![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিধাতার মতো নির্ভয়, প্রকৃতির মতো সচ্ছল, বন্ধন-হীন, জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত শতদল!
কট্টর বাংলাদেশী হইবার সহীহ শুদ্ধ উপায়ঃ
১। শুরুটা জয় বাংলা বা বাংলাদেশ জিন্দাবাদ যেকোনটা দিয়াই হইবার পারে।
২। এরপর বিসমিল্লাহ এবং আল্লাহু আকবার ও জোরে শোরে নারায় তাকবীর বইলা, হেরও পরে মরলে শহীদ বাঁচলে গাজী বইলা হাঁক পাইড়া ইন্ডিয়ার দাদাগো লগে ভালোবাসাবাসি করবেন, উনাদের ফুট ফরমায়েস খাটবেন কমসে কম একবছর!
৩। এরপর দাদাগো মন জয় হইলে পরে হুদায়বিয়ার সন্ধির কথা বুঝাইয়া দিবেন জনগণেরে, মদিনা সনদের কথাও বুঝাইতে পারেন, তয় সেইখান থেইক্যা ইহুদী শব্দ কাইট্টা হিন্দু বসাইয়া দিবেন।
৪। এরপরই রহমত নাজিল হইবো, পদ্মার পানি ফারাক্কার উপরে দিয়া গড়াইয়া আইবো, সেই লগে আইবো রুপী, কোটি কোটি টাকা।
৫। তারপর হয় শাহবাগ, নয়তো বগুড়া কয়ডা ফাল পারবেন, জামাইত্যা গো গুষ্ঠি উদ্ধার করবেন, ব্যস হইয়া গেলেন কট্টর বাংলাদেশী।
৬। এমপি ইলেকশনে খাড়াইলেও মিস নাইক্যা, এক্কেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি, পাশ হইবেনই! গোয়েন্দা রিপোর্ট হইবো দ্বীনদার, সচ্চরিত্র, ফুলের মতো জান্নাতি নেতা! এই সার্টিফিকেট লইয়া আপনেরে ঠেকায় কে, নির্বাচন কমিশনের সাধ্য কি আপনের ঘিলু চেক করে? তাতেও অসুবিধা নাইক্যা,
৭। কয়েক লাইন কবিতা লিখবেন, কয়েকখান সুগদ্য, নইলে দু চারখান চলচ্চিত্র গবেষণা, রিভিউ আর্টিকেল, বা ব্লগ বা অণুকাব্য। আপনের রাজনীতি জ্ঞান নিয়া, যোগ্যতা নিয়া কোশ্চেন কইরা দাদাগো রোষানলে পড়বো, এরকম কইলজা কোন বাংলাদেশীর নাইক্কা।
৮। আর সবশেষে হইলো নিজের পায়ে খাড়ানির বিষয়, ধরেন যে মমতার দিলে রহম কইমা গেল হঠাৎ! ফারাক্কা গেল থামি। বিপদের সঞ্চয় হিসেবে একখান ই-কমার্স সাইট খুইলা রাখবেন, নিজের বাসাবড়ির পুরান মাল নিজেই বেইচা দিবেন এক নামে, কিনবেন আরেক নাম, ব্যস! আপনের আর কট্টর বাংলাদেশী হওনের পথে কোন বাঁধাই থাকিলো না।
জোরসে বলেন 'বাংলাদেশ জিন্দাবাদ', জয় বাংলা, খ্যাতা বালিশ সামলা!
©somewhere in net ltd.