![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব সময় নিজের ইচ্ছা কে প্রাধান্য দেই। আমি স্বাধীনতা চাই, স্বাধীন ভাবে বাঁচতে চাই। স্বাধীন ভাবে উড়তে চাই, স্বাধীন ভাবে ঘুরতে চাই। হোঁচট খেয়ে পড়তে চাই, সেখান থেকে শিখতে চাই।
আজ ২৫ আগষ্ট । ১৯৬২ সালের এই দিনে জন্ম নেন অন্যতম প্রথাবিরোধী , মানবতাবাদী , নারীবাদী লেখক তসলিমা নাসরিন। তখন কে যান তো সে দিনে ছোট্ট তসলিমা নাসরিন একদিন বড় হয়ে সমস্ত পৃথিবীকে জয় করে জায়গা করে নিবে মানুষের হৃদয়ে । তসলিমা নাসরিন আজ সকল প্রথাবিরোধী , মানবতাবাদী , নারীবাদীদের প্রিয় মানুষ। তসলিমা নাসরিন আমারও প্রিয় মানুষ । আমার জন্ম স্বার্থক হতো না যদি তসলিমার লেখা না পড়তাম । আমার জন্মের মূল্য থাকতো না যদি তসলিমার নারীবাদে নিজেকে জড়াতে না পারতাম । তসলিমা নাসরিন আমার কাছে কোন ব্যক্তির নাম নয় । তসলিমা নাসরিন আমার কাছে একটি অগ্নি শিখা । যে শিখার তাপদাহে পুড়ে অঙ্গার হয়ে যায় মৌলবাদের লুটুপুটু খাওয়া ধর্ম , শোষক পুরুষতন্ত্রের লিকলিকে পুরুষাঙ্গ । আমি তসলিমা নাসরিনকে সেই ছোটবেলা থেকে চিনি । তসলিমা নাসরিনের লেখা পড়ি , মুগ্ধ হয়ে পড়ি , বারবার পড়ি । পড়ে তৃপ্তি পাই । কিন্তু তারপরেও অতৃপ্ত বেদনায় মনটা হুহু করে কেঁদে উঠে । যখন শুনি তসলিমা নাসরিন নির্বাসিত । তসলিমা নাসরিন মৃত্যুর ভয়ে প্রতিনিয়ত পালিয়ে বেরাচ্ছে । বুকের ভেতর না দেখানো একটা বেদনা প্রতিনিয়ত আঘাত করে যায় । নিজেকে অপরাধী করে কাঠগড়ায় দাড় করায় । তবুও আজকের দিনে একটু হলেও খুশি হই , আনন্দিত হই । কারণ যে আজ তসলিমা নাসরিনের জন্মদিন ।
শুভ জন্মদিন তসলিমা নাসরিন।
©somewhere in net ltd.