নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বীর মুজাহিদ

আমি বাংলাদেশী,আমি বাংলাকে ভালোবাসি।আমার ধর্মধর্ম

বীর মুজাহিদ › বিস্তারিত পোস্টঃ

মাতৃভূমির স্বাধীনতার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন উনাদের জন্য আমাদের করণীয়

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:০৭


২৬শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার জন্য এদেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। আমাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন সম্মানিত শরীয়তী তর্য-তরীক্বা মুতাবিক পবিত্র কুরআন শরীফ খতম, পবিত্র মীলাদ শরীফ, পবিত্র ক্বিয়াম শরীফ পাঠ এবং তওবা-ইস্তিগফার করে দোয়া-মুনাজাতের মাধ্যমে উনাদের রূহে ছওয়াব বখশিয়ে দেয়া আমরা যারা বেঁচে আছি উনাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। সম্মানিত ইসলাম আমাদের দ্বীন। আর সম্মানিত দ্বীন ইসলাম মোতাবেক মৃত্যুর পর প্রত্যেক বান্দা হয় কবরে আযাবে থাকে অথবা সুখে থাকে। সেক্ষেত্রে জীবিতরা যদি মৃতের জন্য দোয়া করে ও মাগফিরাত কামনা করে তবে সে দোয়ার উসীলায় মহান আল্লাহ পাক তিনি কবরের আযাব ক্ষমা করে দেন। আর আযাব না থাকলে তার নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ! কিন্তু বড়ই পরিতাপের সাথে বলতে হয়, প্রতি বছরের মতো এবারও দিনটি পালন উপলক্ষে শহীদদের স্মৃতিফলকে ফুল দেয়াসহ বিভিন্ন স্থানে গান-বাজনার আয়োজন করা হয়। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মাতৃভূমির স্বাধীনতার জন্য প্রাণ দিয়ে যাঁরা কবরে আছেন তাঁদের কোনোই উপকার হয় না, বরং তাঁরা এসব কাজের জন্য ভীষণ লজ্জিত হন ও কষ্ট পাণ। মাতৃভূমির স্বাধীনতার জন্য প্রাণদানকারী শহীদদের সত্যিকার অর্থে উপকার করার জন্য সম্মানিত শরীয়ত তর্য-তরীক্বা মুতাবিক পবিত্র কুরআন শরীফ খতম, পবিত্র মীলাদ শরীফ, পবিত্র ক্বিয়াম শরীফ পাঠ এবং তওবা-ইস্তিগফার করে দোয়া-মুনাজাতের মাধ্যমে তাঁদের রূহে ছওয়াব বখশিয়ে দেয়া।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.