![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'প্রিয়া আমি তোমাকে ভালোবাসি।' সোহান অনুচ্চ স্বরে বলল।
'কি বললে?' প্রিয়া চোখ ছোট করে ফেলল।
'না। কিছু না।'
'একটু আগে তুমি কি বললে?' প্রিয়ার গলা চড়ে গেল।
'আমার ভালো লাগে। মানে তুমি খুব ভালো।' সোহান ঘেমে গেল।
'মানে?'
'ইয়ে, আমি তোমাকে পছন্দ করি।'
'আমি জানি।'
'ও…' প্রিয়ার ঠান্ডা গলা শুনে সোহান চুপ করে গেল।
'আর কিছু বলবে?'
'না।'
প্রিয়া চুপ করে রইল।
'আচ্ছা, তাহলে আমি এখন আসি।'
'আস।'
সোহান কিছুক্ষণ চুপ করে দাড়িয়ে মাথা চুলকাতে লাগল।
'কি হল?' প্রিয়া জিজ্ঞাসা করল।
'না, যাই।' বলেই সোহান দ্রুত চলে গেল।
দুদিন পর।
'হ্যালো সোহান।' মিজান ফোনে অপর প্রান্ত থেকে বলল।
'কি হয়েছে?' সোহান বলল।
'আগামীকাল প্রিয়ার বিয়ে। আমাদের ব্যাচের সবাইকে দাওয়াত করেছে। সকালে রেডি থাকিস।'
'দেখি।' বলে টেলিফোন রেখে দিল।
বিয়ে বাড়ি।
সোহান আসতে চায়নি। কিন্তু মিজানের জোরাজোরিতে আসতে হয়েছে।
'দেখ্, আমার ভাল লাগছে না। আমি চলে যাই।' সোহান বলল।
'শালা, তোর মত গাধা ছেলে আমি আর দেখি নাই।' মিজান রেগে বলল।
'তুই বুঝতে পারছিস না।'
'চুপ করে দাড়িয়ে থাক হারামজাদা।'
'সোহান।'
'হুম।'
'তুমি বিয়েতে আসায় খুব খুশি হয়েছি।'
'হুম।'
'আমার হবু স্বামীর সাথে কথা হয়েছে?'
'না।'
'তুমি আমাকে বিয়ে করবে?'
'কি করে! তোমার এখন আরেকজনের সাথে বিয়ে হচ্ছে।'
'আমি বিয়ে করব না।'
'কিন্তু কিন্তু কিভাবে…!'
'চলো পালিয়ে যাই।'
'কি!' সোহান চিৎকার করে উঠল।
'এই আস্তে। মানুষ শুনে ফেলবে।'
'কি কি কিন্তু' আনন্দে সোহান তোতলামো শুরু করল।
'একটা শর্ত আছে।' প্রিয়া বলল।
'কি!' সোহান বলল।
'প্লিজ আরেকবার বল, আমি তোমাকে ভালোবাসি।'
'আমি তোমাকে তোমাকে… চলো পালাই।'
-----------------------------------------------------------------------
(গল্পটা কেমন হল জানাবেন - বিপ্লবী ইদুর)
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯
বিপ্লবী ইদুর বলেছেন: ঠিকই বলছেন ভাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১২
ইমরাজ কবির মুন বলেছেন:
দিন-দুনিয়া এত সোজা না রে ভাই !!