নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি, বাংলা আমার মাতৃভাষা

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে

মিসকল

ভাবনা অনেক, কিন্তু জমানো ভাবনাগুলো প্রকাশ করা অনেক কঠিন। প্রয়োজনে- [email protected] [email protected]

মিসকল › বিস্তারিত পোস্টঃ

খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই, কেউ হারবে কেউ জিতবে এটাই স্বাভাবিক, এজন্য অধিনায়ককে দোষারূপ করা ঠিক নয়।

২৩ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩২

খেললে জয়-পরাজয় থাকবেই! কেউ হারবে কেউ জিতবে এটাই স্বাভাবিক, এজন্য অধিনায়ককে দোষারুপ করার মানসিকতা আমাদের পরিবর্তন হবে কবে?



কয়েকদিন আগে আবাহনী-মোহামেডানের শ্বাসরোদ্ধকর এক খেলার ফয়সালা হয় শেষ বলে। ঐ মুহুর্তে যে কেউ জিততে পারত। শেষ বলে খেলার নিশ্পত্তি হয়। মোহামেডান জিতলো আবাহনী হারলো। মোহামেডান চ্যাম্পিয়ান হয়। হয়ত এর উল্টোটাই হতে পারত। বরং দর্শক দারুন উত্তেজনা পূর্ণ একটি খেলা উপভোগ করল। আর শেষ মুহুর্তে খেলার এ উত্তেজনা নিয়ে আসেন রানা নাভেদ।



এসব মুহুর্তে একজন ক্যাপেটনকে অনেক ঝুকির্পূণ সিদ্ধান্ত নিতে হয়। এতে কখনো সফলতা আসে কখনো হয়ত আসে না। এটার জন্য একমাত্র ক্যাপ্টেনকে দোষারুপ করা উটিত হয়। খেলাকে খেলা হিসাবে দেখা উচিত।



আমাদের সাকিব একজন বিশ্বমানের খেলোয়াড়, এ বয়সে তার অর্জন অনেক। তার অর্জন মানেই বাংলাদেশের অর্জন। একজন বিশ্বমানের খেলোয়াড় নিয়ে অনবরত সমালোচনা, কটুক্তি, জাতীয় দলের ক্যাপ্টেন থেকে বাদ দেওয়া উচিত, এধরনের কথা বলে একজন খেলোয়াড়কে মানসিকভাবে বিপযস্ত করার মানে হয় না। সামনে তিন-দেশীয় টুর্নামেন্ট। এতে তার প্রভাব পড়তে পারে।



যে ছেলের হাত ধরে আমাদের দেশ বিদেশের মাটিতে প্রথম টেষ্ট ও ওয়ানডে সিরিজ জিতে। যে ছেলে দলকে সামনে থেকে নেতৃত্ভ দিয়েছেন। তার ব্যপারে আমাদের সকলরেই সতর্ক হওয়া উচিত। সতর্কতার সাথেই কথা বলা উচিত।



আমার মনে হয় অনেক হয়েছে, সাকিবকে তার মত করে খেলতে দেওয়া উচিত। তার কাছ থেকে আমাদের অনেক পাওয়ার আছে।



শুভ হোক বাংলাদেশের আগামী দিন। ভাল খেলুক আমাদের সাকিব, ভালো করুনক প্রত্যেকটি খেলোয়াড়।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪০

লীনা জািম্বল বলেছেন: যে ছেলের হাত ধরে আমাদের দেশ বিদেশের মাটিতে প্রথম টেষ্ট ও ওয়ানডে সিরিজ জিতে। যে ছেলে দলকে সামনে থেকে নেতৃত্ভ দিয়েছেন। তার ব্যপারে আমাদের সকলরেই সতর্ক হওয়া উচিত। সতর্কতার সাথেই কথা বলা উচিত।---একদম ঠিক কথা--অনেক ধন্যবাদ-----------

২৩ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৩

মিসকল বলেছেন: অনেক ধন্যবাদ লীনা আপুনি।

২| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৫

জাগরূ৪৯ বলেছেন:

সাকিব তিন-দেশীয় টুর্নামেন্টে অধিনায়ক না।

২৩ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩

মিসকল বলেছেন: মাশরাফি খেলতে না পারলেতো সাকিবই দায়িত্ব পালন করবেন এটাইতো জানতাম।

যাহোক অধিনায়ক হোক না হোক খেলবে তো।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৭

হাসান শহীদ ফেরদৌস বলেছেন: ওকে ওর মত খেলতে দেয়া হোক। সাংবাদিকরা মাত্রাতিরিক্ত প্রসংসা/সমালোচনা করে অনেক প্রতিভাকেই নষ্ট করেছে, আর এমনটা যেন না হয়।

২৩ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৫

মিসকল বলেছেন: আমারও তাই মনে হয়।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩

মীনোক্ষভাকুলকূবলয় বলেছেন: খুব ভালো বলেছেন।

২৩ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০৯

মিসকল বলেছেন: হুম

৫| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৭

আশিক১১৪ বলেছেন: যে দলে ৪/৫ ওভার পর স্পিনারকে বল করান হয় সে দলের সেখানে লীগে শেষ ২ওভার স্পিন করান দোষের হল!!!

ওনারা প্লেয়ার দিয়া দল না গড়ে কর্মকর্তা দিয়া দল করে দেখতে পারেন।

২৩ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৩

মিসকল বলেছেন: জব্বর কথা বলেছেন।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৬

এস বাসার বলেছেন: সাকিবকে নিয়ে সমালোচনা কেন? ঐদিন যা হয়েছে তাতে সাকিবের কোন ভুল নেই। এ রকম যে কেউ বোলিং এ আসলেও হতে পারতো।

২৩ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৪

মিসকল বলেছেন: এটাতো খেলারই অংশ।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৮

বুমবুম বলেছেন: সব দুষ দর্শকের :|

২৩ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩০

মিসকল বলেছেন: সত্যই বলেছেন।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৫

কালীদাস বলেছেন: এটাই আমাদের দোষ, একটা হাফসেঞ্চুরি করলেই হিরো, আর পরেরদিন ১০রানে আউট হলেই লাথি! এটা যে শুধুই একটা খেলা, সে যে এতদিন দেশের জন্য সম্মান বয়ে আনল -সেই মর্যাদাটা সে পেলনা। অনেক সম্ভবনাময় প্লেয়ার এই কারণে হারিয়ে গেছে।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১০

ইমতি২৪ বলেছেন: ভাল পয়েন্ট তুলে ধরেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.