![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে
কেন জানি এই কবিতাটা মনে পড়ছে খুব ।
(হে সালতানাত-এ-খুদাদাদ ইহাকে অন্য দৃষ্টিতে দেকবেন না দয়া করে । ইহা আমার কথা নহে । ইহা কবি সুকুমার রায় এর একটি নিরিহকিবিতা মাত্র)
(তবে কাট পেস্ট দোষে দুষ্ট অদ্য পোস্ট কাট পেস্ট আইনে ডিলিট যোগ্য)
শিব ঠাকুরের আপন দেশে
আইন কানুন সর্বনেশে
কেউ যদি যায় পিছলে পড়ে
প্যায়দা এসে পাকড়ে ধরে
কাজির কাছে হয় বিচার
..... একুশ টাকা দন্ড তার
সেথায় সন্ধ্যে ছ'টার আগে
হাঁটতে হলে টিকেট লাগে
হাঁটলে পরে বিন টিকিটে
দমদমাদম লাগায় পিঠে
কোটার এসে নস্যি ঝারে
..... একুশ দফা হাঁটিয়ে মারে
কারুর যদি দাঁতটি নড়ে
চারটি টাকা মাসুল ধরে
কারুর ডদি গোঁফ গজায়
একশো আনা ট্যাকসো চায়
খুঁটিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড়
..... সেলাম ঠেকায় একুশ বার
চলতে গিযে কেউ যদি চায়
এদিক ওদিক ডাইনে বাঁয়
রাজার কাছে খবর ছোটে
পল্টনেরা লাফিয়ে ওঠে
দুপুর রোদে ঘামিয়ে তায়
..... একুশ হাতা জল গেলায়
যে সব লোকে পদ্য লেখে
তাদের ধরে খাঁচায় রেখে
কানের কাছে নানান সুরে
নামতা শোনায় একুশ উড়ে
সামনে রেখে মুদির খাতা
..... হিসেব কষায় একুশ পাতা
হঠাৎ সেথায় রাত দুপুরে
নাক ডাকালে ঘুমের ঘোরে
অমনি তেড়ে মাথায় ঘষে
গোবর গুলে বেলের কষে
একুশটি বার ঘুরিয়ে তাকে
..... একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে ।
২| ০২ রা এপ্রিল, ২০০৮ ভোর ৪:২৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ওরে দেখেছিস ! সুকুমার রায় কতো আগেই এই ব্লগের আইন নিয়ে কবিতা লেখে গেছেন । কাজটা কি তিনি ঠিক করেছেন ?
ব্লগ আইন বিরোধী এহেন কবিতার জন্য কবি সুকুমার রায়কে ব্যান করা হোক
৩| ০২ রা এপ্রিল, ২০০৮ ভোর ৪:৪৪
বিবর্ণ বলেছেন: সময় উপযোগী.....
৪| ০২ রা এপ্রিল, ২০০৮ ভোর ৪:৪৬
রাতমজুর বলেছেন:
ব্লগ আইন বিরোধী এহেন কবিতার জন্য কবি সুকুমার রায়কে ব্যান করা হোক।
৫| ০২ রা এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪২
নিলা বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন: আমার বন্ধু রাশেদ এবং এস্কিমো ভাইয়ের আনব্যান চাই
৬| ০২ রা এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৭
ময়ুরবাহন বলেছেন: বানান ভুলগুলো ঠিক করুন। বড্ড দৃষ্টিকটু লাগছে।
৭| ০৩ রা এপ্রিল, ২০০৮ রাত ৯:১৯
হ্যারি সেলডন বলেছেন: দিলাম ঠেলা।
৮| ০৩ রা এপ্রিল, ২০০৮ রাত ১০:৫০
স্বাপ্নিক বলেছেন: ভাল টাইমিং...
দ্বিতীয় স্তবকে হাঁটতে এর জায়গায় হাঁচতে হবে মনে হয়...
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০০৮ ভোর ৪:১০
বিষাক্ত মানুষ বলেছেন: আমার বন্ধু রাশেদ এবং এস্কিমো ভাইয়ের আনব্যান চাই ।