নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CAUTIOUSLY OPTIMISTIC

বিপ্লব06

এই ব্লগের সকল লেখার স্বত্ত্ব লেখকের।

বিপ্লব06 › বিস্তারিত পোস্টঃ

ইডিয়টস জার্নি টু আম্রিকা!!! (দুই)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৭



আগের কাহিনীর পর.........।
এরপর হাজী দানেশে ভেটেরিনারিতে ভর্তি হইলাম, একটা সেমিস্টার চামের উপ্রে দিয়া কইরা লাইলাম! যদিও ভেটেরিনারি এনাটমি আর হিস্টোলজি পড়তে পড়তে লাইফটা কৃষ্ণবস্তুর রং ও ধারণ করা শুরু কইরা দিছিল। এরই মধ্যে একবার জিন বাবার খপ্পরেও পরছিলাম (ওই কাহিনী পরে কুনো এক সময় কইতাম)! যাই হোক, প্রথম সেমিস্টার ফাইনাল শেষে, একদিন দুপুরের দিকে রিলাক্স করতেছি হলে বইসা! এরাম টাইমে আমার আব্বা কল দিছে! কল পাইয়াই তো আমার মনে কু ডাক দেওয়া শুরু হইয়া গেছে! এই টাইমে তো আমারে কল দেয় না! নরমালি কলটা সন্ধ্যার দিকে শিডিউল করা থাকে। সামথিংইজ ডেফিনিটলি ভেরি ভেরি রং! এরপর আমার আব্বা কয়, আমাদের বাসায় নাকি ঢাকা থেইকা একটা লোক আসছে!!!আমার মাথা তো ঝড়ের বেগে চলতাছে, কি এমন আকাম করছি যে ঢাকা থেইকা বাসায় লোক গ্যাছে! আননোন নাম্বারের মাইয়াপাইন গোরে তো সেই কবে খুচাখুচি বন্ধ কইরা দিছি! ভয়ে ভয়ে আমি জিগাইলাম ক্যান? কি হইছে?

আমার আব্বা কয়, ওই লোক আইসা কয় তুই নাকি ডিভি পাইছস! আম্রিকা নাকি যাওয়া যায়? আমি তো একটু জানে পানি পাইলাম! সংবাদটা খারাপ নাহ! মাগার একটা জিনিস মিলাইতেপারলাম না যে ডিভি পাইলাম আমি এই ব্যাটা জানল ক্যামনে? আমি যে ডিভি করছি এইটা তো আমি ছাড়া আর কেউরে কই নাই! আর আমার তো ফাটা কপাল, ডিভি ফির আমি ক্যামনে পাই? আর যদি পাইও,তাইলে তো আমার বাড়িত চিঠি যাওয়ার কথা! কুনু ব্যাটার তো জানার কথা না!

ওই সময়টাতে আবার আদম ব্যাপারী গুলা ব্যাপক বাইড়া গেছিল। প্রায় প্রতিদিনই পেপারে খবর আইত যে এই কাহিনী হইছে, ওই কাহিনী হইছে, নৌকায় কইরা বিদেশ যাওনের সময় সাগরে ডুইবা ১৩০ জন মইরা গ্যাছে ইত্যাদি...। আমি বিচার বিবেচনা কইরা আমার আব্বারে কইলাম যে নাহ, এইগুলা ভুয়া খবর! এই ব্যাটা চামের উপ্রে টাকা খাওনের ধান্দায় আছে। ব্যাটার পোঁদে লাত মাইরা বাড়ি থেইকা বাইর কইরা দেওয়া হউক!

এরপর আমি ওই ব্যাটার লগে একটু আলাপ করলাম। মাগার অর কাছে কুন উত্তর নাই! ওরে কইলাম তাইলে আপনে দিনাজপুর আসেন আপনার লগে দেখা করি। আসলে আমার মনটা তখনো খুঁতখুঁত করতেছিল যে এই হালায় জানল ক্যামনে যে আমি ডিভি করছি?

সেইদিন সন্ধ্যায় লোকটা দিনাজপুর আইল আমিও ক্যাম্পাস থেইকা শহরে আইলাম! ওনার লগে দেখা করলাম। এইবার ওই লোক কয়, দেখেন আমার বাড়ী ঘোড়াঘাটে (দিনাজপুরে)। আমার এক পরিচিত লোক আছে উনি আমারে এক হাজার টাকা দিছে আপনার বাসায় যাইয়া খবরটা দেওনের জন্যে! বিশ্বাস করলে করেন না করলে নাই। আমারে ব্যাটায় ডিফেন্সে ফালাই দিল দেখি!

এরাম একটা খবর, ব্যাপারটা তলাইয়া না দেখতে মন চাইতেছিল না। তো ওনারে জিগাইলাম আম্রিকা যাইতে খরচ কিরাম হয়? লোকটা কয় ছয়-সাত লাক টাকা লাগে! আমি তো শুইনা ওইখানেই ঘুমাই যাই এমন অবস্তা! এত টাকা??? কেমনে সম্ভব? ব্যাটারে যাও আরও একটু বাজাই দেখার চিন্তা আছিল, বাদ দিয়া দিলাম! তারপর দুইজনে রিকশা লইয়া যেইখান থেইকা আমি ক্যাম্পাসের বাস লইতে পারমু এক জাগায় গেলাম আর ওই ব্যাটায়ও ঢাকাগামী কুচ লইতে পারবে! যাইয়া দুইজনেই আস্তে কইরা নামলাম। ভাড়াটাচুকাইয়া দিয়া লোকটারে পাঠাই দিলাম। আর আমিও ক্যাম্পাসে চইলা গেলাম।

আমি যদিও মুটামুটি শিওর যে একটা ধাপ্পাবাজি থাইকা বাইচ্চা গেলাম কিন্তু মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থাইকাই গেল!

(চলতে থাকপে......।)

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫

Shahjahan Ali বলেছেন: চলুক :D

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩২

বিপ্লব06 বলেছেন: হা হা চলছে...চল্পে...।
:)

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫১

জুন বলেছেন: সাথে আছি আম্রিকা পর্ব পর্যন্ত । মজার লেখা ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

বিপ্লব06 বলেছেন: সাথে থাকার জন্য থ্যাংক ইউ :)

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

রানা আমান বলেছেন: পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪

বিপ্লব06 বলেছেন: পরবর্তী পর্ব আসিতেছে...। :)

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

থিওরি বলেছেন: পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪

বিপ্লব06 বলেছেন: থ্যাংক ইউ ভায়া। পাইপলাইনে আছে...। :)

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মজা পেলুম .............. :D

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫

বিপ্লব06 বলেছেন: আপনি "মজা পেলুম" বলেছেন দেখে আমিও "মজা পেলুম" ;)

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

শতদ্রু একটি নদী... বলেছেন: বরাবরের মতই মজা পাইলাম বিপ্লব ভাই। ++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫

বিপ্লব06 বলেছেন: ধন্যবাদ শতদ্রু একটি নদী ভায়া :)

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

মায়াবী রূপকথা বলেছেন: দেখতে পেয়ে কমেন্ট করতে চলে আসলাম ভাইয়া :P

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

বিপ্লব06 বলেছেন: ধন্যবাদ! আসলেন দেখে ভাল লাগসে...:)

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪

এস বাসার বলেছেন: কাহিনী বেশ মজার মনে লয়! তয় কাহিনীর চেয়ে কাহিনীর প্রেজেন্টেশনে চমৎকৃত হইলাম ভ্রাতা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮

বিপ্লব06 বলেছেন: লাইফের প্রায় প্রত্যেকটা কাহিনীই মজার। খালি নির্ভর করে আপনি ব্যাপারটারে ক্যামনে দেখতেছেন
ধন্যবাদ।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:P

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

বিপ্লব06 বলেছেন: ;)

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৫

রাবার বলেছেন: মজার কাহিনি , অপেক্ষায় আছি

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

বিপ্লব06 বলেছেন: ধন্যবাদ! কাহিনীটারে রাবারের মত কইরা টাইনা বড় করতাছি আরকি!!! B-))

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩০

গোল্ডেন গ্লাইডার বলেছেন: আর কিচ্চুনা ভাই খালি ইরাম একখান ফাসপুট চাই :P

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

বিপ্লব06 বলেছেন: আপ্নের কথা মাথার উপ্রে দিয়া গিলাইড কইরা চইলা গেল দেখি... :P

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

মায়াবী রূপকথা বলেছেন: ভাইয়া আরো পর্ব দিচ্ছেননা কেন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

বিপ্লব06 বলেছেন: দুঃখিত! একটু ব্যাস্ত হয়ে পরছিলাম! আসতেছে সুন...

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১

শায়মা বলেছেন: আমার আব্বা কয়, ওই লোক আইসা কয় তুই নাকি ডিভি পাইছস! আম্রিকা নাকি যাওয়া যায়? আমি তো একটু জানে পানি পাইলাম! সংবাদটা খারাপ নাহ! মাগার একটা জিনিস মিলাইতেপারলাম না যে ডিভি পাইলাম আমি এই ব্যাটা জানল ক্যামনে? আমি যে ডিভি করছি এইটা তো আমি ছাড়া আর কেউরে কই নাই! আর আমার তো ফাটা কপাল, ডিভি ফির আমি ক্যামনে পাই? আর যদি পাইও,তাইলে তো আমার বাড়িত চিঠি যাওয়ার কথা! কুনু ব্যাটার তো জানার কথা না!



হা হা হা শুধু উপরের লাইন গুলিই না । প্রত্যেকটা লাইন পড়লেই হাসতে হাসতে মরি! :P

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৫

বিপ্লব06 বলেছেন: অতীত নাকি সবসময়ই বেশ সুখের! লিখতে যাইয়া আমিও সেইম মজাটাই পাই!

থ্যাংক ইউ! :)

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২১

শায়মা বলেছেন: এই কারণেই মানুষ দুঃখ বিলাসিত হয়!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪২

বিপ্লব06 বলেছেন: ব্যাপারটা মনে হয় বুঝতে পারছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.