নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CAUTIOUSLY OPTIMISTIC

বিপ্লব06

এই ব্লগের সকল লেখার স্বত্ত্ব লেখকের।

বিপ্লব06 › বিস্তারিত পোস্টঃ

ইডিয়টস জার্নি টু আম্রিকা!!! (তিন)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৮



আগের কাহিনীর পর.........।

এই ঘটনার কয়েকদিন আগে ইন্ট্রোডাকশন টু ইন্টারনেট নামে একটা ওয়ার্কশপে গেছিলাম। বিবিএ’র বড় ভাইরা ওইটা অরগানাইজ করছিল। ব্যাপারটা ছিল এমন যে ওনারা ইন্টারনেট ক্যামনে ব্যাবহার করা লাগে ওইটা শিখাবে আরকি। আর ফিস ছিল পার হেড ২০টাকা! ওইখানে ওনারা বেসিক্যালি ডাবল কিলিক কইরা ক্যামনে ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করা লাগে, গুগল করা আর ক্যামনে ইয়াহুতে মেইল একাউন্ট খুলা লাগে ওইটাই শিখাইতেছিল! আমারতো মাউসের উপ্রে কিলিক মারারি অভ্যাস আছিল না তার উপ্রে নাকি আবার ডাবল কিলিক মারা লাগবে এক্সপ্লোরার খুলতে! কেমনে হয়? যে জীবনে ডাবল কিলিক করে নাই তার জন্যে এইটা যে কত্ত কঠিন সেইটা যে করে নাই সেই বোজে! বেশ কয়েকবার ব্যারথ চেষ্টার পর কামটা করতে পাইরা মনে হইতেছিল যে হিটলাররে হারাই দিছি! যাই হউক ওইদিনের খুলা মেইল আইডি খানা বেশ সযত্নে কাগজে লিক্ষা সেইভ কইরা রাকছিলাম (আইজ পর্যন্ত ব্যাবহার হইতেছে)!

ওই লোকরে বাড়ী পাঠাই দিয়া হলে যাইয়া তো আর ঘুমাইতে পারি না! কেমনে কি করি? নতুন ক্যাম্পাসে উঠা উপলক্ষে আমার বাপে আমারে নোকিয়া ৩১১০ থেইকা নোকিয়া ৫১১০ এক্সপেরেস মিউজিক কিনা আমারে আপগেরেড কইরা দিছিল! ওইটা দিয়া নাকি আবার ইন্টারনেটেও ঢুকা যাইত! সেই রাইতে ঘুম ফালাইয়া বহুত গুঁতাগুঁতি কইরা অপেরা মিনি ডাউনলোডাইলাম, তার পরে অপেরা মিনিতে যাইয়া ইয়াহুতে ঢুকলাম! ঢুইকা তো পুরাই তব্দা খাইয়া গেলাম! অকি! পেইজ এরাম দেখায় কিয়েরে? ইন্টারনেট এক্সপ্লোরার দিয়া তো অন্যরকম দেখাইত! পরে বুজছি মুপাইলে জিনিসপত্র একটু আলাদা দেখায়। আল্লার নাম কইরা মেইল আইডি আর পাসওয়ার্ড দিয়া ভিত্রে ঢুইকা পরলাম আরকি!

এইবার পরলাম বিপদে! কেমনে কি করমু! কারে মেইল দিমু? কাউরে তো জীবনে মেইল দেই নাই! ক্যামনে লিখে ওইটাও জানি না। তার উপ্রে মেইল আইডি পামু কই? চিন্তা করলাম শেষ পর্যন্ত এইখানে আইয়া ধরাটা খাইয়া গেলাম! মাগার পরক্ষণেই মাথায় গুগলের চিন্তা আইয়া পরল! বেশ কিছুক্ষণ গুগল লইয়া লাড়াচাড়া কইরা একখান মেইল আইডি পাইলাম! ওইটা নাকি আম্রিকার ডীভী ডিপার্টমেন্টের!!! ওই আইডিতেই লাইফের পরথম মেইল লিখলাম,

“আমি নাকি ডিভি পাইছি?
হাছানি?”


তারপর খুঁতখুঁতানি লইয়াই ঘুমাইতে চইলা গেলাম!পরেরদিন সকালে কি মনে কইরা আবার মেইলে ঢুকতে যাইয়া দেখি আরর...রেহ!!!! একখান মেইল আইসা রইছে! আমার আনন্দ আর কে দেখে? মেইল পাইছি আম্রিকা থেইকা! লাইফটা পুরাই ধইন্ন হইয়া গেল! বহুত মনযোগ দিয়া (কষ্ট কইরা) পইড়া বুঝলাম এইখান একখান অটোমেটেড মেইল! রিপ্লাই করতে মানা করছে আর কইছে ৩-৫ বিজনেস ডে’র মইদ্দে ইনকোয়ারির উত্তর দিবে! অটোমেটেড হোক আর যাই হোক, আম্রিকান মেইল বইলা কথা। আমার তো আর আনন্দ ধরে না এমন অবস্থা! পারলে কয়েক মিনিটের জইন্ন আর্কিমিডিস হইয়া যাই এমন ফিলিং হইতেছিল!!

এরপর দুইটা দিন কুনরকম ঘটনা/বেঘটনা ছাড়াই চইল্লা গেল! দুইদিন পর মেইল পাইলাম আরেকখান। মেইলে সাফ কইয়া দিছে। তুমি ডিভি পাইছো কিনা সেইটাতো আমরা কইতে পারমু না! মাগার তুমি যদি তুমার নাম, বাড্ডে আর ডিভি এপ্লিকেশনের কনফার্মেশন নাম্বারটা দিতে পার তাইলে আমরা তুমারে হেল্পাইতে পারি!

মেইল দেইখা তো আমার মাথা নষ্ট! কনফার্মেশন নাম্বার এখন কই পামু। ওইটা ডিভি এপ্লিকেশনের খামের মইদ্দে পইড়া থাকার কথা! আর খাম যে কই আছে না আছে কে জানে? এর মইদ্দে তো আমি আবার শহর থেইকা হলে মুভ করছি, সেই মহামূল্যবান জিনিসখানা গারবেজ মনে কইরা কুথাও ফালাই দেই নাই তো?

(চলতে থাকপে......।)

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫

সায়েদা সোহেলী বলেছেন: “আমি নাকি ডিভি পাইছি?
হাছানি?” ---- হা হা হা , ব্রাদার এই ডাইয়ালগ ত আমাগো আম্রিকান এম্বাসির "ফাচ নাহম্বার জ্যানালায় আসুন " বলা দেশী অফিসারেরা শুনলে নিশ্চিত ফিট খাইতো :P


ঈদ কেমন কাটলো?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫০

বিপ্লব06 বলেছেন: সেই ব্যাপারে কুনু সন্দেহ নাই!

বিদেশে একলা মানুষের আবার ঈদ! ঈদের দিন কত আগেই ফুরাইছে! গত রোজার ঈদে দেশে ছিলাম, ব্যাপারটা ঈদটাকে আরো "মিসিং" ঈদ বানায় দিছে। ঈদের দিনে ভলান্টারিলি কাজে গেছিলাম!!!

আশা করতেছি আপনার ঈদ অনেক ভাল গেছে।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬

বেরসিক কথক বলেছেন: এতো বানান ভুল কেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪

বিপ্লব06 বলেছেন: ধন্যবাদ ব্লগার বেরসিক কথক! আপনি মনে হয় ব্যাপারটা খেয়াল করেননি। বানানগুলো আসলে ভুলে ভুল হয় নি। ইচ্ছা করেই ভুল করে লেখা হয়েছে যাতে বেরসিক মানুষও এর মধ্যে রস খুঁজে পায়। কিন্তু দেখতেই পাচ্ছেন, আমি পুরোপুরি ফেইল মেরেছি। আপনি রসগোল্লার রস খুঁজে পাননি।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৮

থিওরি বলেছেন: ভাই নিয়মিত পোস্ট দেন! আপনার পোস্টের অপেক্ষায় থাকি!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬

বিপ্লব06 বলেছেন: বাইরে, দুঃখের কথা কি কইতাম!!! সত্য সত্যই ভয়াবহ ব্যাস্ত হয়ে গেছি। ব্লগে আসার সময় খুব একটা পাই না। তবে চেষ্টা করব।

থ্যাংক ইউ বায়া!

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: আবারও মজার লেখা। ভাল্লাগছে বিপ্লব ভাই। :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯

বিপ্লব06 বলেছেন: হা হা। থ্যাংক ইউ শতদ্রু একটি নদী... ভ্রাতা! কমেন্ট করিয়া পোস্টের ভেলু বাড়ানোর জন্য এই অধম চিরকৃতজ্ঞ!!!

আপনার নামের শানে নুযূল জানিতে মুঞ্চায়! :)

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন: জাস্ট একটা ব্লগ নিক। শতদ্রু একটা নদীর নাম, পঞ্চনদের একটা সুতলেজ, যার বাংলা নাম শতদ্রু। এই আরকি :)

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪১

বিপ্লব06 বলেছেন: আহা! ধন্যবাদ! :)

৬| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৩

মহান অতন্দ্র বলেছেন: মজার পোস্ট, পরের পর্বের অপেক্ষায় ।

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪২

বিপ্লব06 বলেছেন: থ্যাংক ইউ...। থ্যাংক ইউ...! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.