নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CAUTIOUSLY OPTIMISTIC

বিপ্লব06

এই ব্লগের সকল লেখার স্বত্ত্ব লেখকের।

বিপ্লব06 › বিস্তারিত পোস্টঃ

এন ইডিয়ট ইন লাভ!!! (আঠার)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১১

(এই সিরিজের পোস্টগুলা শুধু বিনুদনের জন্য! জ্যান্ত কিম্বা মৃত কিছুর সাথে কাহিনী মিল্লা গেলে কাউকে দায়ী করা যাইবেক না!)




(আগের পুস্টের পর.........)
সিটি কলেজের ক্রাশ (এক)
সিটি কলেজে যাইয়া দেখি, অকি!!! এক ক্লাসরুমে এত্ত পুলাপাইন কিয়েরে? একশ এর কাছাকাছি ছাওয়াল পাওয়াল! আমি তো পুরাই অবাক! সামনে না বইলে কিচ্ছু শুনি না, আর সাইজে ছোট বইলা পেছনে বইলে কিচ্ছু দেখিও না! পুরাই ধরা খাইয়া গেছি! নতুন ইশকুল, নতুন ক্লাস একটু ভয়ে ভয়েই আছিলাম প্রথম প্রথম। সপ্তাহ খানেক পর মাথা ঘুরাইয়া ক্লাসের এইদিক সেইদিক দেখা শুরু করছি! (কুনু সুন্দরির দেখা মিল্লা যায় যদি!!!) একদিন ক্লাসের মাঝামাঝি সময়ে পিছনে ঘাড় ঘুরাইয়া দেখি, আমাগোর দেশি চেহারার এক সুন্দরি বইয়া দাঁত দিয়া পেন্সিলের পশ্চাৎদেশ কামড়াইতেছে! ঘটনাটা দেখামাত্রই তো আমার দিল জাগার মধ্যেই নাচা শুরু কইরা দিছে, আমি তো পুরাই সিডিউসড! (চক্ষে কিন্তুক চশমা আছিল না) আর কই যায়! ক্লাসের আধা মনোযোগ মাইয়ার দিকে ঈমিডিয়েটলি চইল্লা গেল আর বাকি আধা প্রফেসরের দিকে দিয়া ক্লাসটা কুনু মতে শেষ করলাম!

পরের দিন থেইকা পুরাই সারভেইল্যান্স মোডে চইলা গেলাম আরকি!!! সিস্টেমে মাইয়ার উপ্রে চোক রাখতাছি! একটা সমস্যা হইল মাইয়া কুন দেশি এইডা জানা হয় নাই! দেখি মাইয়া আবার পাইক্কা পুলাপাইনগোর লগে চলাফেরা করতাছে! কেনু পাইক্কা কেনু? মাইয়া দেশি না হইলেতো আবার সমস্যা! মাইয়ারে না জানাইয়া এইডা ফাইন্ড আউট করি ক্যামনে?

এইভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর একদিন কি মনে কইরা ড্যান্স ফ্লোরে গেলাম (এইখানে পুলাপাইনেরা রিহার্সাল করে, আড্ডাবাজরা আড্ডা দেয়)! যাইয়া দেখি পুলাপাইন প্রাকটিচ করতাছে! দেখি এক গ্রুপ মাইয়া ধুমাইয়া নাচতাছে! একটা মাইয়ার দিকে অবাক হইয়া দেখি আরেহ! ক্লাসের সেই মাইয়া না? এই মাইয়ার উপ্রে না আমি ক্রাশ খাইছি? কি নাচেরে বাপ!!! পুরা ফোলোর কাঁপাই ফালাইতেছে! শইল থেইকা হিট রেডিয়েট করতাছে! নাচ দেইখা লিটারালি মাথা ঘুরতাছিল আমার সেইদিন! তারপর কাউরে কুনু কুলু না দিয়া ইনভেস্টিগেশন কইরা জানলাম ওরা SATC ক্লাব এর নাচনেওয়ালি! সেইদিন রাতেই বহুত ঘাটাঘাটি কইরা ওরে আমি ফেসবুকে খুইজ্জা বাইর করলাম! পুলাপাইন আইজকাল জয়া চালাক হইছে না, প্রাইভেসি দিয়া রাখে। মিউচুয়াল ফ্রেন্ড গুলারেও দেখা মুস্কিল হইয়া গেছে! ঘাইট্টা দেখি মাইয়া আমাগোর দেশি না!!! বাল। মনটাই খারাব হইয়া গেল! তারপরও হাল ছাড়ি নাই সিস্টেমে ফলো করতেই আছিলাম! দিলে দলা দিছে বইল্লা কথা! এর মধ্যে SATC এর শো হইয়া গেল! মাইয়া জব্বর নাচা নাচছে! আমি গ্রুপ নাচের সব্বাইরে বাদ দিয়া খালি অর নাচ দেখছি! এখনো মাঝে মাঝে ইউটিউবে যাইয়া অর নাচা দেখি! মেয়েটা আসলেই ভালো নাচে।

হঠাৎ কইরা একদিন দেখি মাইয়া ১২৫ স্ট্রিটে সাবওয়ে স্টেশনের বাইরে এক সাদা পুলার লগে ঢলাঢলি করতাছে! আর বস্ত্রের কি ছিরি! ওই বস্ত্র গুলা মুলতঃ শুক্রবার আর শনিবার রাইতে ভিলেজগুলাতে দেখা যায়! দেইখা তো আমার মেজাজ পুরাই বিলা! আমার শুরু থেকেই সন্দো আছিল কাহিনিডা এরাম হইতে পারে! এই জন্য টাইম লইতেছিলাম ডিসিশনে আইতে। একে তো আমাগোর দেশি না তার উপ্রে এরাম সাদা পুলাপাইনের লগে এইরাম প্লেসে আকাম.........।ক্যামনে হয়! সারভেইল্যান্স মোড অফ কইরা নরমাল মোডে আইয়া পরলাম ইমিডিয়েটলি!
বিলা মিজাজ লইয়া নিজেরে দোষ দিতাছিলাম। কেনু এই মাইয়ারে ভালা পায়ীতে গেলাম। আমার ক্লাস বইল্লা কুনো জিনিস নাই কিয়ারে? পরে মনে মনে নিজেরে কই যে, যেই মাইয়া এরাম খুলা খুল্লা নাচতে পারে সে ঢলাঢলিও করতে পারে (আর কিচ্ছু নাই কইলাম)।

এর পর মনে মনে পিরিতরে তোবা কইরা বাইদ্ধ্য ছাওয়ালের মতন কইরা পড়াশুনায় মনোযোগ দিলাম! হাজার হোক ওইটাই আসল কাম!


(চলপে......।)

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪২

রাজিয়েল বলেছেন: পোস্টের নাম দেন, "Another Idiot in Love", ভাইজান......... :'(

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩০

বিপ্লব06 বলেছেন: তাই মনে হয় করা দরকার আছিল! মাগার চিন্তা কইয়া দেখলাম, পিরিতের ফান্দে পড়লে সবাই ইডিয়ট হইয়া যায়!

ভাইডি, অঙ্কের মতন কইরা ধইরা/মনে কইরা লান "An = Another" :)

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

মনিরা সুলতানা বলেছেন: এত রং নাম্বার হইলে চল্পে /:)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৩

বিপ্লব06 বলেছেন: রাইট নাম্বারে গেলে তো পিরিতের কাহিনী ফিনিস হইয়া যাবে।

সামটাইমস, ইউ হ্যাব টু লুজ ইন অর্ডার টু উইন :)

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

মায়াবী রূপকথা বলেছেন: হুম। আগের মত মজা পাইলাম না। আরো মজা চাই। দরকার হলে মজা বানায় দেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৬

বিপ্লব06 বলেছেন: মজার ভাণ্ডারে টান পরছে! হাল্কা দৌড়ের উপ্রে আছি!
আর বানাইয়া মজা দেওনের মতন কল্পনাশক্তি এখনো এই অধমের হয় নাই!

*** আপনার উপদেশ মাথায় থাকলো।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

আমি অথবা অন্য কেউ বলেছেন:
সিন্ডি! সিন্ডি!!

তুই এলি না!
সাড়া দিলি না!
একটিবারও!!

আমি ফিরে যাচ্ছি-
আমার ফ্লাইট টেক-অফ এর জন্য তৈরি,
শুনতে পাচ্ছিস?
লাস্ট কল আমার নামে??

পেছনে পুড়িয়ে দিয়ে এসেছি সেতু
দাউ দাউ আগুন জ্বলছে!
যে পদচিহ্ন ছিলো আমাদের, হয়তো থাকবে তা
জমা মহাকালের হিমঘরে
বা তোর স্মৃতির ঠান্ডা আকরে!
যদি নাও কিছু থাকে
কি যায় আসে?
এখন চারিদিকে ভাসমান রংগীন বেলুনের মত
মানুষ, কেউ কারো নয়...
সবাই এয়ারপোর্টে আজ,
উড়ে যেতে চায়...


সিন্ডি! সিন্ডি!!

তুই এলি না!
সাড়া দিলি না!
একটিবারও!!

তুই নেই - তাও জানি তুই আছিস
ভীষন কাছাকাছি কোথাও!
শুনতে পাচ্ছিস জানি তুই
লাস্ট কল আমার নামে...

এতো যন্ত্রনা চেপে বুকে
চুপ করে থাক তুই!!
আমি আর দাঁড়াবো না
আমি চলে যাচ্ছি...
আমি ফিরে যাচ্ছি...
সিন... ডি...




এইটা জাস্ট একটা নাম। হা হা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৭

বিপ্লব06 বলেছেন: হুম জাস্ট একটা নাম না???? B-) B-) B-)

সিন্ডি নামে আমার এক ক্লাসমেট ছিল :P :P :P

কি কিউট ই না ছিল

দেখলেই মনে হইত, যাই একটু গালটা টিপ দিয়া আসি :P :P :P

আপনার "যন্ত্রণার" অবসান হোক!

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪

আমি অথবা অন্য কেউ বলেছেন: সিন্ডি! সিন্ডি!!

তুই কই!
তুই কই!

বিকেলের বাগানে শুকনো ঝরা পাতার মত
পরে আছে আমাদের সংলাপের টুকরো ;
আজ বিকেলে সুর্য্যাস্ত হবেনা...

তুই কই!
তুই কই!

সিন্ডি! সিন্ডি!!

আকাশের মধ্যে দিয়ে আকাশ দেখেছিস তুই কোথাও??
কি পরেছিস আজকে? জিনস না ফতুয়া?
মনে আছে প্রথম stay free!
হাতে হাত রেখেছি আমরা - চুমু খাইনি,
আংগুলে আংগুল ছুঁয়ে নেমেছে অরন্যের স্পর্শ!

তুই কই!
তুই কই!

এখন আমার বুকে আর শরীরে বাধা
ঘাতক স্মৃতির বোমা,
ডেটোনেটর তো তোর কাছে...

তুই কই!
তুই কই!
তুই কই!
একবার বল তুই কই!!!


OKEY...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:২৯

বিপ্লব06 বলেছেন: আপনি পারেনও বটে!!!

অনেক ভালো লাগছে!

৬| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৯

শায়মা বলেছেন: এর মধ্যে SATC এর শো হইয়া গেল! মাইয়া জব্বর নাচা নাচছে! আমি গ্রুপ নাচের সব্বাইরে বাদ দিয়া খালি অর নাচ দেখছি! এখনো মাঝে মাঝে ইউটিউবে যাইয়া অর নাচা দেখি! মেয়েটা আসলেই ভালো নাচে।


ভাইয়া ইউটিউবের লিন্ক দাও আমিও তার নাচ দেখতে চাই। :)



০৭ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৩৮

বিপ্লব06 বলেছেন: লিন্ক দিলাম। দ্যাখেন আপনিও..........

http://youtu.be/3gxjHd1hrNA

৭| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৭

মায়াবী রূপকথা বলেছেন: ভাইয়া, উনি কি একদম শেষ হবার সময় দাঁড়ানো অবস্থায় ডান থেকে তিন নাম্বার কিউট মেয়েটা? বাকীদের পছন্দ হয়নি।

আমি নিশ্চিত ওটাই।

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১:৫৫

বিপ্লব06 বলেছেন: কিছু কথা গুপন থাকাই উত্তম!

আমি কনফার্ম বা ডিনাই কিচ্ছুই করতেছি না! খালি এইটা বলতে পারি যে, ওইখানেই তিনি আছেন!!!! (ভিলেনের হাসি দিবার ইমো হবে)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.