![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব সময় নিজের ইচ্ছা কে প্রাধান্য দেই। আমি স্বাধীনতা চাই, স্বাধীন ভাবে বাঁচতে চাই। স্বাধীন ভাবে উড়তে চাই, স্বাধীন ভাবে ঘুরতে চাই। হোঁচট খেয়ে পড়তে চাই, সেখান থেকে শিখতে চাই।
সবসময় বহন নয় জীবন কখনো কখনো যাপনও করতে হয়। এই যাপনের ভেতর অবশ্যই নিজের জন্য কিছু সময় মানুষের রাখা উচিত। পাশে সবচেয়ে পছন্দের মানুষটিও থাকলে তা কি পুরোপুরি নিজের সময় হয়! সেখানেও একটা দেখনদারি বিষয় থাকে যা মানুষকে মৌলিক একাকীত্ব দেয়না। নিজস্ব হতে হয় সম্পূর্ণ একা দাঁড়িয়ে। নিজের জন্য কখনো কখনো ঘাসের দিকে তাকিয়ে মুগ্ধ হতে হয়, হা করে পথের পাশের শিশুর সুন্দর মুখ দেখতে হয় এমনকি মৃত্যুকে আহ্বান জানাবার যোগ্যতাও মানুষকে নিজের সাথে থেকেই শিখতে হয়।
জীবন যেভাবে যখন আসে সেভাবে গ্রহণ করতে পারাটাও মনে হয় মানুষের সহজাত স্বভাব। শুধু এটুকুই কামনা যেন শিয়া মসজিদে বোমা হামলা, অভিজিত, দীপন, বা রাজনের খবরের মত খবর আমাদের দেখতে না হয়। আইলানের মত মৃতদেহ যেন না দেখি আর সেই চা বাগানের নারীরা তাদের ভূমির দখল পাক। ইন্টারনেটের স্পীড বৃদ্ধির সাথে সাথে মানবিক মূল্যবোধের গভীরতাও বাড়ুক। প্রযুক্তিতে বুঁদ হয়ে থাকা সন্তানকে অভিভাবকরা মাটির ঘ্রাণ নিতে খালি পায়ে হাঁটতে শেখাক। স্রোতে নয় আত্ম উপলদ্ধি দিয়ে আমরা আমাদের যেন বুঝতে শিখি। অনেক অনেক চাইলাম.......এই যে চাইলাম এই হয়ত জীবন।
সবার জন্য শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:১১
জনম দাসী বলেছেন: অনেক ভাল লেগেছে লেখাটা ... অভিভাবকরা সন্তান কে মাটির ঘ্রান নিতে খালি পায়ে হাটতে শেখাক। স্যালুট কবি। ভাল থাকুন সব সময়............