![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবনা অনেক, কিন্তু জমানো ভাবনাগুলো প্রকাশ করা অনেক কঠিন। প্রয়োজনে- [email protected] [email protected]
বিরাট গরু-ছাগলের হাট নাম শুইনাই এ হাটে আমার যাওয়ার ইচ্ছাটা শেষ হয়ে গেল। আমার বন্ধু বলে কেন তুমি গেলে না? আরে ভাই আমি বেসরকারী চাকুরীজীবি সামান্য যা পাই, তা দিয়ে শেয়ারে গরু কিনতে হয় একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে। তাই আমার দ্বারা এত বড় বড় গরু-ছাগল কিনাতো দূরে থাক দেখাও কষ্ট সাধ্য ও সময় নষ্ট হবে। তাই আর গেলামই না, আর যাবই না। বন্ধু বলে কস কি তুর রেঞ্চের মধ্যে গরু পাবি না। আমিতো এখানে ছোট-বড় সব সাইজের গরু-ছাগল দেখে আসলাম। তাহলে কহ দোস্ত সব সাইজের গরু-ছাগল যদি থাকে, তাহলে এই ইজারাদাররা কেন ব্যানার, পোষ্টারে বিরাট গরু ছাগলের হাট লেইখ্যা রাখছে।
একটা না কয়েকটা হাটের সামনে একই কথা লেখা।
লাইন টা কি এভাবে হওয়া উচিত ছিল না দোস্ত তুই কও-
গরু-ছাগলের বিরাট হাট।
এ বিষয় অনেক আগেই ইত্যাদি না কি অন্য কোথায় আলোচনা হতে দেখেছি। আজ আবার মনে পড়ল।
সবকাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, নিরাপদে ও আনন্দে আপনার ঈদ কাটুক।ল
২| ২৬ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
শয়তান বলেছেন: মিসকলের গরুডা ব্যপক সোন্দর
২৬ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
মিসকল বলেছেন: এটা বিরাট গরু-ছাগলের হাটের একটা মাত্র।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৯
হুলো-বেড়াল বলেছেন: ব্যাপক ছবি.........