নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না। আমি কেউ হতে চাই না কখনো। আমি চাই, আমার কোন নাম না থাকুক, বয়স-গোত্র-দেশ কিচ্ছু না থাকুক...

বিপ্লবের সাগর

আমি সব সময় নিজের ইচ্ছা কে প্রাধান্য দেই। আমি স্বাধীনতা চাই, স্বাধীন ভাবে বাঁচতে চাই। স্বাধীন ভাবে উড়তে চাই, স্বাধীন ভাবে ঘুরতে চাই। হোঁচট খেয়ে পড়তে চাই, সেখান থেকে শিখতে চাই।

বিপ্লবের সাগর › বিস্তারিত পোস্টঃ

বিদায় সাঙ্গা :(

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৮

ছোটবেলা থেকেই আমি শ্রীলংকা ক্রিকেট দলের চরম ফ্যান ছিলাম। কারণ ছিল অনেক। যেমন, অর্জুনা রানাতুঙ্গার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব, সনাৎ জয়সুরিয়া-রমেশ কালুভিথারানার ‘পিঞ্চ হিটিং’, অরবিন্দ ডি সিলভার ধ্রুপদী ব্যাটিং, চামিন্ডা ভাস-মুত্তিয়া মুরালিধরনদের চৌকস বোলিং সব কিছুই আমাকে মুগ্ধ করতো। তাই আমার মনের মাঝে এবং খেলার মাঠে ক্রিকেটের আইডল হিসেবে মনে ঘেঁতে গেল ''সনাৎ জয়সুরিয়া''। বছর ঘুরে ঘুরে প্রিয় সব পুরনো খেলুয়াররা অবসর নিতে থাকে এর মাঝে আবার নতুন ক্রিকেটাররা এসে মন জয় করতে থাকে। এদের মধ্যে মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান, উপুল থারাঙ্গা, লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস সহ আরো অনেকে। মাহেলা জয়াবর্ধনে কয়েক মাস হলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলো। আজ তার ই সহকর্মী এবং বন্ধু ক্রিকেট লেজেন্ট ''কুমার সাঙ্গাকারা'' আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচ খেলতে নামবেন। সত্তিই ''কুমার সাঙ্গাকারার'' ছিলেন গুনি ক্রিকেটার এবং অসাধারণ মনের মানুষ, আমার দেখা মতে কোনদিন তিনি অন্য দলের ক্রিকেটারদের সাথে বা আম্পায়ারদের সাথে তর্কে জড়াননি। কৈশোরের সবগুলো প্রিয় ক্রিকেটাররা একে একে চলে যাচ্ছে ক্রিকেটের মাঠ থেকে, তবে তৈরী করে যাচ্ছে তাদের যোগ্য শিস্য। ভাল থেকো শ্রীলংকা ক্রিকেট লেজেন্ট ''কুমার সাঙ্গাকারা''। অফুরন্ত ভাল লাগার মুহূর্ত দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি সত্তিই অসাধারণ, বিদায় সাঙ্গা :-(

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: বিদায় সাঙ্গাকারা!! প্রকৃতি সব সময় ব্যালেন্স করে!!
ব্লগে স্বাগতম, শুভ ব্লগিং!!

২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৫

বিপ্লবের সাগর বলেছেন: আপনাদের অথিতিপরায়নে আমি মুগ্ধ। :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.