নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

নদীর শুদ্ধতা মেখে মানুষটা এখন যেকোনো দিকেই চলে যেতে পারে………….

২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪

ঢালু জমি বেয়ে যে মানুষটা উঠে আসছে
নদীটির কাছে তার শেষ চাওয়া চেয়ে
সে এখন যেকোনো দিকেই যেতে পারে .......

কবিতার কাছে প্রলাপ নিয়ে,
অন্তত একটা চেনা মানুষের মুখ আঁকবে বলে
হারিয়ে ফেলা রং তুলির কাছে
কিংবা ব্রাত্য বীজ নিয়ে আবার মাটির কাছে
কৃষিকাজের অনুভবে...

আমরা কেউ জানিনা মানুষটা সুন্দরতম অপেক্ষাগুলো কে
গুমোট বাতাসে কিভাবে উড়িয়েছিল বিষন্ন মুঠিতে!


জল থেকে মাটি থেকে নদীর শুদ্ধতা মেখে
মানুষটা এখন যেকোনো দিকেই চলে যেতে পারে………….

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৫

চিত্রনাট্য বলেছেন: :) :)

২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৩

ফেলুদার তোপসে বলেছেন: :)

২| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০০

মো: ইমরান আল হাদী বলেছেন: ভাল লাগলো, কবিকে অভিন্দন।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৫

জনৈক অচম ভুত বলেছেন: যাক তবে। যেকোনো দিকেই যাক।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৫

মহা সমন্বয় বলেছেন: পথ হারিয়ে আজ আমি দিশেহারা কোন দিকে যে যাই!!! #:-S
কবিতাটি ভাল হয়েছে। :)

৫| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

আহমেদ জী এস বলেছেন: ফেলুদার তোপসে ,




হ্যা........... নদীটির কাছে শেষ চাওয়া চেয়ে মানুষটি আর একটি নদীর খোঁজে যেতে পারে ।
একটি চেনা মানুষের মুখ আঁকবে বলে, তাকেই খুঁজে মরে বহুদিন ধরে ঘুরে ঘুরে, না খোঁজার ভান করে ।
কাঙ্খিত নদী আর মুখটি পেয়ে গেলে মানুষটা এখন সেদিকেই চলে যেতে পারে, যায় ও .............. +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.