নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CAUTIOUSLY OPTIMISTIC

বিপ্লব06

এই ব্লগের সকল লেখার স্বত্ত্ব লেখকের।

বিপ্লব06 › বিস্তারিত পোস্টঃ

এন ইডিয়ট ইন লাভ!!! (চৌদ্দ)

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫২

(এই সিরিজের পোস্টগুলা শুধু বিনুদনের জন্য! জ্যান্ত কিম্বা মৃত কিছুর সাথে কাহিনী মিল্লা গেলে কাউকে দায়ী করা যাইবেক না!)









(আগের পুস্টের পর......)

সেই বিনা পিরিতে ছ্যাকা খাইয়া ব্যাকা হবার পর দেশে থাকা অবস্থায় আর পিরিতমুখো হওয়া হয় নাই! কিন্তু আমাদের ব্যাচের শয়তানের চ্যালাগুলা আমারে আমাদেরই ব্যাচের এক মাইয়ার লগে আর একটু হইলেই জড়াই দিত! ব্যাপারটারে ইগনোর কইরা বাইচ্চা গেছিলাম সেই সময়। আর দেশ থেকে আসার আগে তো ৪র্থ ব্যাচের এক বড় ভাই খালি আমারে পাহারা দিতে আইত! এই ভদ্রলোক আমাগোর ব্যাচের এক সুন্দরীরে পটানোর তালে আছিল, যখন শুনছে আমি ডিভি পাইয়া আম্রিকা আইতেছি, ওনার মনে ভয় ঢুইকা গেছিল যে আমি ফের উনার টারগেট করা সুন্দরীরে লইয়া ভাগি কিনা! আমার কখনো এই ধরনের মতলব ছিল না, কিন্তু ব্যাপারটারে মনে মনে এঞ্জয় করতেছিলাম না এইটা বলা অন্যায় হইবে। আর আমি আসার কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ড আমারে হলের ছাদে নিয়া যেই কামডা করছিল ওইডা মনে হইলে আমার মুখে আইজকেও পিচিক কইরা হাসি আইয়া পড়ে। এই শালা আমাগোর এলাকার (ব্যাচেরও) এক মাইয়ারে পছন্দ করতো, আর ওই সেইম মাইয়ারে জড়াইয়া আমার নামেও কিছু গুজুব উঠছিল ক্যামনে ক্যামনে কইরা। তো এই শালার মাথায় কে যেন বুদ্ধি দিছিল যে আমি নাকি ওরেও আম্রিকা আমার সাথে কইরা লইয়া চইলা আমু!!! ভয় পাইয়া এই ব্যাটা আমারে একরাতে হলের ছাদে লই জিগায় কিরে, তুই কি ওরে পছন্দ করিস? আমি মনে মনে চিন্তা করি এই হালার মতলব কি? এই কথা জিগায় ক্যানু? তারপর কয় তুই যদি ওরে পছন্দ করিস তাইলে ওরে নিতে পারিস, আমি কিছু কইতাম না!!! আমারতো মনে মনে হাসি আর থামে না! আমি কুনো কিছু না বইলা কইলাম, ক্যান? কি হইছে? তুই কি ওরে মন থেইকা পছন্দ করিস? ব্যাটায় আমতা আমতা কইরা কয় হ!!! আমি তো হালায় শুইনা মহা খুশি! ব্যাটারে কুনদিন স্বীকার করাইতে পারি নাই যে ও ওরে পছন্দ করে। তারপর ওরে অভয় দিয়া কইলাম চিন্তার কুনো কারণ নাই। আমি কিছু করতাম না। তারপর মিটিং ভং দিলাম!



এরপরে তো আমি পারলে ঢোল নিয়া হলের সবাইরে কইয়া বেড়াই, যে অয় ওরে পিরিত করে এইডা আমার কাছে স্বীকার করছে!



এরপর থেকে এখনো আমি যখনই ওরে কল দেই ওই মাইয়ার কথাও জিজ্ঞাসা করি! অবশ্য ওর ইদানিংকার উত্তরগুলা আমার পছন্দ হয় না। এককালের পছন্দের মাইয়ার নামে ডিগ্রেডিং কথাবার্তা আমি ভালা পাই না!



এরপরের কাহিনী হইল, আমি আম্রিকায়! এপ্রিলের শেষের দিকে আসছিলাম আমি। উইন্টার ছাইড়া খালি স্প্রিং লাগা শুরু করছে। আমার এক দাদার সাহায্যে এক বাসায় উঠছিলাম কিছু ব্যাচেলর (ম্যারিড ব্যাচেলর) ভাইদের সাথে!



কথা হইল আমি বড় হইছি দিনাজপুরের মত শহরে, যেইখানের মাইয়াপাইন অনেক ডিসেন্ট কাপড় চোপড়ের ব্যাপারে। পারলে বোরকার মধ্যে লুকাই থাকে অল টাইম এই অবস্থা! আর এইখানে আইসা তো আমি মহাসমুদ্রের মধ্যে পইড়া গেলাম! যেইদিক চোখ যায় খালি সৌন্দর্য আর সৌন্দর্য!!! আমি মোটেও এই পরিবেশে অভ্যস্ত আছিলাম না। এর মধ্যেই আমার রুমমেটের কাছ থেইকা অমূল্য গিয়ান পাইলাম যে, কয়েকদিনের মধ্যে মাইয়াপাইনেরা নাকি হাফপ্যান্ট পইড়া দৌড়াদৌড়ি করবে! এখন কি হপে???





(চলপে......।)

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭

মায়াবী রূপকথা বলেছেন: আছেন কই এখন? এনডব্লিউওতে হইলে এইমুহুর্তে কেউ হাফ প্যান্ট পড়ে বাইরে বের হতে রাজি হলে লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে যদি বেচে থাকে।

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

বিপ্লব06 বলেছেন: নিউ ইয়র্কে আছি এখন।

আমাগোর এইখানে হইলে আপনার পুরস্কার নেওয়ার জইন্নে কাড়াকাড়ি পইড়া যাইবে! এইখানে এখনো মাইয়া পাইনেরা হাফ প্যান্টের ছোট ভার্শনটা পইড়া বাইর হয়। কাউরে কাউরে দেখি পাতলা ফিনফিনা মুজা পইড়া থাকে!!!

যমিনি বালা আরকি :!> :!> :!>

২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৮

মনিরা সুলতানা বলেছেন: বাহ ইডিয়টের বাজার তো দেখি ভালই আছিল
সব্বাই ডর খাইত । :|

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

বিপ্লব06 বলেছেন: ইয়ে মানে কমপ্লিমেন্ট শুইনা ভালোই লাগতেছে!
মাগার আসলে বাজারটা আছিল, শেয়ারবাজারের মতন গুজব আলা!!! ইনফ্লেটেড!

তয় বিয়ার বাজার মনে হয় ভালোই আছে!

ভালো থাকবেন!

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩

মায়াবী রূপকথা বলেছেন: আমেরিকান জ্যামাইকাতে নাকি? ওটা তো পুরাই পুরান ঢাকা।

৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৩

বিপ্লব06 বলেছেন: নাহ! জামাইকাতে থাকি নাহ! মাগার মাঝে মাঝে মনে হয় থাকতে পারলে মন্দ হইত না!

* আপনি পুস্ট করা ছাইড়া দিছেন কেনু?

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪

মায়াবী রূপকথা বলেছেন: সস্তা পোস্টার লাগিয়ে বিনোদনের খোরাক হতে চাইনা যে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫৪

বিপ্লব06 বলেছেন: ওহহ ওকে!!! :#> :#> :#>

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৫

শায়মা বলেছেন: হা হা লাস্ট পার্ট ইজ ফানি!

দিনাজপুরে আমি গেছি!
সালাম চৌধুরীদের বাড়িতে খুব ছোটবেলায়!
তারপর রামসাগর, কান্তুজিমন্দির...

দিনাজপুরের মানুষেরা খুব ভালো হয়!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০০

বিপ্লব06 বলেছেন: দিনাজপুরে গেছেন যেনে ভালো লাগলো।
দিনাজপুরকে পারসোনালি অনেক মিস করি! কিছু সুন্দর জায়গা আছে ওখানে। আর মানুষগুলার কথা না হয় নাই বললাম।

তবে কুমিল্লা-নোয়াখালীর লোকজন আমাদেরকে হাবাগোবা মনে করে বিনুদন নেওয়ার ধান্দায় থাকে আরকি!!!! :)

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬

শায়মা বলেছেন: কুমিল্লা নোয়াখালি কি তোমার দুনিয়া!!!

তারা কি ভাবলো না ভাবলো কি যায় আসে?

তাই বলে তুমি কি ভাবছো নাকি আমি কুমিল্লা নোয়াখালী!!!!!!! B:-) B:-) B:-) B:-)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২০

বিপ্লব06 বলেছেন: আপনাকে বলি নাই তো!!! জেনারালি বলছি!!!

মাইন্ড খাইয়া লইজ্জা দিবেন না! :P :P :P

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮

আলী বলেছেন: যেইদিক চোখ যায় খালি সৌন্দর্য আর সৌন্দর্য!!!

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৩

বিপ্লব06 বলেছেন: যেইদিক চোখ যায় খালি সৌন্দর্য আর সৌন্দর্য!!! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.