নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপ্লবী ইদুরের ব্লগ

বিপ্লবী ইদুর

আমি বিপ্লবী ইদুর।

বিপ্লবী ইদুর › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

০১ লা অক্টোবর, ২০১৩ ভোর ৬:০৭

মজনু এখন বিছানার উপর আধসোয়া হয়ে বিচিত্র অবস্থায় বসে আছে। এভাবে অর্ধ শোয়া ও অর্ধ বসা অবস্থায় থাকতে তার ভালো লাগে না। কিন্তু ডিসিশনের অভাবে কোন পজিশনে যাবে সে ঠিক করতে পারছে না। তার মাথা পুরো আউলা হয়ে গেছে। পরশুদিন স্বপ্নে দেখল, বাসার সামনে মরা লাশ মুচকি হেসে শুয়ে আছে। বিরক্ত হয়ে সে ঘুম থেকে উঠে পড়েছিল। এরকম অথর্ব স্বপ্ন দেখার মানে হয় না। যখন সে অস্থির হয়ে বাইরে হাওয়া খেতে গেল তখনই দেখল, তার দরজার সামনে একটা বিড়াল চেপ্টা হয়ে পড়ে আছে। গাড়ি চাপা খাওয়ার পর সম্ভবত কেউ তার বাড়ির দিকে ছুড়ে ফেলেছে। সে হতভম্ব হয়ে গেল। তার বাসা তো বড়লোকের বাসা নয় যে দরজার সামনে ময়লা ফেললে রাগে লাফাতে থাকবে। সে কখনো লাফায় না। সে বড়লোক না।



গতকালকে স্বপ্নে দেখল বাসার সামনে এক কেজি মিস্টির প্যাকেট। ঘুম থেকে উঠে দেখে মাছের ময়লা সুদ্ধো একটা পলিথিন দরজার সামনে থেকে শোভা বৃদ্ধি করছে। নাক চাপা দিয়ে যখন পোটলা ফেলে আসতে গেল তখন পাশের বাড়ির মর্জিনা-সখিনার উপর দিয়ে যেন খুশির তান্ডব বয়ে গেল। এত হাসির কি আছে! মজনু বিরক্ত হয়ে গেল।



আজকেও মজনু স্বপ্ন দেখেছে। স্বপ্নটা অদ্ভুত। মজনু ভিখারীর পোশাক পড়ে টাকায় গড়াগড়ি খাচ্ছে। কিন্তু টাকা পকেটে ভরতে পারছে না। কারণ প্যান্টে কোন পকেট নেই। মজনু বুঝে উঠতে পারছিল না কি করবে! একটু পরই তার মোবাইল বেজে উঠল। মজনু কল রিসিভ করতেই ওপাশ থেকে তার বন্ধু বলে উঠল, 'মিস্টি খাওয়া শালা। ব্যাংকে চাকরি হইছে তোর!'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.