্ট ঘিরেই চলছিল। কথা বলতে বলতে একসময় মেয়েটা কান্নাকাটি শুরু করে দিল। তার কোথাও চান্স হয়নি সে খুবই ডিপ্রেসড। এন্ড সি গাট মি!!! এই মাইয়াপাইনের কান্নাকাটি আমি সহ্য করতে পারি না। এই দুরবস্থা দেখে খুব মায়া লাগা শুরু করল মেয়েটার জন্য। আমি চেষ্টা করলাম কমফোরট দেবার প্লাস আমার বেস্ট এডভাইস গুলাও দিচ্ছিলাম। সেই মুহূর্তে আমার একটাই টার্গেট ছিল, সেইটা হইল মেয়েটারে হেল্প করা। এইভাবে প্রায় তিন চার দিন গেল। এর মধ্যে মেয়েটার সাথে একদিন দেখাও হয়ে গেল! দেখে “জ-ড্রপিং” কোন রিয়্যাকশন হয়নি। আসলে মেয়েটা খুব সাধারণ একটা মেয়ে ছিল! মেয়েটার সাথে আমার পিরিত করার কোন ইচ্ছা ছিল না,জাষ্ট একটা নজর দেখার ইচ্ছা ছিল। সি ওয়াজ ইন মাই ড্রিমস! আই মেড এ মিস্টেক বাই টারনিং ইট ইন্টু এ রিয়্যালিটি।



সপ্তাহখানেক পরঃ

মেয়েটার সাথে একটু ফ্রি হবার সুবাদে দু একটা বাকা-তেড়া কোথাও হচ্ছিল। এক সময় মেয়েটারে জিগাইলাম পিরিত করে কিনা? মেয়েটা কয় নাতো! আমার ইন্টেল ছিল অন্যরকম। আমি জানতাম, ও পিরিত করে। তাও এলাকার একজন ফেমাস প্লেবয়ের সাথে। মাইয়া তো আমারে পুরা তব্দা খাওয়াই দিছে! আমি অর কথা বিশ্বাস করতাম না আমার সোর্সের কথা? আমার সোর্সের হাতে ফ্যাকচুয়াল ইনফো আছে আর মাইয়ার আছে চোখের জল। মাইয়া কান্দে আমারে কয়, অর দুর্নাম করানোর জন্যে লোকজন অর নামে এইসব কথা ছড়াচ্ছে! ওদের জিগরি দোস্তি ভাঙ্গার জন্য এরাম ষড়যন্ত্র করতেছে! এমুন কান্দাকাটি আমার আর সহ্য হইল না। ফ্যাক্ট ইগনোর করে মাইয়ার কথাই বিশ্বাস করলাম! এইজন্য মাইয়ার ভালোর জন্যই কইলাম, দেখ মাইয়া, পিরিত কর ভালো কথা, সমস্যা নাই। যা মন চায় তাই কর। কিন্তু চোখ কান একটু খুলা রাইখো! সব লোকের চরিত্র তো আর সুবিধার হয় না! আর এর সাথে জীবনের সবচেয়ে বড় ভুলগুলার একটা কইরা লাইলাম!



তার পরদিন দুপুরে একটা কল পাইলাম ওই ছেলের (প্লেবয়ের)! ইমিডিয়েটলি একটা ভারবাল বিটডাউন খাইলাম ফোনের উপ্রে! তারপরে যে তওবা করছি মাইয়াপাইনরে বিশ্বাস না করতে, আর সহজে কাউরে সেই লেভেলের বিশ্বাস পাই না!



কথাটা হইল, এইখানে মাইয়ার আর কি দোষ দিমু? মাইয়া তাই করছে যা আর দশটা পুলা মাইয়া করতো! ইট ওয়াজ মি হু ওয়াজ দ্যা ডাম্ব ওয়ান। এই মাইয়াটারে আমি বিউটির দিক থেকে আইডিয়াল মনে করতাম একসময়। আমি জানি না মেয়েটা এখন কোথায় আছে, ক্যামন আছে। চাইলেই অবশ্য জানতে পারি। আমি মন থেকে আশা করি, এই মাইয়ার সকল মনের আশা পুরন হোক।



(চলপে.........।)

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৬

অপূর্ণ রায়হান বলেছেন: হাহাহাহা বেশ মজা করে লিখেছেন। চলুক সিরিজটা +

অনেক শুভকামনা :)

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

বিপ্লব06 বলেছেন: হু হু হা হা হা!!!! অনেক ধন্যবাদ আপনাকে! হু হু হা হা হা!!!!

আপনাকেও অনেক শুভকামনা!

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হাউ'স এভ্রিথিং?

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

বিপ্লব06 বলেছেন: আই গেস গুড!
আপনার কি অবস্থা! হাউ আর থিংস গোয়িং?

হাউ ইজ জেইক ব্যালারড?

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: ফাইন ফাইন ;) =p~ B-)

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৮

বিপ্লব06 বলেছেন: চল্পে! চল্পে!!! চলতে থাকপে!!!!

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আই অ্যাম জাস্ট ডায়িং উইথ জবস, ইন্টার্নশিপস, টি এশিপস, ক্লাসেস ইটিসি।

ইউ ডিডিন'ট টেল মি হোয়্যার ইউ হ্যাড ট্রান্সফারড টু।

জেইক ব্যালার্ড, হা হা হা হা হা হা। এই উইকে খোঁজ নিতে ভুলে গেছি :P

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১২

বিপ্লব06 বলেছেন: ভালোই!

আমি এখন সিটি কলেজে (CUNY)!

আপনি যেন কই? ভুলে গেছি! :P :P :P

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মাই কাজিন গোস টু সিটি কলেজ।

আমি অনেক দূরে :( :( :(

পড়া আছে, বাই। প্রে ফর মি।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫

বিপ্লব06 বলেছেন: হুম!

ফাইনাল টাইম!!! গুড লাক!

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৩

আমিনুর রহমান বলেছেন:




কেমন আছেন? অনেক দিন পর !

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪২

বিপ্লব06 বলেছেন: খবর নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে! ভালোই আছি। আপনি কেমন আছেন?

সামু আমাক জেনারেল করছিল কোন কারন ছাড়াই! প্রোটেস্ট মোডে ছিলাম!

এখন আবার সেইফ করছে!

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

কলমের কালি শেষ বলেছেন: বেশ মজাদার গল্প । চলুক ।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০২

বিপ্লব06 বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ ভাই! কাহিনী চলপে..... B-) B-) B-)

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৭

মনিরা সুলতানা বলেছেন: সি ওয়াজ ইন মাই ড্রিমস
আই মেড আ মিস্টেক বাই টারনিং ইট ইন টু রিয়্যালিটি

ইডিয়ট বলে কথা ;)
কাহিনি ভাল্লাগতাছে

১৪ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৬

বিপ্লব06 বলেছেন: কিছু কিছু ড্রিমকে রিয়ালিটি বানাইলে ড্রিম আর ড্রিম থাকে না। মূল্য হারায়!

আমারও লিখতে ভাল্লাগছে! :#> :#>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.