নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

♫ ♫ ♫ ♫ ♫ | psychovocxএটyahooডটcom

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

বিষাক্ত মানুষ

তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে

বিষাক্ত মানুষ › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহী ----- কাজী নজরুল ইসলাম

২৫ শে মে, ২০০৮ রাত ১২:২৭

বল বীর -

বল উন্নত মম শির

শির নেহারি আমারি নতশির ঐ শিখর হিমাদ্রির !

বল বীর-

বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি

চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি

ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া

খোদার আসন আরশ ছেদিয়া

উঠিয়াছে চির-বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর !

মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটিকা দীপ্ত জয়শ্রীর

বল বীর -

আমি চির-উন্নত শির !



আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস

মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস ।

আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বির

আমি দূর্বার

আমি ভেঙে করি সব চুরমার

আমি অনিয়ম উশৃঙ্খল

আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল

আমি মানি না কো কোন আইন

আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম, ভাসমান মাইন

আমি ধুর্জ্জটী, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর!

আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সূত বিশ্ব-বিধাত্রীর!

বল বীর -

চির-উন্নত মম শির !



আমি ঝণ্ঝা, আমি ঘূর্নি

আমি পথ-সমুখে যাহা পাই যাই চুর্নি

আমি নৃত্য-পাগল ছন্দ

আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ

আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল

আমি চল-চঞ্চল, ঠ'মকি ছ'মকি

পথে যেতে যেতে চকিতে চমকি

ফিং দিয়া দিই তিন দোল

আমি চপলা চপল হিন্দোল

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা

করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা

আমি উন্মাদ আমি ঝঞ্ঝা

আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর

আমি শাসন-ত্রাসন সংহার আমি উষ্ণ চির-অধীর

বল বীর-

আমি চির-উন্নত শির !



আমি চির-দুরন্ত দূর্মদ

আমি দূর্দম, মম প্রানের পেয়ালা হর্দম হ্যায় হর্দম ভরপুর মদ



আমি হোম-শিখা, আমি সাগ্নিক জমদগ্নি

আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি

আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান

আমি অবসান, নিশাবসান

আমি ইন্দ্রানী-সূত হাতে চাঁদ ভালে সূর্য

মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণ তুর্য



আমি কৃষ্ণ-কণ্ঠ, মন্থন-বিষ পিয়া ব্যথা-বারিধির

আমি ব্যোমকেশ, ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর

বল বীর-

চির-উন্নত মম শির !



আমি সন্ন্যাসী, সুর সৈনিক

আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক

আমি বেদুইন, আমি চেঙ্গিস

আমি আপনারে ছাড়া করিনা কাহারে কুর্ণিশ

আমি বজ্র, আমি ঈশান-বিষানে ওঙ্কার

আমি ইস্রাফিলের শিঙ্গার মহা হুঙ্কার

আমি পিনাক-পাণির ডমুর শিত্রুল, যমরাজের দন্ড

আমি চক্র ও মহা শঙ্খ, আমি প্রণব-নাদ প্রচন্ড

আমি ক্ষ্যাপা দূর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য

আমি দাবানল-দাহ, দাহন করিব বিশ্ব

আমি প্রান খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি-বৈরী মহাত্রাস

আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস

আমি কভূ প্রশান্ত, কভূ অশান্ত দারুন স্বেচ্ছাচারী

আমি অরুন খুনের তরুন, আমি বিধির দর্পহারী

আমি প্রভঞ্জনের উচ্ছাস, আমি বারিধির মহাকল্লোল

আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল

আমি উচ্ছল জল-ছল-ছল, চল উর্মির হিন্দোল-দোল



আমি বন্ধনহারা কুমারীর বেণী, তন্বী-নয়নে বহ্নি

আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি

আমি উন্মন মন উদাসীর

আমি বিধবার বুকে ক্রন্দন-শ্বাস, হা-হুতাস আমি হুতাসীর



আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের

আমি অবমানিতের মরম-বেদনা, বিষ-জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের

আমি অভিমানী চির-ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড়

চিত চুম্বন-চোর-কম্পন আমি থর-থর-থর প্রথম পরশ কুমারীর

আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষন

আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাঁকন চুড়ির কন কন

আমি চির-শিশু, চির-কিশোর

আমি যৌবন-ভীতু পল্লীবালার আঁচর কাঁচলি নিচোর

আমি উত্তর-বায়ু মলয়-অনিল উদাস পূরবী হাওয়া

আমি পথিক কবির গভীর রাগিনী, বেণু বিনে গান গাওয়া

আমি আকুল নিদাঘ-তিয়াসা, আমি রৌদ্র-রুদ্র রবি

আমি মরু-নির্ঝর ঝর-ঝর, আমি শ্যামলিমা ছায়া-ছবি

আমি তুরিয়ানন্দে ছুটে চলি, একি উন্মাদ আমি উন্মাদ

আমি সাহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ



আমি উত্থান, আমি পতন, আমি অচেতন-চিতে চেতন

আমি বিশ্বতোরণে বৈজয়ন্তী, মানব-বিজয়-কেতন

ছুটি ঝড়ের মতন করতালি দিয়া

স্বর্গ মর্ত্য-করতলে

তাজী বোর্রাক আর উচ্চৈঃশ্রবা বাহন আমার

হিম্মত-হ্রেষা হেঁকে চলে



আমি বসুধা-বক্ষে আগ্নিয়াদ্রি, বাড়ব-বহ্নি, কালানল

আমি পাতালে মাতাল অগ্নি-পাথার-কলরোল-কল-কোলাহল

আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ

আমি ত্রাস সঞ্চারি ভূবনে সহসা সঞ্চারি ভুমকিম্প



ধরি বাসুকির ফণা জাপটি

ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি



আমি দেব-শিশু, আমি চঞ্চল

আমি ধৃষ্ঠ, আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল



আমি অর্ফিয়াসের বাঁশরী

মহা-সিন্ধু উতলা ঘুমঘুম

ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিঝ্ঝুম

মম বাঁশরীর তানে পাশরি

আমি শ্যামের হাতের বাঁশরী

আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া

ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া

আমি বিদ্রোহ-বাহী নিখিল আখিল ব্যাপিয়া



আমি শ্রাবন-প্লাবন-বন্যা

কভূ ধরনীরে করি বরনীয়া, কভূ বিপুল ধ্বংস ধন্যা

আমি ছিনিয়া আনিব বিষ্ণু-বক্ষ হইতে যুগল কন্যা

আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি

আমি ধূমকেতু-জ্বালা, বিষধর কাল-ফণী

আমি ছিন্নমস্তা চন্ডী, আমি রণদা সর্বনাশী

আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি



আমি মৃন্ময়, আমি চিন্ময়





আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়

আমি মানব দানব দেবতার ভয়

বিশ্বের আমি চির দূর্জয়

জগদীশ্বর-ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য

আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ-পাতাল মর্ত্য

আমি উন্মাদ, আমি উন্মাদ

আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ



আমি পরশুরামের কঠোর কুঠার

নিঃক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার

আমি হল বলরাম স্কন্ধে

আমি উপড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে



মহা-বিদ্রোহী রণ-ক্লান্ত

আমি সেইদিন হব শান্ত



যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না

অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না

বিদ্রোহী রণক্লান্ত

আমি সেই দিন হব শান্ত



আমি বিদ্রোহী ভৃগু, ভগবান-বুকে এঁকে দিই পদ-চিহ্ন

আমি স্রষ্টা-সুদন, শোক-তাপ-হানা খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন

আমি বিদ্রোহী ভৃগু, ভগবান-বুকে এঁকে দিব পদ-চিহ্ন

আমি খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন



আমি চির-বিদ্রোহী বীর--

বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির !



--------------------------------------------------------------------[ অগ্নি-বীনা ]



জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে দেয়া হলো



বিদ্রোহী --- সব্যসাচী



বিদ্রোহী --(ডিজে ভার্সন)



বিদ্রোহী - (দু'নম্বর ট্র্যাকটা রিয়েল প্লেয়ার দিয়ে ওপেন করতে হবে)



* অসংখ্য বানান ভুল খাকতে পারে । এত বড় লিখা জীবনে এই প্রথম লিখলাম । শুনে শুনে শব্দগুলো ধরতে অনেক কষ্ট হয়েছে , আমার এই কষ্টটা প্রিয় দুখু মিয়াকে উৎসর্গ করলাম ।



* ডিজে ভার্সন অডিও ফাইলটা কষ্ট করে মেইল করে পাঠাবার জন্য ব্লগার "তারার হাসি" কে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ

মন্তব্য ৯১ টি রেটিং +৩৫/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০০৮ রাত ১২:৩৪

সারওয়ারচৌধুরী বলেছেন:

+

২৫ শে মে, ২০০৮ রাত ১২:৫৮

বিষাক্ত মানুষ বলেছেন: ধন্যবাদ ।

২| ২৫ শে মে, ২০০৮ রাত ১২:৩৪

একরামুল হক শামীম বলেছেন: আমার প্রিয় একটা কবিতা। ধন্যবাদ বিমা গুরু।

২৫ শে মে, ২০০৮ রাত ১২:৫৮

বিষাক্ত মানুষ বলেছেন: তোমাকেও ধন্যবাদ বৎস

৩| ২৫ শে মে, ২০০৮ রাত ১২:৩৬

রন্টি চৌধুরী বলেছেন: কবিতা,আবৃত্তি সহ পোষ্ট করার চিন্তা করছিলাম গত কদিন। আপনি এক্ষেত্রেও অগ্রযাত্রায় আছেন। ধন্যবাদ।

তবে প্রথম লিংকরে হাস্যকর কৃত্রিম আবৃত্তিটা সরিয়ে দেন।
দ্বিতীয়টা ও তেমন ভাল নয়। এদের আবৃত্তি শুনে মনে হয়েছে এরা কবিতাটার ভেতরে একেবারেই ঢুকতে পারেনি। দ্বিতীয়টা তো মনে হয় ড্রিংক করে আবৃত্তি করেছে। শীর কে বলছে শীরে..

খুজে দেখুন গোলাম মোস্তফার করা বিদ্রোহী পান কিনা।

২৫ শে মে, ২০০৮ রাত ১২:৪৪

বিষাক্ত মানুষ বলেছেন: খুঁজছি ... গোলাম মোস্তফার আবৃত্তিটা শুনেছিলাম । মারাত্মক

৪| ২৫ শে মে, ২০০৮ রাত ১২:৩৭

জাহান৮২ বলেছেন: ধন্যবাদ।

২৫ শে মে, ২০০৮ রাত ১২:৫৯

বিষাক্ত মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৫| ২৫ শে মে, ২০০৮ রাত ১২:৩৮

নামহীন মানব বলেছেন: প্লাস। খুবই প্রিয় কবিতা।

২৫ শে মে, ২০০৮ রাত ১২:৫৯

বিষাক্ত মানুষ বলেছেন: ধন্যবাদ

৬| ২৫ শে মে, ২০০৮ রাত ১২:৩৯

রন্টি চৌধুরী বলেছেন: সব্যসাচীর টা দিতে পারেন। Click This Link

প্লীজ ওই দুটি সরিয়ে দেন।
এমন একটি কবিতার এমন লাইন ছাড়া আবৃত্তি ভাল লাগে না।

২৫ শে মে, ২০০৮ রাত ১২:৪৫

বিষাক্ত মানুষ বলেছেন: রন্টি ..লিংকতো কাজ করছে না ।

৭| ২৫ শে মে, ২০০৮ রাত ১২:৪২

অ্যামাটার বলেছেন: অনেক ধন্যবাদ বিমা;
সত্যিই চির অম্লান এক অনুভূতি,
সব্যসাচীর কন্ঠে একবার শুনলে মরা কাপুরুশেচিত রক্ত-ও টগবগিয়ে ওঠে...

২৫ শে মে, ২০০৮ রাত ১:০০

বিষাক্ত মানুষ বলেছেন: আমার কাছে গোলাম মোস্তফারটা আরো বেশী ভালো লেগেছিলো । ওটা কোথাও পাচ্ছিনা ।

৮| ২৫ শে মে, ২০০৮ রাত ১২:৪৩

প্রবাস কন্ঠ বলেছেন: প্রিয়তে রাখলাম +

৯| ২৫ শে মে, ২০০৮ রাত ১২:৪৩

রাতমজুর বলেছেন:
বিমা'দা, গরীবের ভাত না মারলে কি হয় না? যাউক গা, পিলাচ।

২৫ শে মে, ২০০৮ রাত ১:০১

বিষাক্ত মানুষ বলেছেন: কিভাবে !! কবিতাটা আপ্নার পোস্ট করার ইচ্ছা ছিলো?

১০| ২৫ শে মে, ২০০৮ রাত ১২:৫১

চিটি (হামিদা রহমান) বলেছেন: চমৎকার একটি কাজ করেছেন..............সকালে এই কবিতার অবৃত্তি শুনছিলাম....................এক্ষেত্রে আপনি অগ্রগামী ।


অবৃত্তির ভালো কোনো লিংক পেলে কবিতাটা শুনতে আরো ভালো লাগতো।
ধন্যবাদ ।

২৫ শে মে, ২০০৮ রাত ১:০৩

বিষাক্ত মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
গোলাম মোস্তফারটা পাচ্ছি না ।

১১| ২৫ শে মে, ২০০৮ রাত ১২:৫৬

এস্কিমো বলেছেন: যথাসময়ে পোস্ট - ধন্যবাদ।

২৫ শে মে, ২০০৮ রাত ১:০৪

বিষাক্ত মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ দাদা ।

১২| ২৫ শে মে, ২০০৮ রাত ১:০১

চিটি (হামিদা রহমান) বলেছেন: Click This Link

এইটা দেখতে পারেন।

২৫ শে মে, ২০০৮ রাত ১:০৫

বিষাক্ত মানুষ বলেছেন: আপনাকে আবারো ধন্যবাদ । শুনলাম , ভালোই । কেউ বাসায় রেকর্ড করেছে মনে হচ্ছে।

১৩| ২৫ শে মে, ২০০৮ রাত ১:০৬

রন্টি চৌধুরী বলেছেন: Click This Link)---Sabyasachi

এইটা সব্যসাচীর

২৫ শে মে, ২০০৮ রাত ১:০৯

বিষাক্ত মানুষ বলেছেন: দিয়ে দিসি এটা আগেই ।

১৪| ২৫ শে মে, ২০০৮ রাত ১:০৯

চিটি (হামিদা রহমান) বলেছেন: ধন্যবাদ @ রন্টি চৌধুরী

সব্যসাচীর কন্ঠে ছাড়া এ কবিতা কারো কন্ঠে মানায় না।
শুভেচ্ছা আপনাকে।

১৫| ২৫ শে মে, ২০০৮ রাত ১:১২

রন্টি চৌধুরী বলেছেন: ভাইরে! সব্যসাচীরটা যখন দিছেন। তাহলে বাকী দুটা কেটে দেন। অথবা সব্যসাচীরটা সবার আগে দিয়ে বাকীগুলো পরে দেন। প্রথম লিংকটার বিদ্রোহী শুনে আমার বসে কাদতে ইচ্ছে হচ্ছে। কবিতায় কোন স্যাকরিফাইস করতে পারি না।

২৫ শে মে, ২০০৮ রাত ১:১৩

বিষাক্ত মানুষ বলেছেন: হা হা হা ,,, ঠিক আছে ।

১৬| ২৫ শে মে, ২০০৮ রাত ১:১৩

রন্টি চৌধুরী বলেছেন: গোলাম মোস্তফা সন্দেহাতীত ভাবে এই গ্রহের সেরা আবৃত্তিকার।

১৭| ২৫ শে মে, ২০০৮ রাত ১:১৮

রন্টি চৌধুরী বলেছেন: ভাইরে। গত দশদিন ধরে ভাবছিলাম নিচের এই কবিতাটি পোষ্ট করব। কিন্তু গল্পের কারনে করতে পারি নি।

আমার অনেক প্রিয় একটা আবৃত্তির একটা কবিতা। যতবার এটা আবৃত্তি করতে গেছি, ততবার একটি কেলেংকারী ঘটিয়েছি আমি। বেশীরভাগ ক্ষেত্রেই স্টেজ সুদ্ধ মানুষের সামনেও। এমনই একটি কবিতা। যেটা আবৃত্তি করলে নিজেকে নিয়ন্ত্রন করা যায় না। আর এটা গোলাম মোস্তফা কন্ঠে শুনলে একেবারেই তা অসম্ভব।

ভাই। সময় বুঝে এটা পোষ্ট করে দাও। প্লীজ।

২৫ শে মে, ২০০৮ রাত ১:২২

বিষাক্ত মানুষ বলেছেন: আমি কেন !! আচ্ছা .. ঠিক আছে দিবো

১৮| ২৫ শে মে, ২০০৮ রাত ১:১৮

রন্টি চৌধুরী বলেছেন: Click This Link

১৯| ২৫ শে মে, ২০০৮ রাত ১:৩০

হনলুলু বলেছেন: বহুত প্রিয় কবিতা.......... :)

বিমাভাই কেমন আছেন .... :#)

২৫ শে মে, ২০০৮ রাত ১:৩২

বিষাক্ত মানুষ বলেছেন: ভালো । তোমার দিনকাল কেমন ? চাপ কমছে নাকি !!

২০| ২৫ শে মে, ২০০৮ রাত ১:৩১

তারার হাসি বলেছেন: কষ্ট করলে কেষ্ট মিলে ।
অনেক ধন্যবাদ।

২৫ শে মে, ২০০৮ রাত ১:৩৪

বিষাক্ত মানুষ বলেছেন: তোমাকেও ধন্যবাদ তারাপু ।

২১| ২৫ শে মে, ২০০৮ রাত ১:৪০

হনলুলু বলেছেন: আজকে ছুটি, কালকে ছুটি ........ হাল্কা লাগতেছে ...... :)

২৫ শে মে, ২০০৮ রাত ১:৪১

বিষাক্ত মানুষ বলেছেন: গুড গুড ।। :)

২২| ২৫ শে মে, ২০০৮ রাত ১:৪১

হমপগ্র বলেছেন: আহ! কী সুন্দর।

আজকের কবিদের তো আলো আধার ছাড়া কথাই নাই!

ধন্যবাদ বিমা!

২৫ শে মে, ২০০৮ রাত ১:৫১

বিষাক্ত মানুষ বলেছেন: ইমরোজ , খবর কি !! একদমই দেখি না ।

২৩| ২৫ শে মে, ২০০৮ রাত ১:৫৮

তারার হাসি বলেছেন: রন্টি বলেছেন ,২য় জন ড্রিঙ্ক করে আবৃত্তি করেছে।
:-(

২৫ শে মে, ২০০৮ রাত ২:১৭

বিষাক্ত মানুষ বলেছেন: রন্টি তৃতীয় লিংকটার কথা বলেছে । তখন ওটা দ্বিতীয় নাম্বারে ছিলো । পরে আরেকটা লিংক (প্রথমটা) যোগ করা হয়েছে । :)
আমার কাছেও আবৃত্তিগুলো খুব একটা ভালো লাগে নাই । গোলাম মোস্তফার আবৃত্তি করা বিদ্রোহী আজও কানে বাজে ।

২৪| ২৫ শে মে, ২০০৮ রাত ২:২০

হ্যারি সেলডন বলেছেন: বিমা, কিরে, গান ছেড়ে কোবতে? তাও আবার মারদাংগা মার্কা বিদ্রোহী কোবতে?? সব ঠিকাছে তো?

২৫ শে মে, ২০০৮ রাত ২:২৪

বিষাক্ত মানুষ বলেছেন: মহা-বিদ্রোহী রণ-ক্লান্ত
আমি সেইদিন হব শান্ত

২৫| ২৫ শে মে, ২০০৮ রাত ২:২৫

হ্যারি সেলডন বলেছেন: আমি বুঝেছি বিয়া না করলে শান্ত হবানা! আমিও বিদ্রোহ ঘোষণা করলাম। বিয়ে না করা পর্যন্ত শান্ত হবনা!!

২৫ শে মে, ২০০৮ রাত ২:৩৭

বিষাক্ত মানুষ বলেছেন: আমার কাহিনী সেটা না । তবে তুমি যে বিয়ার জন্য অস্তির হইয়া আছো এইটা বোঝা যায়।

২৬| ২৫ শে মে, ২০০৮ ভোর ৫:৫৬

রাশেদ বলেছেন: থ্যাঙ্কস তোমারে।

২৫ শে মে, ২০০৮ ভোর ৫:৫৮

বিষাক্ত মানুষ বলেছেন: এইটা লিখা আমার এখনো আঙ্গুল ব্যথা করতাসে । তয় .. লিখতে গিয়া অনেকটুকুই মুখস্থ হইয়া গেছে । :P

২৭| ২৫ শে মে, ২০০৮ ভোর ৬:০১

রাশেদ বলেছেন: হা হা! তাইলে তো ভালই।

২৫ শে মে, ২০০৮ ভোর ৬:১১

বিষাক্ত মানুষ বলেছেন: :D

২৮| ২৫ শে মে, ২০০৮ সকাল ৯:৩৯

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ভালো বস

২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৪২

বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু

২৯| ২৫ শে মে, ২০০৮ দুপুর ১২:২৪

চিকনমিয়া বলেছেন: শইল্লে জোস আইচে এইডা পইড়া:)

২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৪৩

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম... সেরকমই হবার কথা

৩০| ২৫ শে মে, ২০০৮ দুপুর ১২:২৮

দূরন্ত বলেছেন: এই কবিতাটা দিয়া কঠিন একখান কাজ করছেন। ভালো লাগলো।

২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৪১

বিষাক্ত মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩১| ২৫ শে মে, ২০০৮ দুপুর ২:০৮

তাবাসসুম মুনিরা বলেছেন: ভালোই তো।

২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৪১

বিষাক্ত মানুষ বলেছেন: কোনটা !

৩২| ২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৩৭

আউলা বলেছেন: কেমন আছেন ভাইয়া?

২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৪০

বিষাক্ত মানুষ বলেছেন: ভালো আছি আপা

৩৩| ২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৩৮

আউলা বলেছেন: ভাইয়া আপনি এখন আর গানের পোস্ট দেন না ক্যানো? :(

২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৪০

বিষাক্ত মানুষ বলেছেন: দিবো দিবো

৩৪| ২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৪২

আউলা বলেছেন: ভাইয়া আপনাকে একবার একটা গান রিকোয়েস্ট করেছিলাম পোস্ট করতে আপনি বোধহয় ভুলে গেছেন :(

২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৪৪

বিষাক্ত মানুষ বলেছেন: আসলেই ভুলে গেছি । কোনটা ??

৩৫| ২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৪৭

আউলা বলেছেন: থাক তাহলে আর লাগবে না :(

২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৫০

বিষাক্ত মানুষ বলেছেন: মন খারাপ করবেন না । বোঝেনই তো ব্যস্ত মানুষ .... আবার মনে করিয়ে দিন । আপনি লাস্ট একটা রবি বাবুর গানের রিকোয়েস্ট করেছিলেন যতদুর মনে পরে ... সেটা তো দেয়া হয়েছে ।

৩৬| ২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৫৩

আউলা বলেছেন: গানটা ছিল সলিমুল্লাহ তমালের /:)

২৫ শে মে, ২০০৮ বিকাল ৩:৫৭

বিষাক্ত মানুষ বলেছেন: এই প্রথম নাম শুনলাম /:)

৩৭| ২৫ শে মে, ২০০৮ বিকাল ৪:৫০

সিক্স স্ট্রিং বলেছেন: +দিলাম

৩৮| ২৫ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৮

সিক্স স্ট্রিং বলেছেন: ভাইয়া আপনার সাথে আমার অনেক দিন কথা হয় না, কেমন যাচ্ছে দিনকাল? কবিতা লিখার চেষ্টা করি , কিন্তু পারি না।ভাল থাকেন :)

২৫ শে মে, ২০০৮ বিকাল ৫:০০

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম .. অনেক দিন পর দেখলাম । আমার দিনকাল ভালোই যাচ্ছে ।
কবিটা যতটুকু লিখেন ততটুকুই দিয়ে দেন ।

৩৯| ২৫ শে মে, ২০০৮ বিকাল ৫:১১

েজবীন বলেছেন: দারুন এক্খান কবিতা.....:)

২৫ শে মে, ২০০৮ বিকাল ৫:১৮

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম... রক্ত গরম করা ।

৪০| ২৫ শে মে, ২০০৮ বিকাল ৫:২১

নাদান বলেছেন: হায় হায় করছিস কি!! এত বড় একটা টাইপ করলি কি করে!! আমার বছর খানেক লাগতো। তবে একটা কাজের কাজ হইছে। সগ্রহে রাখার মত একটা জিনিষ।

২৫ শে মে, ২০০৮ বিকাল ৫:৩৪

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম.... কাল সারা দুপুর বসে বসে এটা লিখসি ।

৪১| ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪

রেটিং বলেছেন: কবিতাটা যতবার পারি, ততবারই নিজের মধ্যে একটা জোর খুজে পাই। আমি খুব কম কবিতা মুখস্থ পারি। তার মধ্যে এইটা একটা যার ফার্স্ট পেজটা আমি পারি। অদ্ভুত ভাল লাগে......তখন শুধু বলি

চির-উন্নত মম শির !

২৫ শে মে, ২০০৮ রাত ১০:৫৭

বিষাক্ত মানুষ বলেছেন: হুমমম....

৪২| ২৫ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫

রেটিং বলেছেন: স্টার বাটন ;)

২৬ শে মে, ২০০৮ রাত ৩:৫১

বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু ।

৪৩| ২৬ শে মে, ২০০৮ রাত ৩:৪৩

মুক্ত মানব বলেছেন: ভালো লাগলো, বিমা।
"মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণ তুর্য.."

২৬ শে মে, ২০০৮ রাত ৩:৫০

বিষাক্ত মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৪৪| ২৬ শে মে, ২০০৮ ভোর ৪:১১

রুবেল শাহ বলেছেন: +

২৬ শে মে, ২০০৮ সকাল ৭:৫৭

বিষাক্ত মানুষ বলেছেন: ধন্যবাদ

৪৫| ২৮ শে মে, ২০০৮ সকাল ৭:৪১

আলী আরাফাত শান্ত বলেছেন: দুর্দান্ত।:)

২৮ শে মে, ২০০৮ বিকাল ৩:৫৬

বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু দেকিল

৪৬| ০৬ ই জুন, ২০০৮ ভোর ৫:৫৭

দরদী নজরুল বলেছেন: +

০৬ ই জুন, ২০০৮ সকাল ৮:০২

বিষাক্ত মানুষ বলেছেন: ধন্যবাদ দরদী

৪৭| ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:১৮

সোনালী ডানার সঙ্খচিল... বলেছেন: হা হা.হা...আরে বিমা দা, আমি তো কপি মার্ছি বর্ণলামা ডট.কম থিক্যা

৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩১

বিষাক্ত মানুষ বলেছেন: ও আচ্ছা

৪৮| ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:২২

কুম্ভকর্ণ বলেছেন: বিমা এইটা কখন দিলা? প্রিয়তে হান্দাইলাম। খুব প্রিয় কোবতে। সারা দুনিয়ার কোবতেগুলো থেকে মাত্র ১০/১২ টা কোবতে বুঝি। ইহা তাহাদের মধ্যে ১টি!

৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩০

বিষাক্ত মানুষ বলেছেন: কেন !!! তোমার আগের পোষাকের কমেন্ট আছে তো !!
ভুইলা গেছো !! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.