![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব সময় নিজের ইচ্ছা কে প্রাধান্য দেই। আমি স্বাধীনতা চাই, স্বাধীন ভাবে বাঁচতে চাই। স্বাধীন ভাবে উড়তে চাই, স্বাধীন ভাবে ঘুরতে চাই। হোঁচট খেয়ে পড়তে চাই, সেখান থেকে শিখতে চাই।
তোমার ফেলে যাওয়া স্ট্রে আর সিগারেটের ছাই আমি আজো খুব যত্ন করে সযত্নে আগলে রেখেছি।
তোমার শেষবারের মত শেষ না করা আধখানা ব্ল্যাক কফির মগটাও আলমারিতে তুলে রেখেছি।
তোমার সেই সাদা শার্ট যেটি পড়েছিলে শেষবারের মতো, তাতে আমি শরীরের ঘ্রান নিয়ে তোমার অস্তিত্ব আছে বলে মিথ্যে আশ্বাস দেয় নিজেকে প্রতিদিন।
তোমার লেখা গানের খাতায় আমি প্রতিদিন সন্ধ্যায় হাত বুলিয়ে সুর তুলি নিজের মতো করে।
তোমার ব্যবহারের সেই কালো সানগ্লাসটা সামনে রেখে আমার দুচোখ দিয়ে তাকিয়ে বিকেলে এখনো অনেক গল্প করি।
তোমার শেষ চিঠি যাতে লেখা ছিল -
''পৃথিবীতে আমার সময় খুব অল্প,
কিন্তু বাঁচার ইচ্ছে ছিল অনেক।
ভালো থেকো, ভালো রেখো নিজেকে।
ভালোবাসবো মৃত্যুর পরেও।''
বিশ্বাস করো আমি নিজেকে ভালো রাখি, তোমার ভালোবাসাও টের পাই প্রতিনিয়ত। শুধু তোমার স্পর্শ, অস্তিত্ব পেতেই তোমার ফেলে যাওয়া স্মৃতির মাঝেই ডুবে থাকি প্রতিক্ষণ।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৭
মানবী বলেছেন: কার কথা লিখেছেন বুঝতে পারছিনা।
হারানো সজনের জন্য সমবেদনা রইলো।
ভালো থাকুন।