![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় ৮০০ বছর মুসলমানগণ উনার স্পেন শাসন করেছিলো। স্পেন বিজয় ও শাসনে যেমন ছিল মুসলমানগণের গৌরবের কাহিনী, ঠিক ততটাই হৃদয়বিদারক ছিল স্পেন হারানোর কাহিনী। মুসলিম বাহিনী যখন মুনাফিক ও উলামায়ে সূ’দের কারণে হানাদার কুচক্রী খ্রিস্টান বাহিনীকে যুদ্ধে পরাজিত করতে ব্যর্থ হলো; তখন এক চরম নৈরাজ্যের মধ্যে খ্রিস্টানরা ঘোষণা দিলো যে, মসজিদগুলো নিরাপদ আশ্রয় হিসেবে চিহ্নিত হয়েছে। যারা মসজিদে আশ্রয় নিবে তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না বা যুলুমের শিকারও তারা হবে না। সরল বিশ্বাসে সাধারণ মুসলিম জনগণ নিরাপদ আশ্রয় হিসেবে মসজিদগুলোতে আশ্রয় নিলো। সুযোগ বুঝে বর্বর যালিম খ্রিস্টান সৈন্যরা মসজিদগুলো কামান দাগিয়ে উড়িয়ে দিলো আর কোনো কোনো মসজিদ আগুন দিয়ে জ্বালিয়ে দিলো। ফলশ্রুতিতে প্রাণ দিলো নিরপরাধ নিরীহ মুসলমানরা অর্থাৎ শহীদ হলো মুসলিম জনতা।
প্রিয় পাঠক! একটু ভেবে দেখবেন কী? কি করুণ ছিল সেই ঘটনা আর কতবড় ষড়যন্ত্র ছিল খ্রিস্টানদের! এই তারিখটাই ছিল ১লা এপ্রিল আর প্রতারক ধোঁকাবাজ খ্রিস্টানগুলি মুসলমানগণকে ধোঁকা দিয়েছিলো। আর মুসলমানগণ সরলভাবে তা গ্রহণ করেছিলেন। মুসলমানগণের সরলতাকে তারা বোকা বলে প্রচার করেছে। সেই দিনটিকে ‘এপ্রিল ফুল’ হিসেবে খ্রিস্টানরা উদযাপন করে। তথাকথিত মানবতাবাদী খ্রিস্টানদের এই হলো কুৎসিত চেহারা আর ১লা এপ্রিলের ইতিহাস। এ দিন মুসলমানগণের উচিত তার মুসলিম ভাইদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা।
এটাও কম দুঃখের নয় যে, ইতিহাস না জেনে মুসলমানগণও খ্রিস্টানদের সাথে এপ্রিল ফুল উদযাপন করে। খ্রিস্টানদের আরেকটা কুৎসিত চেহারা হলো- প্রায় ৮০০ বৎসর মুসলমানগণ ১টি গীর্জাও ধ্বংস করেনি অথচ খ্রিস্টানরা স্পেনে ১টি মসজিদও অক্ষত রাখেনি। সকল মসজিদ ধ্বংস করে দেয়। মুসলমানগণকে ইতিহাস জানতে হবে নইলে লজ্জায় পড়তে হবে।
সঠিক জ্ঞান চর্চার মাধ্যমে মুসলমানগণের বোধোদয় হোক, চেতনার জাগরণ ঘটুক, মাত্র অল্প সংখ্যক সৈন্যের সমন্বয়ে স্পেন বিজয়ের সেই দুর্দমনীয় চেতনা ও জযবা মুসলমানগণের শিরায় শিরায় প্রবাহিত হোক।
এজন্য মূলত প্রয়োজন যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সান্নিধ্য লাভ করে ফায়েজ-তাওয়াজ্জুহ ও যিকির-ফিকিরের মাধ্যমে রূহানী শক্তি অর্জন করা।
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
©somewhere in net ltd.