নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না। আমি কেউ হতে চাই না কখনো। আমি চাই, আমার কোন নাম না থাকুক, বয়স-গোত্র-দেশ কিচ্ছু না থাকুক...

বিপ্লবের সাগর

আমি সব সময় নিজের ইচ্ছা কে প্রাধান্য দেই। আমি স্বাধীনতা চাই, স্বাধীন ভাবে বাঁচতে চাই। স্বাধীন ভাবে উড়তে চাই, স্বাধীন ভাবে ঘুরতে চাই। হোঁচট খেয়ে পড়তে চাই, সেখান থেকে শিখতে চাই।

বিপ্লবের সাগর › বিস্তারিত পোস্টঃ

বিপ্লবী কমরেড চে গুয়েভারার ৮৯ তম জন্মদিবস

১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:৪০




“যখনি তুমি অন্যায়-অবিচারের বিরুদ্ধে জ্বলে ওঠো, তখনি তুমি আমার একজন সহ-যোদ্ধা”

মানুষ মারা যাওয়ার ৫০ বছর পর ও যে তার নতুন ফ্যান হয় তা তোমাকে দেখে বুঝেছি। সত্যি কিছু মানুষকে সন্মান দিতে সন্মানের কমতি হয় না। চে'গুয়েভারা তুমি সত্যিই তার যোগ্য। ল্যাটিন আমেরিকাই শুধু নয়, গোটা বিশ্বের শোষিত বঞ্চিত মুক্তিকামী মানুষের নেতা মহান বিপ্লবী কমরেড চে গুয়েভারা।

আজ ১৪ই জুন বিপ্লবী কমরেড চে গুয়েভারার ৮৯ তম জন্মদিবস। মানবতার জয়গান গাওয়া, অসাম্প্রদায়িকতার কথা বলা, শোষিতের পক্ষে লড়াই করে যাওয়া বিপ্লবী চে’র জন্মদিনে বিপ্লবী শুভেচ্ছা।

তুমি জেগে আছো অমর প্রাণ। ❤️
বিপ্লব আমর হোক। ✊

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:৫০

বিজন রয় বলেছেন: শ্রদ্ধাঞ্জলি রইল।

২| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৮

রায়হানুল এফ রাজ বলেছেন: গভীর শ্রদ্ধা এই মহান বিপ্লবীর প্রতি।

৩| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: বিশ্বে আজ পর্যন্ত যত জন মানুষকে নিয়ে সবচেয়ে বেশী সংখ্যক বই প্রকাশিত হয়েছে তার মধ্যে সাম্যবাদী বিপ্লবের প্রতীক চে আর্নেস্তো গ্যেভারা অন্যতম ।যুগে যুগে মুক্তিকামী মানুষের সংগ্রাম আর আত্মত্যাগের প্রতীক এখন চে গুয়েভারা ।
গুয়েভারা পরিবারে ছিল ৩০০০ এরও বেশি বই যা গুয়েভারাকে করে তোলে একজন জ্ঞান পিপাসু ও আক্লান্ত পাঠক যার মধ্যে কার্ল মার্ক্স, উইলিয়াম ফকনার,এমিলিও সলগারির বই । পাশাপাশি জওহরলাল নেহেরু, আলবার্ট ক্যামাস,লেলিন, রবার্ট ফ্রস্ট এর বইও তিনি পড়তেন ।
মৃত্যুর আগ মুহূর্তে, গুলিবিদ্ধ হওয়ার পূর্ব সময়ে আর্নেস্তো চে গুয়েভারাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি তার অমরত্বের কথা ভাবছেন? চে জবাব দেন ‘আমি ভাবছি, বিপ্লবের অমরত্বের কথা’ । চে নিজেই বলে গেছেন, ‘আমরা যেন বিষয় কিংবা অর্থের প্রতি অনুরক্ত না হই । আমাদের অনুরাগ থাকা উচিত চেতনার প্রতি, আদর্শের প্রতি ।

৪| ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

মোহাম্মদ বাসার বলেছেন: বিপ্লব দীর্ঘজীবী হোক। লাল সালাম কমরেড।

৫| ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলি তাঁর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.