![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব সময় নিজের ইচ্ছা কে প্রাধান্য দেই। আমি স্বাধীনতা চাই, স্বাধীন ভাবে বাঁচতে চাই। স্বাধীন ভাবে উড়তে চাই, স্বাধীন ভাবে ঘুরতে চাই। হোঁচট খেয়ে পড়তে চাই, সেখান থেকে শিখতে চাই।
আমার এই অদ্ভুত জানালায় আমি শুধু আকাশের নীল চেয়ে দেখিনি,
দেখেছি কি করে এক দরিদ্র মা তার ছোট্ট মেয়েকে সামান্য টাকার বিনিময়ে বাবার বয়সী লোকের কাছে সপে দিয়েছিলো।
আমার এই অদ্ভুত জানালায় আমি শুধু এই শহরের প্রেমিক প্রেমিকাদের হাতে হাত রেখে হেঁটে যেতে দেখিনি,
দেখেছি নাম না জানা কোনো এক ব্যর্থ প্রেমিকের শব্দহীন প্রলাপ।
আমার এই অদ্ভুত জানালায় আমি শুধু গণতন্ত্রের উন্নয়নের সুবাতাস অঙ্গে মাখাইনি,
দেখেছি গণতন্ত্রের দেশে উন্নয়নের নামে বড়বাবুদের হরিলুটের আসর আর শ্রেণীহীন মানুষের আর্তনাদ।
আমার এই অদ্ভুত জানালায় আমি শুধু আকাশের বৃষ্টি উপভোগ করিনি,
দেখেছি এই শহরের রাস্তায় বৃষ্টিতে ছিন্নমূল দুই শিশু তাদের অসুস্থ মা'কে বাঁচানোর আপ্রাণ প্রচেষ্টা।
আমার এই অদ্ভুত জানালায় আমি শুধু অসাম্প্রদায়িক চেতনার একটা স্বাধীন দেশকে দেখিনি,
দেখেছি ভিন্নমত মানেই টিএসসির পাশে রাস্তায় রক্তের রং লাল।
১৭/০৮/২০১৮
২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
বিপ্লবের সাগর বলেছেন: ধন্যবাদ :-)
২| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯
আকিব হাসান জাভেদ বলেছেন: আমার এ দৃষ্টিতে আমি শুধু বিশাল আকাশ দেখেনি । দেখেছি তারারা কেমন করে নিভে জ্বলে । পরাজয়ীরা কেমন করে নিস্তেজ হয়ে যায় ।
সুন্দর কাব্য বিশ্লেষণ।
২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
বিপ্লবের সাগর বলেছেন: ধন্যবাদ :-)
৩| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৪
ডট কম ০০৯ বলেছেন: আপনার ওই অদ্ভুত জানালায়,একদিন মহাপ্রলয় ঘটুক
নতুন করে শুরু হোক আমাদের অদেখা ভোর।
২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৮
বিপ্লবের সাগর বলেছেন: সত্যি বলতে আমিও চাই, আমার অদ্ভুত জানালায় একদিন মহাপ্রলয় ঘটুক। সেদিনের নতুন ভোরের স্বপ্ন দেখি খুব।
সুদিন আসবেই !
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।