নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

♫ ♫ ♫ ♫ ♫ | psychovocxএটyahooডটcom

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

বিষাক্ত মানুষ

তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে

বিষাক্ত মানুষ › বিস্তারিত পোস্টঃ

শরৎ বাবু ----- (ভূপেন হাজারিকা)

১৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫০

শরৎ বাবু

খোলা চিঠি দিলাম তোমার কাছে

তোমার গফুর মহেষ এখন

কোথায় কেমন আছে

তুমি জানো না

হারিয়ে গেছে কোথায় কখন

তোমার আমিনা

শরৎ বাবু এ চিঠি পাবে কিনা

জানি না আমি

এ চিঠি পাবে কিনা জানি না



গেল বছর বন্যা হলো

এ বছরে খরা

খেতে ফসল ভাসিয়ে নিলো

মাঠ শুকিয়ে মরা

এক মুঠো ঘাস পায় না মহেষ

দুঃখ ঘোচে না

তুমি জানো না

শরৎ বাবু এ চিঠি পাবে কিনা

জানি না আমি

এ চিঠি পাবে কিনা জানি না



বর্গিরা আর দেয় না হানা

নেই তো জমিদার

তবু কেন এদেশ জুড়ে

নিত্য হাহাকার

জেনেছো দেশ তো স্বাধীন

আছে ওরা বেশ

তোমার গফুর আমিনা আর

তোমারই মহেষ

এক মুঠো ভাত পায় না খেতে

গফুর আমিনা

তুমি জানো না

শরৎ বাবু এ চিঠি পাবে কিনা

জানি না আমি

এ চিঠি পাবে কিনা জানি না



শরৎ বাবু

-------------------------------- ভূপেন হাজারিকা

মন্তব্য ৫৩ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪

মোঃ আব্দুল খালেক বলেছেন: পোস্টে এই লিখার জন্য আমার অরন্য আগুন নিকটারেও ব্যান মারছে। বলেন, এইটা অবিচার না। আপনারা কিছু করেন।


ইরাপুকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হইছে
১৫ ই মে, ২০০৮ বিকাল ৪:৫৩


আমার ১০টা নিক আছে। পাইন্না, মোঃ আব্দুল খালেক, অরন্য রোদন, কতবতবকবক, প্রলয় হাসানের সাথে আপনারা সবাই পরিচিত। আমি এতগুলো নিক খুলছি, আর সেই আমার কি ইরাপুর পাসওয়ার্ড চুরি করা লাগে? আমার যদি আকাম করা লাগে, মেয়েদের নিক একটা নিয়ে আকাম করতাম ইরাপুরটা ক্যানো চুরি করবো? তাই আপনারা বিশ্বাস করুন ইরাপু একটা মানসিকভাবে অসুস্থ একজন মানুষ। দেখেছেন আপনারা, কালকের ঘটনার পর সে আর ব্লগে ঢোকে নাই? কারণ তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়া হইছে।

১৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯

বিষাক্ত মানুষ বলেছেন: আমার আগের পোস্টে জবাব দেয়া আছে ।... তুমি অন্য নিক নিয়ে এসে আমার পোস্টে কমেন্ট না করলে খুশী হবো ।

২| ১৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫

মোঃ আব্দুল খালেক বলেছেন: +দিছি

৩| ১৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:০১

আলী আরাফাত শান্ত বলেছেন: গানটা আগে অনেক শুনছি।খুব পছন্দের।নির্মম বাস্তবতা।তয় আমি তো জানতাম গানটা হেমন্তের।তুমি শিউর যে এইটা ভুপেনের গান?

১৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৭

বিষাক্ত মানুষ বলেছেন: হেমন্তের !!! :-* ... এটা ১০০% খাঁটি ভূপেনের গান

৪| ১৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২২

প্রবাস কন্ঠ বলেছেন: @মোঃ আব্দুল খালেক বলেছেন: পাইন্না, মোঃ আব্দুল খালেক, অরন্য রোদন, কতবতবকবক, প্রলয় হাসানের সাথে আপনারা সবাই পরিচিত। আমি এতগুলো নিক খুলছি . . .

এই নাকি আপনাদের চেতনা ?

১৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৬

বিষাক্ত মানুষ বলেছেন: সুযোগ নিও না .. অফ যাও । নইলে লাত্থি দিয়ে বের করবো আমার ব্লগ থেকে ।

৫| ১৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৯

আলী আরাফাত শান্ত বলেছেন: ও তাই।থ্যান্কু।তুমি আসলেই কামের!

১৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫০

বিষাক্ত মানুষ বলেছেন: দেকিল ... পড়তে যাও

৬| ১৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫২

আলী আরাফাত শান্ত বলেছেন: পরীক্ষা শেষ।ইউনি বন্ধ।

১৫ ই মে, ২০০৮ রাত ১০:৩৫

বিষাক্ত মানুষ বলেছেন: তাইলে ... ঘরের কাজ করো

৭| ১৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩

রাতনিশি বলেছেন: ভাল পোষ্ট।

১৫ ই মে, ২০০৮ রাত ১০:৩৬

বিষাক্ত মানুষ বলেছেন: হুম..

৮| ১৫ ই মে, ২০০৮ রাত ৮:৩৩

রাতমজুর বলেছেন:
দারুন হৈছে বিমা ভাই।

১৫ ই মে, ২০০৮ রাত ১০:৩৭

বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু

৯| ১৫ ই মে, ২০০৮ রাত ৮:৪৪

রাশেদ বলেছেন: শুনে দেখি গান্টা।

১৫ ই মে, ২০০৮ রাত ১০:৩৯

বিষাক্ত মানুষ বলেছেন: শোন ... আমাদের সেভেনে / এইটএ দ্রুতপঠনে একটা গল্প ছিলো শরৎচন্দ্রের "মহেষ" মনে আছে !! এই গানটা সেই গল্পটা নিয়া ।

১০| ১৫ ই মে, ২০০৮ রাত ৮:৫৬

হটডগ বলেছেন: বিমাকে পেলাস।

১৫ ই মে, ২০০৮ রাত ১০:৩৯

বিষাক্ত মানুষ বলেছেন: কে !!

১১| ১৫ ই মে, ২০০৮ রাত ৯:১২

তানজিলা হক বলেছেন: গানটা ভালো

কিন্তু ভুপেন হাজারিকার "চোখ ছল ছল করে ওগো মা"

এই গানটা অসাধারন লাগে.........এইগানটা গেয়ে সে নাকি ৩বার জেল খেটেছে।

১৫ ই মে, ২০০৮ রাত ১০:৫০

বিষাক্ত মানুষ বলেছেন: তাই নাকি । এই কাহিনী তো জানতাম না ।

১২| ১৫ ই মে, ২০০৮ রাত ১০:৫৬

চিকনমিয়া বলেছেন: গানডা যাই হইক
ফুডুডা কঠ্ঠিন লাগচে
পেলাচ:)

১৫ ই মে, ২০০৮ রাত ১১:০২

বিষাক্ত মানুষ বলেছেন: ফুটুতে কি তুমারে খুইজা পাইসো নাকি ?? :) খ্যাক খ্যাক খ্যাক

১৩| ১৫ ই মে, ২০০৮ রাত ১০:৫৮

হাসিব মাহমুদ বলেছেন: তানজিলা আর বিমা

সেই ভুপেন আর সেই ভুপেন নাই এখন । এখন তিনি বিজেপির মতো মৌলবাদি দলের ব্যানারে নির্বাচনে দাড়ান । এই খবরটা জানার পর ভুপেনের সব গান হাড্ডি থেকে ডিলিট মার্ছি ।

১৫ ই মে, ২০০৮ রাত ১১:০১

বিষাক্ত মানুষ বলেছেন: জানি । খবরটা আসলেই খুব কষ্টকর ছিলো ...
আগের মত সন্মান টা আর নাই এখন .... কিন্তু আগের গানগুলা কেন জানি মুছতে পারি নাই ।

১৪| ১৫ ই মে, ২০০৮ রাত ১১:০১

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

এইটা অতিব প্রিয় গান । মনে লয়, প্রিয় তালিকার প্রথম তিনটার মধ্যে থাকবো ।
বিমারে ধইন্য বাদ :)

আমরার রাশু এইটা কি শুনাইলো, এই গান আগে শুনে নাই !!!!!!!!

আইচ্ছা, অপ্রাসঙ্গিক হইলেও একটা কথা বলি, উর্পে আব্দুল খালেকের সমস্যাটা কি ?
এই পোলা দেখি পুরাই ফাউল । :)

১৫ ই মে, ২০০৮ রাত ১১:০৫

বিষাক্ত মানুষ বলেছেন: আপনারেও ধইন্যবাদ ।
প্রলয়ের কাজকারবারে চরম বিরক্ত আমি । ওর ব্যাপারে কোন কথা বলতেও আগ্রহী না আমি ।

১৫| ১৫ ই মে, ২০০৮ রাত ১১:০০

মুকুল বলেছেন: হাসিব ভাইয়ের মত আমিও দূঃখ পাইছি! :(

১৫ ই মে, ২০০৮ রাত ১১:০২

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম...

১৬| ১৫ ই মে, ২০০৮ রাত ১১:০৩

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

হাসিব ভাইয়ের কমেন্ট দেইখা আবার কমেন্ট মারতেছি, ওই কাহিনীর পর পুরা দুইবছর এই লোকের গান শুনি নাই ! সারা জীবনের এবাদম নষ্ট কর্ছে :(

১৫ ই মে, ২০০৮ রাত ১১:০৭

বিষাক্ত মানুষ বলেছেন: আমিও বছরখানেক শোনা বাদ দিসিলাম ... নীতিভ্রষ্ট মানুষ একটা

১৭| ১৫ ই মে, ২০০৮ রাত ১১:১৪

একরামুল হক শামীম বলেছেন: লেখক বলেছেন: শোন ... আমাদের সেভেনে / এইটএ দ্রুতপঠনে একটা গল্প ছিলো শরৎচন্দ্রের "মহেষ" মনে আছে !! এই গানটা সেই গল্পটা নিয়া ।

মহেশ গল্পটা নাইন টেনের পাঠ্য ছিল বিমা ভাইজান। :)

১৫ ই মে, ২০০৮ রাত ১১:১৮

বিষাক্ত মানুষ বলেছেন: তাই নাকি !! ভুইল্যা গেসি ... এক যুগ আগের কাহিনী .. হে হে হে :D

১৮| ১৫ ই মে, ২০০৮ রাত ১১:৩০

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: মানুষ মানুষের জন্য...
দোলা...
চোখ ছল ছল করে ওগো মা...
গঙ্গা আমার মা...
শরতবাবু...

এরম অনেক গান আছে... বিমারে ধইন্যাপাতা... মনে করাইয়া দেয়ার জন্য..

১৬ ই মে, ২০০৮ সকাল ৭:১৪

বিষাক্ত মানুষ বলেছেন: তোমরা গেলে কি আসিবেন ...
একখানা মেঘ ভেসে এলো আকাশে .. এই গানটা আমার বেশী ভাল্লাগে ।

১৯| ১৬ ই মে, ২০০৮ সকাল ৭:২৯

রাশেদ বলেছেন: শুনছি গান্টা। ভালো লাগছে। থ্যাঙ্কস তোরে। মহেশের কাহিনী মনে নাই। :(

১৬ ই মে, ২০০৮ সকাল ৮:০০

বিষাক্ত মানুষ বলেছেন: কি কস !! বাংলা রেপিড রিডারে ছিলো .. যাউগ্গা

২০| ১৬ ই মে, ২০০৮ সকাল ৭:৫০

আউলা বলেছেন: + দিয়া ফুটলাম :)

১৬ ই মে, ২০০৮ সকাল ৮:০১

বিষাক্ত মানুষ বলেছেন: কৈ যাও খুকী !! ইশকুলে কেলাস আছে !! :D

২১| ১৬ ই মে, ২০০৮ সকাল ৭:৫৫

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
সাধারণত শিল্পিরা যা করে, প্রেমের পুতুপুতু গান ।
ভূপেনরে এর থেইকা ব্যতিক্রম লাগে । তয়, যে কয়খান
পিরিতের গান গাইছে তার মইধ্যে--

"একখানা মেঘ ভেসে এলো আকাশে, একঝাঁক বুনো হাঁস পথ হারালো
একা একা বসে আছি জানালা পাশে, সে-কি আসে আমি যারে বেসেছি ভালো..."

এই গানটাই সেরা মনে লয়, বিমা কি কও ?

১৬ ই মে, ২০০৮ সকাল ৮:০৩

বিষাক্ত মানুষ বলেছেন: ভূপেনের এই গানটা আমার অন্যতম প্রিয় গান..
.. এলোমেলো হাওয়া চোখে স্বপ্ন আনে ... শরমে রাঙে মন কেন কে জানে!
ভালোবেসে চুপিচুপি দিয়ে সে দোলা .. এক মুঠো অনুরাগে মন ভরালো

২২| ১৬ ই মে, ২০০৮ সকাল ৭:৫৮

রেটিং বলেছেন: বহু আগে , যহন এক্কেবারে পিচ্চি ছিলাম, বাংলাদেশে আইছিল ভূপেন। টিভি তে একটা প্রোগ্রাম দেখাইছিল। আমরা ঘরের সবাই চুপ হয়ে বসে ছিলাম। আমাদের একটা ক্যাসেট ছিল যেটাতে টিভি থেকে গান রেকর্ডিং করতাম। ভাইয়া তাড়াতাড়ি ঐটা নিয়ে চলে এসেছিল। তারপর প্রায়ই আমরা সবাই মিলে ঐ প্রোগ্রামটা শুনতাম। এতগুলো গানের মাঝে আমার সবচেয়ে প্রিয় গান এই শরৎ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে......................।

১৬ ই মে, ২০০৮ সকাল ৮:০৫

বিষাক্ত মানুষ বলেছেন: অনুষ্ঠান টা আমিও দেখসিলাম .. অ---নে---ক পিচ্চিকালের কাহিনী .. তখন সাদাকালো টিভি ছিলো । এই গানটা দেখাইসিলো মনে আছে ,,, আরেকটা গান ছিলো ঐ অনুষ্ঠানে .. "আমায় ভুল বুঝিস নাই .. রে মাইয়া ভুল বুঝিস নাই " ... মনে পড়ে গানটা !!

২৩| ১৬ ই মে, ২০০৮ সকাল ৮:০২

রাশেদ বলেছেন: আমার স্মৃতিশক্তি মনে হয় গোল্ডফিসের লাহান! :(

১৬ ই মে, ২০০৮ সকাল ৮:০৬

বিষাক্ত মানুষ বলেছেন: তাইতো দেখতাসি .. বিড়ি ধরা বেটা .. মাথা খুলবো :D

২৪| ১৬ ই মে, ২০০৮ সকাল ৮:০৯

রাশেদ বলেছেন: আইচ্ছা ধরাইলাম। :D :D

১৬ ই মে, ২০০৮ সকাল ৮:১৩

বিষাক্ত মানুষ বলেছেন: আমার বিড়ি শ্যাষ :(

২৫| ১৬ ই মে, ২০০৮ সকাল ৮:১০

রেটিং বলেছেন: আমগ একটা সাদাকালো নেশনাল টিভি ছিল, যেইটার জন্য আমার কত গর্ব। আমার ছোটকালে ফ্রেন্ডদের কে নিয়ে আসতাম ঘরে, কার্টুন দেখার জন্য। দেখআ যেত ডেইলি ১০-১৫ টা পিচ্ছি থাকত কার্টুন দেখার জন্য। ঘরে আর জায়গা থাকত না। ঘরের জানালাটাও খুলে দিতে হত। ঐখানেও এক গাদা ছেলে পেলে ঝুলে ঝুলে কার্টুন দেখত।

১৬ ই মে, ২০০৮ সকাল ৮:১৫

বিষাক্ত মানুষ বলেছেন: আমারও সেইম কাহিনী ... সাদা-কালো ন্যাশনাল টিভি ছিলো । আমাদের টিভিটা অবশ্য এখনো ঠিক আছে .. যত্ন করে তুলে রাখা আছে ।

২৬| ১৬ ই মে, ২০০৮ সকাল ৮:১৫

রাশেদ বলেছেন: হা হা!

যাইগা।

ঠা ঠা!

১৬ ই মে, ২০০৮ সকাল ৮:২১

বিষাক্ত মানুষ বলেছেন: ঠা ঠা ... কুবিতা ছাড়তারি এট্টুপর .. লেখতাসি এখন :D
(পুরাই জাত কুবি হৈয়া গেলাম)

২৭| ১৬ ই মে, ২০০৮ সকাল ৮:২৩

রেটিং বলেছেন: আমগটা আর নাই। ঐটা কারে যানি দিয়ে দাওয়া হইছিল। ওহ মনে পড়ছে আমার এক খালারে। তার টিভি ছিল না। শনছি ঐটা নাকি নস্ট হইয়া গেছে। থান্ডারক্যাটস দেখবার মন চাইতাছএ ;(

২৮| ১৬ ই মে, ২০০৮ রাত ১১:৫৫

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ধুরো মিয়া... আমাগো আমলে পুরা মহল্লায় এক পিচ টিভি আছিল... ওইটায় আমরা টারজান দেক্তে যাইতাম :( পুরা ঘড় ভৈরা যাইত.. পুলাপাইনে... :( ... সে একটা সময় ছিল তখন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.