![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব সময় নিজের ইচ্ছা কে প্রাধান্য দেই। আমি স্বাধীনতা চাই, স্বাধীন ভাবে বাঁচতে চাই। স্বাধীন ভাবে উড়তে চাই, স্বাধীন ভাবে ঘুরতে চাই। হোঁচট খেয়ে পড়তে চাই, সেখান থেকে শিখতে চাই।
৯৯৯ কাপ চা বানানোর পরও এমন এক কাপ চা আমি বানাতে পারব নাহ। আম্মা তুমি কেমন করে বানাও এরকম চা !!
তুমি কোন রকম নেশা পছন্দ করতে না বলে, আমি ছোট বেলা থেকে আজ অবদি কোন রকম নেশায় হাত দেয়নি। কিন্তু আম্মা ইদানীংকালে তোমার এই চায়ের যে আমি মারাত্মক রকমের নেশায় পরে গেছি। আমার এই চায়ের নেশার জন্য কিন্তু তুমি নিজেই দায়ী।
২১ শে জুন, ২০১৬ রাত ৩:৩৯
বিপ্লবের সাগর বলেছেন: ঠিক বলেছেন ভাই্য়া।
২| ২১ শে জুন, ২০১৬ রাত ৩:১৯
Ahsan mir বলেছেন: সারা দুনিয়ার ভালবাসা একসাথে করলেও
মায়ের একফুটা ভালবাসার সমান হবে না।
মা যে করতে আপন থাকতে কেউ বুঝে না
২১ শে জুন, ২০১৬ রাত ৩:৩৯
বিপ্লবের সাগর বলেছেন: আমি আমার মা'কে অনেক ভালবাসি। আমার মা'কে আমি কখনো হারাতে দেবো নাহ। মা'কে ছাড়া পৃথিবীতে একটু সময়ও থাকতে পারব নাহ। মা থাকবে নাহ ভাবতেই কিরকম অসহায় লাগে। যদি হারাতেই হয় তবে আমি আমার মা'র আগে আমি নিজেই হারিয়ে যাব।
৩| ২১ শে জুন, ২০১৬ ভোর ৪:৫৯
কালনী নদী বলেছেন: that friend give drugs into your hands isn't a friends but known enemy.
lovely tea.
৪| ২১ শে জুন, ২০১৬ সকাল ৭:৩৮
বিজন রয় বলেছেন: শুধু চা কেন, মায়ের সব কিছুই ভাল সন্তানদের কাছে।
৫| ২১ শে জুন, ২০১৬ সকাল ৮:০৮
মানবী বলেছেন: মায়ের প্রতি প্রগাঢ় ভালোবাসার সরল সুন্দর প্রকাশ!
ধন্যবাদ বিপ্লবের সাগর।
৬| ২১ শে জুন, ২০১৬ সকাল ১০:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: আমার মাও খুব ভাল চা বানায়।
৭| ২৭ শে জুন, ২০১৬ রাত ৩:২২
সচেতনহ্যাপী বলেছেন: না, আমি বিরুদ্ধ মত পোষনকারী।। মা রা অনেক সন্তানের জন্ম দেয়, কিন্তু সবাই কি একরকম হয়?? হয় না।।
আপনি প্রতিউত্তর দেন না কেন?? কৈফিয়ত নয়, শুধুই জানার ইচ্ছে।।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৬ রাত ২:৪১
চাঁদগাজী বলেছেন:
মা যা করেন, সবকিছু ভালো জন্যই করেন, সবকিছুই ভালো লাগে