নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

লাল মাটির মেয়ে

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৭

নদীর বুকে দেখেছিলাম তোকে,
হাঁসের সঙ্গে করছিলি জলকেলি
আমায় দেখে লজ্জা পেলি নাকি
পাথর ভাঙা লাল মাটির মেয়ে...

চাঁচর তো তোর রোজ রাতেই জ্বলে,
পোড়া আলু আর ফাগুন সেঁকা ধান
সেই আগুনেই পুড়লো রে চাঁদ
ইশারায় ডাকছে আমায় মাতাল মেয়ে ৷৷

হোলির দিনে পলাশ বনে দেখা,
কাঁঠালচাঁপা গাছের নিচে একা
"আমায় তুই একটু আবির দিবি?"
ডাগর চোখে বললো সেদিন মেয়ে ৷৷

আবির,আবির আরও আবির
তোর চোখেতে তৄষ্ণা নীবিড়
পলাশরা সব আসলো ধেয়ে
রাখাল রাজা জয় করেছে এলোকেশী মেয়ে ৷৷

তারপরে তো গপ্প সবার জানা,
খাঁচার পাখী ফিরলো খাঁচায়
বনের পাখী বনে
থাকলো পরে পলাশবনে
আবির রাঙা মেয়ে ৷৷

আজও আমি বসে আছি
তোমার পথ চেয়ে,
মেঠো পথে একলা হাঁটে
লাল মাটির মেয়ে ৷৷
আমার বুকে জমছে পাথর
হৄদয় ক্ষয়ে ক্ষয়ে
একলা বসে পাথর ভাঙে
লাল মাটির মেয়ে ৷৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৩

অমিত অমি বলেছেন: লাল পাহাড়ির দেশে চল
রাঙামাটির দেশে চল....

২| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২০

রিপি বলেছেন:
গানের লিরিকস হতে পারে। চমৎকার হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.