![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব সময় নিজের ইচ্ছা কে প্রাধান্য দেই। আমি স্বাধীনতা চাই, স্বাধীন ভাবে বাঁচতে চাই। স্বাধীন ভাবে উড়তে চাই, স্বাধীন ভাবে ঘুরতে চাই। হোঁচট খেয়ে পড়তে চাই, সেখান থেকে শিখতে চাই।
আমরা সেই জাতি যেখানে ভালবাসার মানুষটির হাত ধরে হাঁটলে সেটাকে "নোংরামি" হিসেবে বা মুখে "তোমায় ভালবাসি" সবার সামনে বললে সেটাকে "ইশশশশশ ন্যাকা, লাজলজ্জাও নাই" এই কথাও শুনতে হয়। অথচ চিন্তা করে দেখ, ঝগড়া বা বদনাম যখন করব দশজন মানুষ তো আমার চাই-ই চাই। সবাই শুনবে, জানবে, মাথা নাড়বে, ছিঃ ছিঃ করবে, শপথ করবে কাউকে বলবেনা আবার বাসায় গিয়ে আরেক বন্ধুকে বলবে "জানিস কি হয়েছে্..." আমার নিজের অভিজ্ঞতা বললাম।
আমরা তো অসভ্য, বর্বর জাতি। মানুষের দুর্বলতা নিয়ে হাসাহাসি করি। সে মোটা, কালো, বেঁটে। নিজেকে মহান প্রমান করার জন্য আমরা অন্যকে ছোট করি, মিশিয়ে দেই মাটির সাথে। আমার মুখে প্রচন্ড ব্রণ ছিল এক সময়। এখনও দুঃস্বপ্নের মতো লাগে সেই দিন গুলোর কথা মনে পড়লে। এমন কোন দিন ছিল না আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদতাম না যে আরও একটা দিন এই মুখ নিয়ে কথা শুনতে হবে, সবার সামনে দাঁড়াতে হবে।
প্রতিদিন বের হওয়ার আগে প্রিয় মানুষটার দিকে তাকিয়ে থাকি বেঁচে ফিরতে পারব তো? পাশ দিয়ে বাস ধাক্কা দিবেনা তো? হঠাৎ কোথা থেকে ককটেল এসে পড়বেনা তো? আল্লাহর নাম নিয়ে কোনোভাবে জান টা হাতে নিয়ে বের হই। স্কুলের গেট বা ইউনিভার্সিটি পর্যন্ত যেতে না যেতে কোন দাদাভাই বা নানাভাই বয়সী মানুষের চিমটি তো মাস্ট!! আগে খুব ডিপ্রেশনে থাকতাম। এখন কেন জানি অবাক হইনা আর।
এই জাতি কখনও জাতে উঠবেনা। এটা হতাশার কথা না। এটা ফ্যাক্ট!!! কাল ফেলানী মরল, আজ রাজন, পরশু মরবে মন্টু বা মিতা বা অন্য কেউ। অবাক লাগেনা আজকাল। আমাদের অবস্থা ক্যান্সারের মতো। পরিবারের একজন ক্যান্সার হলে তা ছড়িয়ে দিবে পাঁচজন সদস্যের কোন একজনের মাঝে। তারপর ধীরে ধীরে তা ছড়িয়ে যাবে প্রজন্মের পর প্রজন্মে।
নিজেদের জানোয়ার বলে গালি দিয়ে সেই নিষ্পাপ পশুদের অপমান করবনা।
আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত!!!
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৯
বিপ্লবের সাগর বলেছেন: দাদা ভাই, আমি ও জানি যে ক্যান্সার সংক্রামক নয়। কিন্তু আমাদের সমাজের ধ্যান ধারণা এই রকম হয়ে গেছে যে, আমরা সবাই ক্যান্সার দ্বারা সংক্রামক হচ্ছি। তাই এই ধারণা থেকে এই উদাহরণ - মুদাহরণ দেয়া।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫
আমার স্পর্শ বলেছেন: বাঙ্গালী হইল জাতে মাতাল তালে ঠিক
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৩
চাঁদগাজী বলেছেন:
ভাইজান, ক্যান্সার সংক্রামক নয়; উদাহরণ, মুদাহরণ দেয়া শিখেন!