![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব সময় নিজের ইচ্ছা কে প্রাধান্য দেই। আমি স্বাধীনতা চাই, স্বাধীন ভাবে বাঁচতে চাই। স্বাধীন ভাবে উড়তে চাই, স্বাধীন ভাবে ঘুরতে চাই। হোঁচট খেয়ে পড়তে চাই, সেখান থেকে শিখতে চাই।
প্রিয় চে,আপনি দেখে যান-
মানবতা এখানে আশি বছরের বুড়োর মতো ধুঁকে ধুঁকে হাঁপাচ্ছে,
মশা-মাছির মতো পুঁজিবাদীরা ঘিরে ধরে আছে মানবতার শেষ কৃত্য সম্পন্ন করতে।
প্রিয় লেনিন,আপনি দেখে যান-
বৈষম্যহীন সমাজচিন্তার ধারকরা এখানে সমাজচূত।
প্রিয় ম্যান্ডেলা,আপনি দেখে যান-
বর্নবাদ এখানে বাদামের খোসার মত ছড়িয়ে ছিটিয়ে আছে।
প্রিয় হুমায়ুন আজাদ,আপনি দেখে যান-
এখানে লাইব্রেরীতে ভরে গেছে নষ্ট জিহাদী বই।
প্রিয় শামসুর রাহমান,আপনি দেখে যান-
কবিরা এখানে ব্যস্ত রাজনীতির বেশ্যাদের দালালিতে।
প্রিয় চ্যাপলিন,আপনি দেখে যান-
সিনেমাশিল্প এখানে মানবসভ্যতার দশর্ন থেকে ২৫,০০০ হাজার বর্গ মাইল দূরে।
প্রিয় আব্রাহাম লিংকন,আপনি দেখে যান-
গনতন্ত্র এখানে,ভুরিভুরি মিথ্যা আশ্বাস।
গনতন্ত্র এখানে,ভোটের বাজারে বিক্রীত তিনশো টাকার ভোট।
গনতন্ত্র এখানে,আধাশিক্ষত আর মূর্খদের আড্ডাখানা।
গনতন্ত্র এখানে,নষ্টদের প্রজা।
©somewhere in net ltd.