![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সুস্থ, স্বাভাবিক, ব্যক্তিত্বসম্পন্ন, দুনিয়াবী অথবা উখরুবী শিক্ষায় শিক্ষিত এমন কাউকে যদি জিজ্ঞাসা করা হয়- ফিঙ্গারপ্রিন্টের কার্যকারিতা সম্পর্কে, তবে একখানা স্পষ্ট জবাব পাওয়া যাবে- ইউনিক! অর্থাৎ একজন মানুষকে সনাক্ত করার জন্য এর চাইতে উত্তম পন্থা আর হতে পারে না; এর কোনো বিকল্প নেই।
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামীন উনার অত্যুজ্জল এক কুদরত মুবারক যে, একজনের সঙ্গে অন্যজনের আঙ্গুলের ছাপ কস্মিনকালেও এক হবে না। পক্ষান্তরে জীবনের বিভিন্ন স্তরে একজনের চেহারায় ভিন্ন ভিন্ন পরিবর্তন আসতে পারে। তাছাড়া একজনের সঙ্গে অন্যজনের চেহারায় অনেক মিলও লক্ষ্য করা যায়। সর্বোপরি দুষ্ট লোকেরা হারাম ছবির মাধ্যমে অনেক বেআইনী কাজ করে থাকে। বেপরোয়াভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে থাকে। সত্যিকারভাবে বলতে গেলে হালাল উপায়ে কাজে-কর্মে যে রহমত, বরকত লাভ করা যায়, হারাম উপায়ে তা কখনোই সম্ভব নয়। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে তাদের আভ্যন্তরীণ কর্মকাণ্ডের বিরাট পরিবর্তন সাধনের ক্ষেত্রে তারা কঠিন নিরাপত্তার দিক বিবেচনা করে আঙ্গুলের ছাপ ব্যবহার করাকেই প্রাধান্য দিচ্ছে। তাছাড়া দেশের বাইরেও এর ব্যাপক প্রচলন দেখা যায়। সরকারপ্রধান একদিন বলেছিলেন, ক্ষমতায় গেলে সবকিছু ঢেলে সাজাবেন। সমগ্র মুসলিম জাহানের মুসলমান উনাদের পক্ষ থেকে আমাদের সরকারের নিকট আহ্বান, এখনো সময় রয়েছে, ঢেলে সাজিয়ে ফেলুন। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি সোনার দেশের সোনার ছেলেদের দিয়ে সাজিয়ে দিবেন। আল্লাহওয়ালা হয়ে যান। আল্লাহওয়ালাগণ উনাদের মুহব্বত করুন, খিদমত করুন। আখিরাতে কামিয়াবীর কথা চিন্তা করুন। মহান আল্লাহ পাক তিনি হিফাযত করবেন। আমীন।
©somewhere in net ltd.