![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতি পূরণ করতে কেন এলে
কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে
আমি যেসব কথা গিয়েছিলাম ভুলে
রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে
সে পাখি কে ডাকলে কেন নতুন পাখা মেলে
আমার যা কিছু আকাঙ্খা যা কিছু অনুভব
পাথর হয়ে বুকের মাঝে জমেছিলো সব
সেই পাথরচাপা ঝর্ণাকে আবার বললে কেন
সময় হলো নদী হয়ে যাবার
জানিনাতো কোন মরুতে রাখবে তারে ফেলে
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতি পুরন করতে কেন এলে
কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
* ব্লগার সহেলী কে উৎসর্গ করা হইলো ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৮
বিষাক্ত মানুষ বলেছেন: কেন ?
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৮
তারার হাসি বলেছেন:
আনলিমিটেড প্লাস !!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৩
বিষাক্ত মানুষ বলেছেন: মানে n সংখ্যক ? ... আবারো গনিতের কথা মনে পড়ে গেলো ... সবই শূন্য
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: এতক্ষন মান্নাদে শুনতে ছিলাম... তুমি পোস্টা্ইলা...
ভাল্লাগলো
থ্যাংকুশ
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৫
বিষাক্ত মানুষ বলেছেন: ঠিকাছে পাল্টা থ্যাংকু ...
ঘটনা তাইলে সত্য ! টুটুল চাচা এত রাইতে ব্লগায় !!! তারমানে বাসায় কেউ নাই ...
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১০
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ঘটনা পুরা সইত্ত
মান্নাদে'র এই গান্টা না্ই???
"সহেনা যাতনা তোমারি আশায় বসিয়া... "
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৩
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা নাই ... রবীবাবুর টা আছে
সহেনা যাতনা দিবস গুনিয়া গুনিয়া বিরলে
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৫
বিষাক্ত মানুষ বলেছেন: কলিম শরাফীর গাওয়া পাইলাম, দারুন
Click This Link
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১১
তামিম ইরফান বলেছেন: শুনছি
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৫
বিষাক্ত মানুষ বলেছেন: গুড । তামিমের লিসলিং বেশ ভালো ।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৬
তারার হাসি বলেছেন:
তাহলে প্রাইম সংখ্যার প্লাস।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: ঠিকাছে থ্যাংকু
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৭
গুপী গায়েন বলেছেন: বিমা এইটা লেখেন..
এই জীবনের বেশীটাই দুঃখ
তবু একটু সময়ের জন্য
যদি দুঃখ ভোলাতে পারে কোন গান
জানি সে গান আমার হবে ধন্য।
আমাকে একটি মেইল করবেন? আপনার মেইল এ্যাড্রেসটা পেলে ভাল লাগত।
[email protected]
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৬
বিষাক্ত মানুষ বলেছেন: আমার মেইল এড্রেস প্রফাইলে দেয়া আছে তো ।
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৮
শামীম রিয়াজ বলেছেন: বস আপানার কাসে মান্নাদের যদি এখনও আমাকে শুধু ভালো লাগে গান্টা আসে?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৭
বিষাক্ত মানুষ বলেছেন: খুঁজে দেখি । ওটা সুন্দর গান । চোরা চাহনীতে যদি দুর থেকে দেখ .. কাছে না আসো .. বেশ বেশ তাই বা মন্দ কি
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৮
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আরে মান্নাদের এরম কোন গান ই নাই
সম্ভবত এইটা হাবিব এর গান
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৯
বিষাক্ত মানুষ বলেছেন: মাথা পুরাই গেছে বউয়ের শোকে
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৬
একরামুল হক শামীম বলেছেন: বিমা গুরুর লাস্ট ৪ পোস্টের কম্বিনেশন দারুন
চিত্রা সিং > মান্না দে > চিত্রা সিং > মান্না দে
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩০
বিষাক্ত মানুষ বলেছেন: আরি ! তাইতো !
১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৯
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: বিমা বুড়া হৈয়া গেলরে .... শামীম
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩১
বিষাক্ত মানুষ বলেছেন: বয়স মাত্র বাও শেষ হইয়া তেও তে পড়লো .....
১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩০
শান্তির দেবদূত বলেছেন: জটিল গান ....... আহঃ , সেই সব দিনের কথা আর কি বলবো ......
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩২
বিষাক্ত মানুষ বলেছেন: আহারে .. সোনালী দিনগুলি
১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৩
গুপী গায়েন বলেছেন: কলিম শরাফীর গাওয়া " পথে পথে' গানটার লিঙ্ক হবে?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: Click This Link
১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৭
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: ও বিমা ভাই একটা গান অনেক দিন ধইরা খুজতেছি পাইনা।
মান্না দে এর কফি হাউজের ২ নম্বরের গান টা।
ওটা হচ্ছে coffe house (2).
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৫
বিষাক্ত মানুষ বলেছেন: আমি শুনি নাই । কফি হাউজ টু নামে মনে হয় শিরোনামহীনের একটা গান আছে ।
খুইজা দেখি পাই কিনা
১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৭
রাজর্ষী বলেছেন: সুন্দর গান। স্মৃতি জাগানিয়া।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৫
বিষাক্ত মানুষ বলেছেন: হু
১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২৩
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
চমৎকার গান
+++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৫
বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু
১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪৫
এরশাদ বাদশা বলেছেন: উৎসর্গপত্রের শানে নুযুল বর্ননা করা হউক!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৯
বিষাক্ত মানুষ বলেছেন: এই প্রথম উৎসর্গ করলাম মনে হয় !!
১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৭
এন এইচ আর বলেছেন: বিমা শুধু মন খারাপ করা গান দিলে হবে না কেন মন খারাপ তা ও দিতে হবে। এই গানটা আগে কখনো শুনিনি।
আমার যা কিছু আকাংখা যা কিছু অনুভব
পাথর হয়ে বুকের মাঝে জমেছিলো সব
এই অংশটায় বুকটা কেপে উঠল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২১
বিষাক্ত মানুষ বলেছেন: এই গান্টা রিকুষ ছিলো
১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:০৪
সুদীপ্ত বলেছেন: পিলাস।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০১
বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু
২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৩
অক্ষর বলেছেন: এইডা শুনি নাই
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০২
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা একটু আনকমন
২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০০
পান্থ বিহোস বলেছেন:
ভালো লাগলো। কমন...
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৩
বিষাক্ত মানুষ বলেছেন: ঠিকাছে
২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩০
জয়িতা বলেছেন: সেই পাথরচাপা ঝর্ণাকে আবার বললে কেন
সময় হলো নদী হয়ে যাবার
জানিনাতো কোন মরুতে রাখবে তারে ফেলে.................................
উফফফফফ!!!!!!!!!কি বলে যে ধন্যবাদ দেই তোমােক!!!সেই প্রিয় গানগুলি এতদিন পর আবার শুনছি।অবশ্যই+++++++++++++
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৪
বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু বেলী আফা
২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৪
মুকুল বলেছেন: হু ম ম
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৬
বিষাক্ত মানুষ বলেছেন: মুক্লা বইয়ের খবর কি ? এককপি সিগনেচার কইরা রাইখো .. আইসা নিমু
২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৬
ক-খ-গ বলেছেন: আপনেতো দেখি সংগীত ডাটাবেজ হয়ে গেলেন
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৭
বিষাক্ত মানুষ বলেছেন: আরে কয় কি ! আমি কিছুই জানি না ... মুখ্য সুখ্য মানুষ
২৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১২
বিষাক্ত আলো বলেছেন: *পূরণ
*খাঁচা
*আকাঙ্ক্ষা
সরি।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৫৮
বিষাক্ত মানুষ বলেছেন: সরি কেন !!!
কত কিছু জানার আছে এখনো । .... সে থাকলে আরো কতই না ভালো হতো !
হাওয়া শূন্যে হারায়
শূন্যে মিলায়
শুধুই শূন্যতা
২৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:০১
মমমম১২ বলেছেন: হুম বিষাক্ত আলো ঠিক বলছে।
আজকাল সব আমার পিতাজির পছন্দের গান আসছে।ছোটবেলায় এমন কোন দিন নাই মান্নাদের গান শুনি নাই।এখনো শুনি টাবে পিতাজির মত রোজ না।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২৩
বিষাক্ত মানুষ বলেছেন: এগুলো শুনতো ছোট দুই ফুপু । মা রবীন্দ্র । বাবা মুকেশ, মোহাম্মদ রফী। দাদী শচীন দেব বর্মন আর নজরুল ।
২৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:১১
মমমম১২ বলেছেন: হুমমমমমম, ডাকাতিয়া বাশিঁ আছে?
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:০৩
বিষাক্ত মানুষ বলেছেন: শচিন কর্তার ? থাকবে না কেন !
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:১৪
বিষাক্ত মানুষ বলেছেন: এই যে Click This Link
২৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:২০
মমমম১২ বলেছেন: ধন্যবাদ,বহুদিন পর শুনলাম।আনন্দিত।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৫
বিষাক্ত মানুষ বলেছেন: আমিও তাইলে আনন্দিত
২৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৫
নাজনীন খলিল বলেছেন:
কেমন আছো?
শুভেচ্ছা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৬
বিষাক্ত মানুষ বলেছেন: দৌড়ের উপর আছি
৩০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: পছন্দের গানের জন্য ধন্যবাদ
কেমন আছেন? ম্যালা দিন পর আসলাম। অনেক গান মিস করেছি।
ভালো থাকুন
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৬
বিষাক্ত মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ । ভালো নাই ... হাজার হাজার ঝামেলা একসাথে আসছে ।
৩১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
সহেলী বলেছেন: অসংখ্য ধন্যবাদ , দেরী করে দেখছি বলে নিজের উপর রাগ হচ্ছে ।
খুব খুব খু.......ব খুশী হলাম ।
এখন একটা প্রশ্নের সঠিক জবাবদিলে বুঝব গানটা ঠিক দিয়েছেন , নাহলে বুঝব ভুল , সেটা হল --ব্লগে গানের রাজা কে ?????
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৮
বিষাক্ত মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
গানের রাজা কে তাতো জানি না । দেখা হলে পরিচয় করায় দিয়েন পিলিজ
৩২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১২
শওকত হোসেন মাসুম বলেছেন: বিমা মান্নাদে শুনতাছো কেন? কাহিনী কি?
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৮
বিষাক্ত মানুষ বলেছেন: কাহিনী তো আপনে জানেনই ... বারবার জিজ্ঞাসা কইরা মরিচ ছিটাইতাছেন কেন !
৩৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৭
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: old is gold
+++++
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪৭
বিষাক্ত মানুষ বলেছেন: হু
৩৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৫৭
রাশেদ বলেছেন: এইটাও শুনি নাই!
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা মাইনা নিলাম ... ব্যপার না
৩৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৫১
নিহন বলেছেন: +
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩২
বিষাক্ত মানুষ বলেছেন: ধন্যবাদ নিহন
৩৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১২
মেহরাব শাহরিয়ার বলেছেন: কি দিলেন বিমা ভাই , কথাগুলো বুকে এসে বিধলো
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৩
বিষাক্ত মানুষ বলেছেন: সবারই দেখি এক অবস্থা !!!
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৬
গুপী গায়েন বলেছেন: বিমা র কি হইছে? মন খারাপ?