![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
সাম্যের বেশধারী, নিরপেক্ষতার মুখোশধারী অনেক ব্যক্তি এবং মিডিয়া’ই সময় পরিবর্তনের সাথে সাথে ধীরে ধীরে ধর্মের ছায়াতলে এসে ঢুকছেন। এত দিন ছিলেন ব্লাউজের তলে, এখন নিচে নেমে ছায়াতলে প্রবেশ করছেন! ভাল না ভালই তো! দর্শন ও মানবতার বিশালত্ব ধারন করতে সবাই কি পারেন? মুখে অনেক পুরুষ যত কথাই বলুক, ভিতরটা আসলে ততটাই কাপুরুষ!!! বিজ্ঞান ও মানবতার জ্ঞান নিয়ে পুষ্টি লাভ করে বেড়ে উঠেও অবশেষে ছাইয়ের কুকুর ছাইয়েই গিয়ে গড়াগড়ি খায়!!!!
২| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫
স্যার এডলফ হিটলার বলেছেন: ধর্মের ছায়াতলে যারা ঢুকেছে, তারা পুরুষ নয় আপনি জানলেন কীভাবে ? তাদের বেডরুমে তাক-ঝাক করেন নাকি না আপনিই খক খক খক
৩| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৬
বিজন রয় বলেছেন: মুখে অনেক পুরুষ যত কথাই বলুক, ভিতরটা আসলে ততটাই কাপুরুষ!!!
সবার ক্ষেত্রে ঠিক নয়, তবে সব মানুষের ভিতরে কিছু খারাপ প্রবৃত্তি আছে।
ধন্যবাদ বীরেশদা।
৪| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৮
বিজন রয় বলেছেন: আর হ্যাঁ, বোকা মানুষদের সবশেষ আশ্রয়স্থল হলো ধর্ম। তবে এটা দোষের কিছু না। মানুষ তো মুক্তি চায়। যার যেরকম ধরন।
৫| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৫
সাইফুল১৩৪০৫ বলেছেন: সাধানত মুরগিকে ছাইয়ে গড়াগড়ি করতে দেখা যায়। ঠাণ্ডার সময় উষ্ণতার পরশ পেতে হয়তো কুকুরকে ছাইয়ে পাওয়া যেতে পারে। ছাই উচ্চ ক্ষমতা সম্পন্ন এন্টিবায়োটিকের কাজ করে। তাই মুরগি শরীরে ছাই লাগায়। আর গ্রামাঞ্চলে খৎনা করানোর সময় ছাই ব্যবহার করা হলে এন্টিব্যকটেরিয়াল ক্ষমতায় ঘা শুকিয়ে যেত। হয়ত তারা ছাইয়ের গুণ জানত না। কিন্তু কাজ ঠিকই হত।
বুঝলেন তো বিজ্ঞান আপনার মাঝে কতটুকু আছে?
৬| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪
আব্দুল্যাহ বলেছেন: কাউকে কাপুরুষ বলার আগে কাপুরুষের বৈশিষ্ট গুলো দিতেন, মিলিয়ে দেখা যেত!
আপনি যতোটা সহজে বলে ফেললেন বিষয় কক্ষনোই এতোটা সহজ ছিল না।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১২
গোধুলী রঙ বলেছেন: আপনি পুরুষ, এক কাজ করেন, আপনার পৌরুষত্বের কিছু বৈশিষ্ট্য লিখেন, আমরা মিলাই দেখি কে কতটা কাপুরুষ।