নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

♫ ♫ ♫ ♫ ♫ | psychovocxএটyahooডটcom

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

বিষাক্ত মানুষ

তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে

বিষাক্ত মানুষ › বিস্তারিত পোস্টঃ

গোধূলী ------- (শিরোনামহীন)

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০৩

দিগন্ত জুড়ে নিলীমার মাঝে

পলাতক সময় করে পরিহাস

স্তব্ধ নিঃশ্বাস দুরে ঠেলে

আসি আমি ফিরে বারেবার



ছুঁয়ে যাই আবারও হারাই

একই আকাশের গোধূলী



অনন্ত পতন অনন্ত সময়

একই ভাঙ্গনের কথা একই পথ

আমারই জন্যে সহস্র সূর্য

দেবে একই আলো চিরকাল



ছুঁয়ে যাই আবারও হারাই

একই আকাশের গোধূলী



আমি বুঝি না কেন

একই মাটিতে কেন এত রক্তের রং খেলা

আমি জানি না কেন

একই মানুষের একই স্পর্শে কেন এত ছোঁয়া

আমি হারিয়ে যাই এ মায়াজালে

পরাধীনতার এ বাঁধনে

তবু যেতে চাই স্বপ্নের আলোয়

সকল আঁধার ভেঙ্গে আলো ছায়ায়



ছুঁয়ে যাই আবারও হারাই

একই আকাশের গোধূলী



গোধূলী



ব্যান্ড - শিরোনামহীন

এ্যলবাম - স্বপ্নচূড়া - ২

মন্তব্য ৬৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০৯

েজবীন বলেছেন: এটা শুনছিলাম ..:) .. স্বপ্নচূড়া - ২ এ তোমার গান আছে বলার পর .. এ্যালবাম শুনতে গিয়ে .. কেন জানি লাগছিল এটা ত

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩১

বিষাক্ত মানুষ বলেছেন: সেন্টেন্স পুরা হয়নি । ১০ এ ৩ দেয়া হইলো

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১১

েজবীন বলেছেন: কিরে ... অর্ধেক কমেন্ট খাইলো কে???!!!! সা.ইন এর নতুন অসুখ নাকি??:) :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩১

বিষাক্ত মানুষ বলেছেন: রোগ-বালাই তো আছে দুনিয়ায় ... ভালো থাকার আছে যে উপায় :)

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১৩

চিকনমিয়া বলেছেন: আগে পেলাচ দি
কিরে দুস্ত কেমুন আচোস?

গানডাও ভালা
ফুটুডাও ভালা:)

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩২

বিষাক্ত মানুষ বলেছেন: চিকনা মিয়া দেখি ভালোই চান্স পাইয়া গেছে !!!

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৪

ছায়ার আলো বলেছেন: শুনিনাই

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৩

বিষাক্ত মানুষ বলেছেন: এখন কি আর তোমার সেই টাইম আছে !!!

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৯

তানজিলা হক বলেছেন: থেংকু

আমার এ গানটা অসম্ভব ভালো লাগে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৩

বিষাক্ত মানুষ বলেছেন: আমারো

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৫

রুবেল শাহ বলেছেন: দোস তোমার নতুন কোন আসছে ?

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৩

বিষাক্ত মানুষ বলেছেন: :-*

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৮

প্রণব আচার্য্য বলেছেন: ছুঁয়ে যাই আবারও হারাই
একই আকাশের গোধূলী


সুন্দর গান

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৩

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৭

মুকুল বলেছেন: নতুন কবিতা নামাও দোস্ত...

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৫

বিষাক্ত মানুষ বলেছেন: দোস্ত আর না ... বহুত হইছে ।। তোমরা তো আছোই ... আমারে না টানলে হয় না !!!

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৬

অলস বলেছেন: হেব্বি :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৫

বিষাক্ত মানুষ বলেছেন: বহুদিন পর দেখলাম । :)

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০২

ছায়ার আলো বলেছেন: মুকলা বলেছেন: নতুন কবিতা নামাও দোস্ত...

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৬

বিষাক্ত মানুষ বলেছেন: তুমি কি কর !!! তোমার মুখে তো এই কথা মানাইলো না । নিজের পোস্ট দেওয়ার খবর নাই .. মাইনষেরে কয় !!!

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:২৩

আউলা বলেছেন: কেবল নামালাম এখন শুনতে পারবো না আম্মাজান পিডাইবে

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৭

বিষাক্ত মানুষ বলেছেন: ...কম ভলিউম দিয়ে শুনো

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:২৪

শফিউল আলম ইমন বলেছেন: আমারও ভালো লাগে.....কেমুন আছ বি.মা?

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৪৭

রাশেদ বলেছেন: এই গানটাও আগে শুনি নাই যদিও তুহিন ভাইয়ের বেশ কিছু গান শুনছি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৪৯

বিষাক্ত মানুষ বলেছেন: আছিলা কৈ !!!
তুহিন ভাইয়ের সাথে মোলাকাত আছে নাকি ??

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:০৫

নিলা বলেছেন: এই গান আগে কখনো শুনি নি। দারুন ভালো লাগল। গানের কথা গুলোও চমৎকার।

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:০৭

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম .... কথাগুলো আসলেই সুন্দর

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:০৮

রাশেদ বলেছেন: আরে না! ওনার কিছু গান শুনছিলাম লাইভ। জটিল গলা। পরে ৬৯ নাটকে কিছু গান শুনছিলাম। এইটুকুই... :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১২

বিষাক্ত মানুষ বলেছেন: ওও আচ্ছা !! এই গানটা নিয়া অনেক স্মৃতি আছে ।। একসাথে রেকর্ডিং হইছিলো তো !! পুরোটা ট্র্যাক আমার সামনে হইছে .... ২০০৫ সালের রোজার সময় ।। সন্ধ্যার সময় সবগুলি ব্যান্ডের পুলাপাইন মিল্লা একসাথে ইফতার করতাম ....

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২১

রাশেদ বলেছেন: তাই নাকি। :) মজাই করছো তাইলে। নতুন গান আস্তেছে নাকি?

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২৬

বিষাক্ত মানুষ বলেছেন: আজকে ?? আজ দিমু না চিন্তা করতাছি

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৪

রাশেদ বলেছেন: হোকে। :)

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৬

চিকনমিয়া বলেছেন: আম্মাজান আম্মাজান গানডা দেও তো :#)

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৯

বিষাক্ত মানুষ বলেছেন: চিকনা ... তুমার রিকুশ প্রান্টেড

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৪

আহমাদ মুজতবা বলেছেন: পিলাচ

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৯

বিষাক্ত মানুষ বলেছেন: মুজতবা ... পরীক্ষা কবে ??

২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৯

পুসকি বলেছেন: বিষাক্ত ভাইয়া,,,,,,,,,,,,,,,,,,
তোমার এতো সৌন্দর্য সৌন্দর্য ছবি গুলোর খনির সন্ধানে আছি।:)
দাড়াও বাহির করিয়া ফেলব;)
সুন্দর গান...........'হাসিমুখ' কেমন লাগে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫০

বিষাক্ত মানুষ বলেছেন: হাসিমুখ টা বেশী জোস .. দিতাছি

২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

মানুষ বলেছেন: বড়ই সৌন্দর্য

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

বিষাক্ত মানুষ বলেছেন: হ !!

২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৬

আউলা বলেছেন: চিকনমিয়া বলেছেন: আম্মাজান আম্মাজান গানডা দেও তো

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২২

বিষাক্ত মানুষ বলেছেন: তুমারে উৎসর্গ করুম কিন্তু .. রাজি ??

২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: ভাবলাম কবিতা লিখছে বিমা......।
কবিতা কই?
শুভেচ্ছা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২১

বিষাক্ত মানুষ বলেছেন: কবিতা কি আমাকে দিয়ে হবে রে সাজিপু !!!
মাঝে মাঝে পেপার পেন্সিল নিয়ে ঘসা ঘসি করি ... তারপর ড্রয়ারের চিপায় গুজে রাখি ।।

২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২২

সাইফুর বলেছেন: ফটুক টা জোস হইচে...প্লাস:)

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৩

বিষাক্ত মানুষ বলেছেন: হুমমম

২৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৬

সাইফুর বলেছেন: হুমাইলে হইবো না....

আউলা বলেছেন: চিকনমিয়া বলেছেন: আম্মাজান আম্মাজান গানডা দেও তো...

মাথায় রাইখো.....

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২০

বিষাক্ত মানুষ বলেছেন: আবারো ..হুমম...

২৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০১

হমপগ্র বলেছেন: সুন্দর গান। বার বার শোনা।

+

বিমা, "বিক্ষত" বানান ঠিক আছে। ভালো থাইক্যো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২০

বিষাক্ত মানুষ বলেছেন: আইচ্ছা

২৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:২৭

রাশেদ বলেছেন: সবাই দেখি গানটা শুনছে আগে! :-*

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৩০

বিষাক্ত মানুষ বলেছেন: তুমারে দিয়া সবার বিচার করলে তো হইছেই কাম :D

২৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৩১

রাশেদ বলেছেন: খিক খিক! :D

২৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৫০

রাশেদ বলেছেন: যাইগা। ঠা ঠা!

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:০০

বিষাক্ত মানুষ বলেছেন: ওখে .. ঠাঠা

৩০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪২

আলী আরাফাত শান্ত বলেছেন: গানটা পুরা মুখস্থ ছিলো মাঝখানেভুলে গিয়েছিলাম পোষ্টে দিয়া মনে করায় দিলা।+ চমৎকার।

তবে বস আপনে দেখি নারী জাতির রিকুশ রক্ষায় অতি তৎপর।

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২১

বিষাক্ত মানুষ বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক খ্যাক খ্যাক

৩১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৩

নিবেদীতা বলেছেন: ++

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২২

বিষাক্ত মানুষ বলেছেন: ধন্যবাদ

৩২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৫

মনের কথা বলেছেন: নামাইলাম....বাড়ি গিয়া শুনুম...এইখানে চালাইলে খবর আচে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৭

বিষাক্ত মানুষ বলেছেন: হুখে ।।

৩৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০০

মনের কথা বলেছেন: নামেনা ক্যান!!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

বিষাক্ত মানুষ বলেছেন: নামার তো কথা ...
এইটা তে টিপি দিয়া দেখো .. Click This Link

৩৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৫

প্রাণ চানাচুর বলেছেন: +++++++++++++++
ছাড়া কথা নাই।

আপনার গাওয়া একটা গানের লিরিক চাই

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪০

বিষাক্ত মানুষ বলেছেন: আমার গান !! :-*
আমি আবার কবে গান গাইলাম !!! :P

৩৫| ১৬ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২৮

পুষ্প বলেছেন: ++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.