নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপ্রতীপ

যুদ্ধাপরাধীদের বিচার চাই...

বিপ্র

বিভিন্ন সাইটে বিপ্রতীপ নামে পরিচিত, শুধু এখানে বিপ্র। প্রিয় রঙ কালো...একসময় ছিল সাদা ...পড়াশুনা ছাড়া বাকী সবকিছু আন্তরিকতার সাথে করার চেষ্টা করি। আমার হোমপেজঃ http://blog.biprodhar.com

বিপ্র › বিস্তারিত পোস্টঃ

কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি (প্রিয় কবিতার প্রিয় কিছু লাইন)

১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৪

...যারা গুলি ভরতি রাইফেল নিয়ে এসেছিল ওখানে

যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে

আমরা তাদের কাছে

ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি আজ।

আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে।



আমরা জানি ওদের হত্যা করা হয়েছে

নির্দয়ভাবে ওদের গুলি করা হয়েছে

ওদের কারো নাম তোমারই মতো ওসমান

কারো বাবা তোমারই বাবার মতো

হয়তো কেরানি, কিংবা পূর্ব বাংলার

নিভৃত কোনো গাঁয়ে কারো বাবা

মাটির বুক থেকে সোনা ফলায়

হয়তো কারো বাবা কোনো

সরকারি চাকুরে।

তোমারই আমারই মতো

যারা হয়তো আজকেও বেঁচে থাকতে

পারতো,

আমারই মতো তাদের কোনো একজনের

হয়তো বিয়ের দিনটি পর্যন্ত ধার্য হয়ে গিয়েছিল,

তোমারই মতো তাদের কোনো একজন হয়তো

মায়ের সদ্যপ্রাপ্ত চিঠিখানা এসে পড়বার আশায়

টেবিলে রেখে মিছিলে যোগ দিতে গিয়েছিল।

এমন এক একটি মূর্তিমান স্বপ্নকে বুকে চেপে

জালিমের গুলিতে যারা প্রাণ দিল

সেই সব মৃতদের নামে

আমি ফাঁসি দাবি করছি।

...



খুনি জালিমের নিপীড়নকারী কঠিন হাত

কোনোদিনও চেপে দিতে পারবে না

তোমাদের সেই লক্ষদিনের আশাকে,

যেদিন আমরা লড়াই করে জিতে নেব

ন্যায়-নীতির দিন

হে আমার মৃত ভাইরা,

সেই দিন নিস্তব্ধতার মধ্য থেকে

তোমাদের কন্ঠস্বর

স্বাধীনতার বলিষ্ঠ চিৎকারে



ভেসে আসবে

সেই দিন আমার দেশের জনতা

খুনি জালিমকে ফাঁসির কাষ্ঠে

ঝুলাবেই ঝুলাবে

তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে

প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে।



----------------------------------------------

'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি' একুশের প্রথম কবিতা। কবিতাটির সাথে সবাই কমবেশী পরিচিত। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষনের খবর পেয়ে সন্ধ্যায় চট্টগ্রামে বসে কবি মাহবুব উল আলম চৌধুরী জ্বরাক্রান্ত অবস্থায় কবিতাটি লিখেন। মূল কবিতাটি ছিল প্রায় ১৭ পৃষ্টার। দীর্ঘকাল নিষিদ্ধ থাকায় সমগ্র কবিতাটি এখন আর পাওয়া যায় না। চট্টগ্রাম থেকে বই আকারে কবিতাটি বের হবার পর কবিতাটি বাজেয়াপ্ত করে তৎকালীন পাকিস্থান সরকার। সদ্য প্রয়াত এই বিপ্লবী কবির প্রতি শ্রদ্ধা...

তথ্যসূত্রঃ মায়ের ভাষার গান-রবীন্দ্র গোপ

মন্তব্য ১০ টি রেটিং +৭/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৬

হাশেম পোদ্দার বলেছেন: শ্রদ্ধা কবির প্রতি+

২| ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৪

বিপ্র বলেছেন: ব্লগে স্বাধীনতা বিরোধী পোস্ট প্রকাশ বন্ধ হোক...অনুরোধ নয় দাবি...

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৮

অ্যামাটার বলেছেন: আরে বিপ্রদা, কি খবর?
অনেক দিন পরে আপনাকে পেলাম!
ই!৩৬০ প্রফাইল ক্লোজ করলেন কেন?

আপনার মেইল আইডিটা দিয়েন প্লিজ।

৪| ০৫ ই মার্চ, ২০০৮ রাত ১:১০

রাহা বলেছেন: + .........ধন্যবাদ ।
কবিতাটা শোকেসে তুলে রাখলাম ।

৫| ০৫ ই মার্চ, ২০০৮ ভোর ৪:০৮

রাশেদ বলেছেন: ++

৬| ২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৩২

ইরতেজা বলেছেন: কবি মাহবুব উল আলম এর প্রতি গভীর শ্রদ্ধা...

৭| ০৮ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৫৩

তৌফিক বিষাদ বলেছেন: ১২ জানুয়ারি থেকে ৮ এপ্রিল দীর্ঘ সময়। এতদিন লিখছেন না কেন?

আপনার লেখা ভালো লেগেছে।

৮| ০২ রা মে, ২০০৮ সকাল ১১:৩৮

ইরতেজা বলেছেন: কিরে বিপ্র ভাইয়া, তুই অনলাইনে আসলি দেখলাম। অনেকদিন কিছুই লিখিস না দেখি। খালি সচলে লিখলে হবে। আমরা কি দোষ করেছি নত্নুন লেখা দে।

৯| ০৫ ই মে, ২০০৮ রাত ১১:৪৮

যূঁথী বলেছেন: +

১০| ০৫ ই মে, ২০০৮ রাত ১১:৪৯

যূঁথী বলেছেন: কোন এক একুশের বইমেলায় পোস্টারে প্রথম দেখেছিলাম এই কবিতাটা। ধন্যবাদ বিপ্স।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.