নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না। আমি কেউ হতে চাই না কখনো। আমি চাই, আমার কোন নাম না থাকুক, বয়স-গোত্র-দেশ কিচ্ছু না থাকুক...

বিপ্লবের সাগর

আমি সব সময় নিজের ইচ্ছা কে প্রাধান্য দেই। আমি স্বাধীনতা চাই, স্বাধীন ভাবে বাঁচতে চাই। স্বাধীন ভাবে উড়তে চাই, স্বাধীন ভাবে ঘুরতে চাই। হোঁচট খেয়ে পড়তে চাই, সেখান থেকে শিখতে চাই।

বিপ্লবের সাগর › বিস্তারিত পোস্টঃ

আমরা গডফাদারদের যুগে বাস করছি

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৭

'আই উইল মেক এন অফার দ্যাট হি ক্যাননট রিফিউজ'। গডফাদার ছবির ডায়ালগ। গডফাদার খুবই আন্তরিকভাবে তার প্রস্তাব দেয়। তার প্রস্তাব মানা হলে ক্ষতি, না মানা হলে মৃত্যু। আপনাকে যেকোনো একটা বেছে নিতে হবে। তৃতীয় কোনো অপশন নেই।

আমরা গডফাদারদের যুগে বাস করছি। মাথা নিচু করে গডফাদারদের হাতে চুমু খেয়ে আমাদের বাঁচতে হয়। আমাদেরকে অফার করা হয় আওয়ামী কর্তৃত্ববাদ অথবা বিএনপি-জামাতের ফ্যাসিবাদ। ক্রসফায়ার অথবা পেট্রোলবোমা। আইএসআই অথবা র। ধর্মান্ধতা অথবা উগ্র জাতীয়তাবাদ। মুখোমুখি দাঁড় করানো হয় উন্নয়ন ও গণতন্ত্রকে।

আমাদের শাসকদেরও গডফাদার আছে, তাদের শাসকদেরও। ওবামা কিংবা ভ্যাটিকান পোপেরও গডফাদার আছে। মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলো হলো আজকের ক্রাইম ফ্যামিলি, গডফাদারদের গডফাদার। দে মেক দি অফারস হুইচ ক্যান নট বি রিফিউজড বাই এনিবডি! প্রফিট ইজ দেয়ার প্রোফেট, ক্যাপিটাল ইজ দেয়ার গড।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.