নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বীর মুজাহিদ

আমি বাংলাদেশী,আমি বাংলাকে ভালোবাসি।আমার ধর্মধর্ম

বীর মুজাহিদ › বিস্তারিত পোস্টঃ

সাইয়্যিদাতুন নিসা, ছহিবাতুল হাসানাত, আশবাহু বিরসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র সাওয়ানেহে উমরী মুবারক

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২৫

মুবারক বিলাদতী শান প্রকাশের মুবারক প্রেক্ষাপট:
সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার বিশেষ নিদর্শনস্বরূপ। একথা সুস্পষ্ট যে, মহান আল্লাহ পাক উনার মনোনীত অজুদ মুবারক যাহির হওয়ার পূর্বে দুনিয়ার যমীনকে বিশেষভাবে সুসজ্জিত করা হয়। আর তারই ধারাবাহিকতায় সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি মুবারক বিলাদতী শান প্রকাশের পূর্বে আরবভূমিকে বিশেষভাবে সুসজ্জিত করা হয়েছে।
মুহতারামা আম্মাজান:
এ বিষয়ে সকল হযরত উলামায়ে কিরাম একমত যে, হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা সকলেই উম্মুল মু’মিনীন হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম উনার মাধ্যমে তাশরীফ মুবারক গ্রহণ করেছেন। হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মধ্যে সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি চতুর্থতম। আর হযরত আওলাদু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মধ্যে সাইয়্যিদুতান নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি সপ্তম।
পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ:
সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার মুবারক সময় সম্পর্কে বিভিন্ন ইখতিলাফ পাওয়া যায়।
তবে সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের বিষয়টি সুস্পষ্ট করেছেন মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম। তিনি এ মুবারক বিষয়ে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তিনি সরাসরি জিজ্ঞাসা করে জেনে নিয়েছেন এবং উম্মাহকে জানিয়েছেন। তিনি ইরশাদ মুবারক করেন, “নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়াবী হায়াত মুবারক যখন সাঁইত্রিশ বছর, সেই বছর পবিত্র জুমাদাল উখরা শরীফ উনার ২০ তারিখ ইয়াওমুল জুমুআ’হ সুবহে ছাদিকের মুবারক সময়ে সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন।
মুবারক খিদমতে জান্নাতী সম্মানিত মহিলাগণ:
কিতাবে উল্লেখ করা হয়- “উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম তিনি বর্ণনা করেন, সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের সময় যখন নিকটবর্তী হলো, তখন খাদেমাগণ উনাদেরকে সংবাদ দেয়া হলো। কিন্তু দেখা গেলো, শেষ মুহূর্তেও কেউ আসতে পারলেন না। কাউকে পাওয়া গেলো না। তখন দেখা গেলো, পবিত্র হুজরা শরীফ উনার মধ্যে চারজন সম্মানিতা মহিলা উনারা উপস্থিত হয়েছেন। উনাদের চেহারা মুবারক অত্যন্ত নূরানী ও উজ্জ্বল। ছূরতান উনাদেরকে পরিচিত মনে হচ্ছিল না। বিষয়টি পরিষ্কার করার জন্য উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম তিনি উনাদের পরিচয় মুবারক জিজ্ঞাসা করলেন। উনারা পর্যায়ক্রমে পরিচয় মুবারক দিলেন। প্রথমজন বললেন, তিনি উম্মুল বাশার হযরত হাওওয়া আলাইহাস সালাম। দ্বিতীয়জন বললেন, তিনি রব্বাতু কালীমিল্লাহ হযরত আসীয়া আলাইহাস সালাম। তৃতীয়জন বললেন, তিনি উখতু কালীমিল্লাহ হযরত উম্মু কুলছুম আলাইহাস সালাম। চতুর্থজন বললেন, তিনি উম্মু রুহিল্লাহ হযরত মারইয়াম আলাইহাস সালাম।” সুবহানাল্লাহ!
অর্থাৎ স্বয়ং খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার মুবারক খিদমতের জন্য জান্নাত হতে সম্মানিতা মহিলাগণ উনাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ!
পবিত্র দুধ মুবারক পান:
সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি যে পবিত্র দুধ মুবারক পান করেছেন, সে সম্পর্কে কিতাবে উল্লেখ করা হয়-
كانت خديجة عليها السلام اذا ولدت ولدا دفعته الى من يرضعه فلما ولدت فاطمة عليها السلام لم يرضعها غيرها
অর্থ:- “উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম উনার আওলাদ আলাইহিমুস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করলে দুধ মুবারক পান করার জন্য তিনি উনাদেরকে অন্য কারো নিকট অর্পণ করতেন। কিন্তু সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে কারো নিকট সপর্দ করেননি।” (আল বিদায়া ওয়ান নিহায়া)
অর্থাৎ সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম উনাদের দায়িমী ছোহবত ও নিসবত মুবারকে তিনি অবস্থান করতেন। ক্ষণিকের জন্যও মুবারক ছত্রছায়া হতে তিনি পৃথক হননি। আরবী নিয়মানুযায়ী দুগ্ধজাত সন্তান উনাদের জন্য ধাত্রী মহিলা রাখা হতো। কিন্তু সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার সার্বিক খিদমতের আঞ্জাম দিয়েছেন সরাসরি উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম তিনি স্বয়ং। এখানে দ্বিতীয় কারো অবস্থান নেই। যা মূলত উনার বেমেছাল বুযূর্গী মুবারক উনার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.