![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল"
আইয়ুব বাচ্চুর সেই তুমি কেন এতো অচেনা হলে এই গানটি এখনো পর্যন্ত কতো জনপ্রিয় তা বলার অপেক্ষা রাখেনা। আচ্ছা তিনি গতকালের কনসার্টে এই গানটি কি এভাবে গেয়েছিলেন ?
সেই তোমরা কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাদের দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তোমরা
কিভাবে এতো বদলে গেছি এই আমরা
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চল হিন্দি গান গাই
তোমরা কেন বুঝোনা হিন্দি গান ছাড়া আমরা অসহায়
আমাদের সবটুকু ভালোবাসা এর রহমান একনকে ঘিরে
আমাদের অপরাধ ছিলো যতটুকু ভারতীয়দের কাছে
তোমরা ক্ষমা করে দিও আমাদের ।।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু গতকালের কনসার্ট এর আইয়ুব বাচ্চুর সেই কথা নিয়ে আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে যুক্তি। কনসার্টের বিজ্ঞাপনে দেখলাম শুধু এ.আর রহমান আর একনকে। বাংলাদেশের কারো ছবি পর্যন্ত নেই। কেন নেই জানেন ? কারণ হয়তো আয়োজকরা চায়নি বাংলাদেশী শিল্পীরা হাইলাইট হোক।
পৃথিবীর এমন কোন দেশ কি আছে যারা নিজেদের শিল্পীদের চেয়ে অন্যদেশের শিল্পীদের বেশি প্রাধান্য দেয় ? কোন সভ্য দেশের মানুষ অন্তত তা করবেনা।
একটি আন্তর্জাতিক মানের কনসার্টে যখন কোন দেশের শিল্পীরা অংশগ্রহণ করে তখন বুঝতে হবে সে সব শিল্পীর সে দেশটির প্রতিনিধিত্ব করছে ? নিজের দেশের আয়োজকরাই এবং নিজেদের দেশের মানুষরাই যদি নিজেদের শিল্পীদের অপমান করে তবে এই লজ্জা কার ?
মাইলসকে কেন পারফর্ম করতে দেওয়া হয়নি কে জানে ? আচ্ছা মাইলস এর একটা গানের সুর না ভারতীয়রা চুরি করেছিলো ? নগর বাউল জেমসের কি হইলো ? তিনি প্রোগ্রামে অংশগ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছেন কেন ? জেমসের কনসার্টের টিকেট বিক্রি হবেনা এই কথাও কি আমাকে বিশ্বাস করতে হবে ?
আয়োজকদের দোষ দিয়েই লাভ কি ? আসল দোষ তো আমাদের। আমরা কিভাবে ৭৫ হাজার টাকা দিয়ে এর রহমানের কনসার্ট দেখার জন্য টিকেট কিনি ?
আচ্ছা বাচ্চু কোন লেভেলের গিটারিস্ট আমরা কি জানি ? এই লেভেলের গিটারিস্ট এশিয়াতে কতজন রয়েছে? আমার জানা মতে এবি ইজ ওয়ান অফ দ্যা বেস্ট গিটারিস্ট অফ দ্যা ওয়ার্ল্ড।
আমাকে কি বিশ্বাস করতে হবে আইয়ুব বাচ্চু মাইলস কনসার্ট জমাতে পারেনা ? আমি কখনো বিশ্বাস করবোনা । কারণ চট্টগ্রামে জেমস, এবি , মাইলস এর অনেক কনসার্ট এর আমি সাক্ষী । যারা বলে এদের কনসার্ট জমানোর ক্ষমতা নেই তারা আসলে কনসার্ট কি বুঝেইনা । আমাদের মেডিকেলে এবি জেমস এল আর বি এর কনসার্ট হয়েছে। তাই এরা কনসার্ট জমাতে পারেনা এসব ফাউল আজগুবি কথা আমাকে বুজাইয়া লাভ নেই।
প্রায় ৫ ঘণ্টার কনসার্টে বাংলাদেশী শিল্পীরা মাত্র ১ ঘণ্টা আর ভারতীয়রা পুরা সময় জুড়ে গাইলো আবার সেই গানের সাথে নাচলো আমাদের তারুণ্য !! অথচ অত্যন্ত দুঃখ ভরা কণ্ঠে এবি কে বলতে হয়
আমাকে চিনেন তো ? আপনারা কষ্ট করে বাংলা গান শুনছেন এর জন্য আপনাদের ধন্যবাদ, এখন শুধু চোখ আর কান খোলা রেখে বাংলা গান শুনুন আর হাত তালি জমা রেখে দিন"
কত কষ্ট লুকিয়ে ছিলো এই কথার মধ্যে কে জানে ? আমরা কখন বুঝবো সীমানা রক্ষার চেয়ে নিজস্ব সংস্কৃতি রক্ষা করা অনেক কঠিন। যে দেশ আমাদের ন্যায্য পানি দিতে অস্বীকৃতি জানায় সে দেশটি ভাষার গানের তালে আমরা নাচি । যে ক্রিকেট নিয়ে গতকালের আয়োজন সে ক্রিকেটকেই ধ্বংস করার জন্যই তো উঠে পড়ে লেগেছে ইন্ডিয়া। এরাই তো বাংলাদেশের টেস্ট খেলার মর্যাদা নিয়ে নিতে চাচ্ছে। আমরা কি করে নিজেদের শিল্পীদের অপমান করে ওদের শিল্পীর গানের তালে তালে নেচেছি ?
অন্তত লাল সবুজের পবিত্র পতাকার দিকে তাকিয়ে কি আমরা আমাদের শিল্পীদের যথাযথ সম্মান জানাতে পারতামনা ?
যারা নিজেদের পরিচয় তুলে ধরতে লজ্জা পান তারা একদিনের দেশ প্রেম দেখানোর জন্য শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়ার দরকার কি ? যারা বাঙালি হিসেবে নিজেদের পরিচয় দিতে লজ্জা পান , বাংলাদেশের আইয়ুব বাচ্চুর গানে তালি দিতে লজ্জা পান করে তাদের কে অন্তত নৈতিক ভাবে বর্জন করার সময় এসেছে এখন। নতুবা অরা অচিরেই এই দেশের মানচিত্র, পতাকা ও লুকিয়ে ফেলার দুঃসাহস দেখাতে পারে !
পোস্টটি শেষ করি দূর্যোধন ভাইয়ার স্ট্যাটাস দিয়ে । " আইয়ুব বাচ্চুকে তালি না দেয়া উনি মন খারাপ করছেন , অভিমান করছেন । এখন আশা করতেছি চারদিক হতে ক্ষমা চাই - বার্তা শুরু হবে । বাংগালি ক্ষমা করতে ভালোবাসে , ক্ষমা চাইতে আরো ভালবাসে ।
কিন্তু কিভাবে এই সাংস্কৃতিক আগ্রাসনে মানুষ দেশীয় শিল্পীদের ভুইলা যায় - সেই আগ্রাসন ঠেকাইতে ভালোবাসে না । শাহরুখের কনসার্টে সরকারের মন্ত্রী মাটিতে বইসা পড়ে !
নাহ ! যেইখানে নিজের দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক এবং যোগ্য হইয়াও বাংলাদেশকেই কোয়ালিফাইং খেলতে হয় হংকং আরব আমিরাতের সাথে , সেইখানে আইয়ুব বাচ্চুর এই অপমান খুবই ছোট । চুড়ান্ত অপমানের ৯ কোর্সের ডিসের পর ডেসার্ট , মিষ্টিমুখ ।
শুধু আইয়ুব বাচ্চু , না - প্রিয় বাংলাদেশ, তোমার জন্য অনেক দুঃখ। বিচিত্র একদল লোকের হাতে তোমার আর তোমার সন্তানদের ভাগ্য।"
অনেকদিন কোন পোস্ট দেওয়া হয়না । অনেকের সাথেই কথা বলতে পারিনা। ব্যস্ততার জন্য প্রিয় সামহোয়্যার-ইনে সময় দিতে পারিনা তবে সবাইকে অনেক মিস করি। আপনারা যারা ব্লগে নিয়মিত লিখেন সবার জন্য অনেক অনেক শুভ কামনা। সামনে আমার এক্সাম । বুঝতেই পারছেন ব্লগে সময় দেওয়া কতোটা কষ্টকর হবে। তবে সময় পেলেই আপনাদের পোস্ট পড়ে আসবো । আমার জন্য দোয়া করবেন যেন এবার বি সি এস টা পাস করতে পারি।
স্বর্ণা কিউটিটাকে দেখছিনা কেন ? বাঘ মামা কই ?
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শুধু বাংলাদেশীদেরই এই দেশে থাকার অধিকার আছে ।
২| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:০১
ইমরাজ কবির মুন বলেছেন:
আমি বিথি'র সব কথার সাথে সবসময় একমত !
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি অযুক্তিকর কথা বললেও কি একমত হবেন ?
৩| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৫
সুমন কর বলেছেন: পৃথিবীর এমন কোন দেশ কি আছে যারা নিজেদের শিল্পীদের চেয়ে অন্যদেশের শিল্পীদের বেশি প্রাধান্য দেয় ? কোন সভ্য দেশের মানুষ অন্তত তা করবেনা।
আচ্ছা বাচ্চু কোন লেভেলের গিটারিস্ট আমরা কি জানি ? এই লেভেলের গিটারিস্ট এশিয়াতে কতজন রয়েছে? আমার জানা অতে এবি ইজ ওয়ান অফ দ্যা বেস্ট গিটারিস্ট অফ দ্যা ওয়ার্ল্ড।
আয়োজকদের দোষ দিয়েই লাভ কি ? আসল দোষ তো আমাদের। আমরা কিভাবে ৭৫ হাজার টাকা দিয়ে এর রহমানের কনসার্ট দেখার জন্য টিকেট কিনি ?
সহমত।
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ সুমনকর । ভালো থাকুন ।
৪| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সহমত
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ মাহুমুদুর রহমান সুজন । অনেক দিন পর কেমন আছেন ?
৫| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:১১
ইমরাজ কবির মুন বলেছেন:
ইয়েস
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অযুক্তিক কথার সাথে একমত হওয়ার কারণ কি ?
৬| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৫
পুরানো আমি বলেছেন: সেই তোমরা কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাদের দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তোমরা
কিভাবে এতো বদলে গেছি এই আমরা
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চল হিন্দি গান গাই
তোমরা কেন বুঝোনা হিন্দি গান ছাড়া আমরা অসহায়
আমাদের সবটুকু ভালোবাসা এর রহমান একনকে ঘিরে
আমাদের অপরাধ ছিলো যতটুকু ভারতীয়দের কাছে
তোমরা ক্ষমা করে দিও আমাদের ।
গানটা বস হয়েছে।
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ।
৭| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:২২
ইমরাজ কবির মুন বলেছেন:
বলবোনা ! :!>
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
৮| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৫
নিশাত তাসনিম বলেছেন: যারা নিজেদের পরিচয় তুলে ধরতে লজ্জা পান তারা একদিনের দেশ প্রেম দেখানোর জন্য শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়ার দরকার কি ? যারা বাঙালি হিসেবে নিজেদের পরিচয় দিতে লজ্জা পান , বাংলাদেশের আইয়ুব বাচ্চুর গানে তালি দিতে লজ্জা পান করে তাদের কে অন্তত নৈতিক ভাবে বর্জন করার সময় এসেছে এখন। নতুবা অরা অচিরেই এই দেশের মানচিত্র, পতাকা ও লুকিয়ে ফেলার দুঃসাহস দেখাতে পারে !
সহমত ।
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ নিশাত তাসনিম । ভালো থাকুন ।
৯| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৮
দি সুফি বলেছেন: বিসিবির ভাড়া করা ইভেন্ট অর্গানাইজারইতো ইন্ডিয়ান! তারা বাংলাদেশীদের সম্মান দিতে যাবে বলে মনে হয়?
আমার জন্য দোয়া করবেন যেন এবার বি সি এস টা পাস করতে পারি।
দুয়া করলাম, এইবার যেন পাশ করতে পারেন। আগে কয়বার ফেইল করছিলেন আল্লাহ মালুম!
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বাংলাদেশের কনসার্টে বাংলাদেশীদের সম্মান দিবে না !!
আমি গতবছর কোন রকম প্রিপারেশান ছাড়া দিয়েছিলাম । শুধুমাত্র অভিজ্ঞতার জন্য। একেবারে একদিনও পড়িনি । এবার একটু প্রিপারেশান নিচ্ছি ।
১০| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩০
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: তালি তুলে রাখুন, বাংলাদেশের জন্য তালির দরকার নেই : আইয়ুব বাচ্চু যখন কথা গুলো বলছিলেন তখন কিছু দর্শকদের দেখা গেলো হাসছেন। তখনো কিন্তু দর্শকদের উচিত ছিল সবাই মিলে তালি দিয়ে তার দুঃখ কমিয়ে দেয়া।
এলআরবি BAMBA থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি জানিনা ওখানে কি ধরণের দর্শক গিয়েছিলো । কিন্তু আমাদের এম এ আজিজ স্টেডিয়ামে যখন এল আর কনসার্ট হয় তখন কিন্তু অনেক মজা হয় । কনসার্ট ও অনেক জমে ।
এলআরবি BAMBA থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। এই লজ্জা কার ?
১১| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৭
রাতুল রেজা বলেছেন: আমি গিয়েছিলাম কনসার্টে। এ আর রহমান এর পারফর্মেন্স দেখার ইচ্ছে ছিল কিন্তু আরো বেশি ইচ্ছে ছিল মাইলস এর কনসার্ট দেখার। আমি মনে করি মাইলস চাঁদ তারা গান শুরু করলে এ আর রহমান কে আশে পাশে খুজেও পাওয়া যাবেনা, তার ওপর সম্পূর্ন শ্রদ্ধা রেখেই বললাম।
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মাইলস এর কনসার্ট জমেনা যারা বলে তারা কনসার্ট কি বুঝে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে । চট্টগ্রামে একসময় জুনুন আসছিলো। সি কনসার্ট এ মাইলস এল আর বি নগর বাউল ও ছিলো।
নগর বাউল আর এল আর বি বেশি জমিয়েছিলো কনসার্ট। মাইলস অল টাইম ফেভারিট ।
১২| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৮
বিখ্যাত লোক বলেছেন: আমরা আজ থেকে বাংলাদেশী নই, ফকন্নিরীতিয়
কি বলেন?
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
১৩| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫০
রাসেলহাসান বলেছেন: কিছুই বলার নাই।
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
১৪| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৬
এস বাসার বলেছেন: বাংগালী মানেই .......হয় ভারতপ্রেমী না হয় পাকি প্রেমী !!! শালার বাংলাপ্রেম কবেই মরে ভূত!!!
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমরা কখন বুঝতে শিখবো আমাদের একটি নিজস্ব পরিচয় আছে । আমরা বাংলাদেশী ?
১৫| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:০১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এআর রহমান আমারও প্রিয় শিল্পি। অনেক প্রিয় একজন শিল্পি। তার এটিটিউড, ব্যাক্তিত্ববোধ, নম্রতা সেই ভাল লাগাকে আরো বাড়িয়ে দিয়েছে। তেমনিভাবে, মাইলস, জেমস, আর আইয়ুব বাচ্চুর মত ব্যান্ড শিল্পি ভারতেও কম আছে। এদের প্রতিভাবেকে সম্মান না দেখাতে পাড়া সত্যিই দুর্ভাগ্যজনক। এদের মত কনসার্ট জমানো শিল্পি বাংলাদেশে অদুর ভবিষ্যতে আর আসবে কি না সন্দেহ আছে।
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: তিনি এই সময়ের একজন জনপ্রিয় , নিঃসন্দেহে তিনি ভালো গান করেন। তার দোষ দিয়ে কোন লাভ নেই । দোষ আমাদের আমরা নিজেদের শিল্পীদের সম্মান দিতে পারিনা। অথচ বাইরের শিল্পীদের সম্মান দেই ।
এই লজ্জা আমাদের । কারণ বাংলাদেশের শিল্পীরা ঐ কনসার্টে বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করেছ ।
১৬| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৪
মেঘপাখি আর বৃষ্টির গল্প বলেছেন: আবার ফেসবুক আর ব্লগ দেইখা মনে হইতাসে বাঙালির চেতনা জাইগা উঠসে....
বাঙালিরা আসলেই সিরিয়াস জাতি....!!!
কাল থেকেই আবার ইন্ডিয়ান চ্যানেল, পণ্য, গানের গুণগান গাওয়া শুরু হবে!!!!
বিনুদুন আর বিনুদুন বেফুক বিনুদিত আমি...
কম্পিউটারে বাজতাছে হিন্দি গান. আর কী বোর্ড দিয়া চেতনার ধোঁয়া তুলতাছি!!!! আজব সব আজব....
আসলে আমরা কবে বাংলাদেশী হবো?
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আসলে আমরা কবে বাংলাদেশী হবো?
১৭| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মাইলস কিন্তু তাদের পারফর্ম না করতে পারার জন্য বাচ্চু কে দোষে। এবং অভিযোগ ফেলনা ও নয়। সব ব্যান্ড দলের ১০ মিনিট বরাদ্দ ছিল, এল আর বি ৩০ মিনিট খেয়ে বাকি দুই দল (মাইলস এর মধ্যে একটা) এর সুযোগ নষ্ট করলো।
এ আর রহমানের মতো গুনী ব্যক্তির কনসার্ট সমর্থন করি। এবং এ আর রহমানের কনসার্টে দেশীয় শিল্পীরা আগে গান গাওয়াটাও দারুন কিছু। কিন্তু সেটা অন্য সময় হতে পারতো। বিসিবির কনসার্ট যাকে আবার টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দাবি করা হচ্ছে সেখানে একান্তই আমাদের সংস্কৃতি তুলে ধরা উচিত। নিজের খেয়ে কেন অন্যের সংস্কৃতিকে ছড়িয়ে দেয়া। কে বুঝাবে আমাদের বিজ্ঞদের।
এসব সুযোগে নিজেদের সংস্কৃতির শক্তিকে তুলে ধরা কেউই বোধ হয় মিস করতে চাইতোনা, কেবল আমরা ছাড়া।
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভাইয়া টোটাল কনসার্ট এর সময় ছিলো ৬ ঘণ্টা । আমার মতে বাংলাদেশীদের জন্য অন্তত ২ ঘণ্টা সময় রাখা উচিৎ ছিলো । মাইলস এর স্ট্যাটাসটা আমিও দেখছি। ১০ মিনিটে কি গান গাইবে ?
এ আর রহমান অবশ্যই ভালো সিঙ্গার । আমরা তাকে অবশ্যই সম্মান তবে আমাদের শিল্পীদের অপমান করে নয় ।
এসব সুযোগে নিজেদের সংস্কৃতির শক্তিকে তুলে ধরা কেউই বোধ হয় মিস করতে চাইতোনা, কেবল আমরা ছাড়া।
১৮| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
পৃথিবীর এমন কোন দেশ কি আছে যারা নিজেদের শিল্পীদের চেয়ে অন্যদেশের শিল্পীদের বেশি প্রাধান্য দেয়?
আছে।
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কোন দেশ ? :O
১৯| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৫
বেলা শেষে বলেছেন: তাসনুভা সাখাওয়াত বিথি Sister, India still had not understand what is Bangladesh or "Bengal" is!!! Today or tomorow this bengal will a lot of Problems for whole India....
Excuse me Sister- we have start to Dance with India- very soon they have to Dance with us- Looks like same but never will same!!!
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: India still had not understand what is Bangladesh or "Bengal" is!!! Today or tomorow this bengal will a lot of Problems for whole India....
how it is possible !!
২০| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:১২
উদাস কিশোর বলেছেন: আমাদের বাণিজ্য মেলায় মাইলস যা দিয়ে গেছে তা জীবনেও ভুলবো না । গতকাল খুব হতাস হয়েছি বাংলার মাটিতে ভারতীয় সংস্কৃতী তুলে ধরা দেখে । খুব লজ্জা পেয়েছি বাঙ্গালী হিসেবে ।
আমি একজন গিটারিষ্ট হিসেবে আইয়ুব বাচ্চু কে শ্রদ্ধা করি ।
আমার জানা মতে আইয়ুব বাচ্চু পৃথিবীর সেরা দশজন গিটারিষ্ট এর মধ্যে ৫ম স্থানে আছেন ।
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমরা চাইলেই আমাদের শিল্পীদের যথাযথ সম্মান করতে পারতাম।
কিন্তু অতি বিদেশ প্রীতির কারণে হয়তো পারিনাই ।
২১| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
একসময় বাংলাদেশ (যখন সার্ক খুব এক্টিভ ছিল) এই সাত দেশ মিলে খেলার আয়োজন করত। তখন দেখতাম যে কোন অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতিকে কিভাবে হাইলাইট করা হত। তখন বিদেশ থেকে কাউকে হায়ার করে আনতে দেখা যায়নি কিংবা আয়োজক হিসেবে বাংলাদেশই থাকত এবং সেসব অনুষ্ঠান প্রাণ ভরে দেখার মত ছিল। কিন্তু এই বিগত কয়েক বছর থেকেই দেখছি ভারত প্রীতি। আয়োজক থেকে শুরু করে শিল্পী পর্যন্ত ভারত থেকে আনা হচ্ছে। কেন আমাদের দেশের সংস্কৃতি এবং আয়োজকদের প্রতি কি আস্থা নেই ? নাকি আমাদের সংস্কৃতি পৃথিবীতে পরিচিতি না পাক তারই ষড়যন্ত্র করা হচ্ছে ? আর বিদেশ থেকে যদি আনতেই হয় তবে এমন একটি আন্তর্জাতিক আয়োজনে শুধু ভারত কেন, অন্যান্য দেশের শিল্পীরা তাহলে কি দোষ করল ? যাই হোক ক্ষুদ্র মানুষ তাই অনেক কথা না বুঝেই বলে ফেললাম, ক্ষমা করবেন।
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কেন আমাদের কি আন্তর্জাতিক মানের ইভেন্ট ম্যানেজমেন্ট নেই ? তারা কি দোষ করেছে ? আমাদের আয়োজন কেন অন্য দেশের লোকজন করবে ?
২২| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: দুঃখজনক !
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আসলেই ।
২৩| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৭
রাতুল_শাহ বলেছেন: কি বলবো রে ভাই!!!
দোষ সবার। শ্রোতা থেকে শুরু করে মিডিয়া, আয়োজক। আমাদের সমস্যা আছে।
আমাদের দেশে কোন কৃতি সন্তানই আমাদের কাছে যথার্থ সম্মান পান নাই।
আমরা তাদের ভুলে যাই, অবহেলায় ধুলো চাপা দিয়ে রাখি।
শুধু আইয়ুব বাচ্চু না আমরা সবাই অবহেলিত।
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঠিক বলেছেন ভাই !!
আসল দোষ শ্রোতাদের ।
আমাদের দেশে কোন কৃতি সন্তানই আমাদের কাছে যথার্থ সম্মান পান নাই।
আমরা তাদের ভুলে যাই, অবহেলায় ধুলো চাপা দিয়ে রাখি।
শুধু আইয়ুব বাচ্চু না আমরা সবাই অবহেলিত।
যথার্থ বলেছেন ।
২৪| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৯
জেনারেশন সুপারস্টার বলেছেন: আসলে জাতীয় পর্যায়ে গেলে আমরা আইয়ুব বাচ্চুদের ব্যাপারগুলো এলোমেলো করে ফেলি।এরচেয়ে হাজারগুণ সম্মান তারা আমাদের স্কুল কলেজে কনসার্ট করে পান।তখন বরং রিলেক্সই থাকেন বেশী।
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সেটাই তো । চট্রগ্রামের এল আর বি এর কনসার্ট অনেক জনপ্রিয়। তার কনসার্ট গুলো খুব জমে। কেন এলোমেলো করে ফেলবো ? আয়ুব বাচ্চু ইজ ওয়্যান অফ দ্যা বেস্ট গিটারিস্ট অফ দ্যা ওয়ার্ল্ড। আমাদের দেশ আমদের কাছ থেকেই কি তিনি তার উপযুক্ত সম্মানটা পাওয়ার যোগ্যতা রাখেনা ?
২৫| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১:১৯
বাংলার হাসান বলেছেন: কিছু বলার নাই।
তবে এটা মনে আছে এক সময় জেমস্, বাচ্চু, শাফিন, টুলুদের কনসার্টে যেই তৃপ্তি পেতাম তা বলে বুঝাতে পারবো না।
কারা আমাদের দেশীয় শিল্পীদের জায়গায় ভিন দেশী শিল্পীদের বাজার তৈরী করেছে? এবং তা কি এক/দুই দিনে করা হইছে?
১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এ আর রহমান একন ওরা ভালো শিল্পী । বাংলাদেশে আন্তর্জাতিক শিল্পীদের দিয়ে কনসার্ট হয় তা দেখানোর জন্য হয়তো উনাদেরকে আনা হয়েছে। উনারা এসেছেন গান করেছেন ।
কিন্তু দেশীয় শিল্পীদের অপমান করতে হবে কেন ? আমার মতে প্রধান দোষ ওখানের দর্শকদের ছিলো। তারা চাইলে বাংলা গানের সাথে তালি দিতে পারতো ।
মাইলস গান করার সময় না পাওয়া দুঃখজনক।
২৬| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১:২২
হাসান কালবৈশাখী বলেছেন:
T20 বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কেন যে এত হতাসাব্যাঞ্জক হল বুঝলাম না। আমি অবস্য দেখিনি।
২০১১ ঢাকায় বিশ্বকাপ উদ্ধোধনী অনুষ্ঠানটি অনেক জমকালো ও সুন্দর হয়েছিল। তখন বাংলাদেশি শিল্পিরা ভারত ও শৃলংকার চেয়ে বেশী সময় নিয়েছিল, প্রায় ৪ গুন বেশী।
প্রকৃতই আন্তর্জাতিক মান ছিল অনুষ্টানটির।
রেটিং হয়েছেল ৯.৬৯
যা ফুটবল বিশ্বকাপ (দঃ আফ্রিকা) এর উদ্ধোধনী অনুষ্ঠানটির চেয়ে বেশী।
দক্ষিন আফ্রিকার রেটিং ছিল ৯.৫৮।
বেজিং অলিম্পি এর উদ্ধোধনী অনুষ্ঠান যার রেটিং ৯.৭৮ (অল্প এগিয়ে)
পড়ুন -
Click This Link
১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ২০১১ ঢাকায় বিশ্বকাপ উদ্ধোধনী অনুষ্ঠানটি অনেক জমকালো ও সুন্দর হয়েছিল। তখন বাংলাদেশি শিল্পিরা ভারত ও শৃলংকার চেয়ে বেশী সময় নিয়েছিল, প্রায় ৪ গুন বেশী।
প্রকৃতই আন্তর্জাতিক মান ছিল অনুষ্টানটির।
রেটিং হয়েছেল ৯.৬৯
যা ফুটবল বিশ্বকাপ (দঃ আফ্রিকা) এর উদ্ধোধনী অনুষ্ঠানটির চেয়ে বেশী।
দক্ষিন আফ্রিকার রেটিং ছিল ৯.৫৮।
বেজিং অলিম্পি এর উদ্ধোধনী অনুষ্ঠান যার রেটিং ৯.৭৮ (অল্প এগিয়ে)
২০১৪ সালের টি-২০ উদ্ধোধনী অনুষ্ঠানটি কি ওরকম হতে পারতোনা ? একটু আন্তরিকতা থাকলেই পারতো ।
২৭| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১:৩৭
*কুনোব্যাঙ* বলেছেন: বাঙ্গালীর কিছু বৈচিত্রময় এবং অপ্রয়োজনীয় হীনমন্যতা আছে। যেমন লুঙ্গি। বাঙ্গালী ছেলেদের একটা কমন পোষাক হচ্ছে লুঙ্গি কিন্তু দেশের বাইরে শুধু নয় দেশের ভেতরেও দেখা যায় লুঙ্গি পড়ে কোথাও যাওয়াটা অভদ্রতা জ্ঞান করা হয়। এমন অনেক মানুষ আমি নিজে দেখেছি যাদের দেশ কোথায় জিজ্ঞাসা করে অবলীলায় বলে দেয় ইন্ডিয়া। আমরা আমাদের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে হীনমন্যতায় ভুগি। আমরা ভুলে যাই আমাদের ইতিহাস ঐতিহ্য হাজার বছরের। বুদ্ধ ধর্মের ভীত আমাদের সংস্কৃতি থেকে, হাজার বছর আগে আমরাই নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো পুর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমাদের ভাষা সাহিত্য বিশ্বের গুটি কয়েক ভাষার মধ্যে অন্যতম যাদের পুর্ণাঙ্গ সাহিত্য সংস্কৃতি রয়েছে। আমরা ভুলে যাই বাংলা বিশ্বের সপ্তম কি অষ্টম বৃহত্তম ভাষাভাষীর ভাষা। আমরা ভুলে যাই, সাহিত্য দর্শন জীবনবোধ সংস্কৃতি সবকিছুতেই আমাদের সাতন্ত্র আছে। আছে বাউল, বিচ্ছেদী, মুর্শিদ এর মতো শক্তিশালী দর্শন এবং যার ভীত শুধু আমরাই গড়েছি সম্পুর্ণ বাংলা ভাষায়। জীবন দেবতা, মনের মানুষ বা ভেদাভেদ তত্ত্ব শুধু তাত্ত্বিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এসব নিয়ে রচিত হয়েছে সাহিত্য, কবিতা, গান। ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলা যায়। তারপরও আমাদের হীনমন্যতা আমাদের নিয়েই, দুঃখজনক!
ব্যক্তিগত ভাবে এ আর রেহমানকে অত্যন্ত শ্রদ্ধা করি। সকলেই এক বাক্যে স্বীকার করবে উনি সংগীতের একজন জীবন্ত কিংবদন্তী। অনেকের মতো একন আমারো অনেক প্রিয় একজন শিল্পী। একটা সময় কাটিয়েছি যখন হাটে মাঠে ঘাটে সুপারশপে যেখানেই যেতাম একনের গান আর একনের গান।
গুণীদের সম্মান অবশ্যই করবো কিন্তু অবশ্যই নিজেকে অসম্মান করে নয়। সবার উপরে সম্মান আমার নিজেকে তারপর সবাইকে। যে নিজেকে সম্মান দিতে জানেনা সে অন্যদের থেকে সম্মান পায়ও না।
১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: গুণীদের সম্মান অবশ্যই করবো কিন্তু অবশ্যই নিজেকে অসম্মান করে নয়। সবার উপরে সম্মান আমার নিজেকে তারপর সবাইকে। যে নিজেকে সম্মান দিতে জানেনা সে অন্যদের থেকে সম্মান পায়ও না।
এটাই হলো কথা ।
২৮| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ২:০৫
আমি ব্লগার হইছি! বলেছেন: বাংলার জমিদারেরা একসময় লখনৌ থেকে বাইজি এনে নাচাতেন, গতকালের Concert দেখে মনে করেন সেই সুদিন বুঝি আবার ফিরে এলো।
১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: গুণীদের সম্মান অবশ্যই করবো কিন্তু অবশ্যই নিজেকে অসম্মান করে নয়। সবার উপরে সম্মান আমার নিজেকে তারপর সবাইকে। যে নিজেকে সম্মান দিতে জানেনা সে অন্যদের থেকে সম্মান পায়ও না।
পৃথিবীকে আমাদের দেখাতে হবে আমরা নিজেদেরকে ভালোবাসতে ভালোবাসি।
২৯| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ২:১৬
সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: আমাদের দেশীয় শিল্পদের করতালি দিয়ে তেমন উৎসাহও দে নাই।
ঘটনা অনেক , দিনের আলোর মধ্যে তাদের দিয়ে লোক দেখানো ১ ঘন্টা ,তাদের পারফর্মেন্সের সময়টুকু ছিল নিতান্তই বর্ণহীন, আলোকসজ্জাহীন ! আর রাতের বেলা সেটা বলার অপেক্ষা রাখে ছিঃ ছিঃ আমরা এতটায় পরখাউয়া জাতি
১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: গুণীদের সম্মান অবশ্যই করবো কিন্তু অবশ্যই নিজেকে অসম্মান করে নয়। সবার উপরে সম্মান আমার নিজেকে তারপর সবাইকে। যে নিজেকে সম্মান দিতে জানেনা সে অন্যদের থেকে সম্মান পায়ও না।
পৃথিবীকে আমাদের দেখাতে হবে আমরা নিজেদেরকে ভালোবাসতে ভালোবাসি।
৩০| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ২:৪৪
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন:
১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
৩১| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ২:৫৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: মাইলসের হামিন আহমেদ ভাইয়ের স্টাটস পড়েছেন?
সকলের সুবিধার জন্য এখানে তুলে দিলাম:
==========================================
Facts of Yesterday's shame in the opening ceremony of World T20.
1. Miles was the 3rd band to perform after Souls
2. Miles was at the stairs of the stage, all ready, when Souls came off( Partha Barua knows that fact as he talked with me)
3. As the 3rd band Miles was on the way to the stage when they were told by the Event company Gray to stop and that Miles won't be performing!
4. Ayub Bacchu with his LRB is ushered on to stage while we were in altercation with Gray...
5. Ayub Bacchu does not bother to know why he is being pushed to the 3rd slot instead of 4th while knowing that the 3rd band Miles is just beside the stage and waiting.
6. Ayub Bacchu & LRB starts performing while we are still in altercation with Gray.
7. Ayub Bacchu and LRB starts "shei Tumi" as the last song at the end of their set nearing 20minutes as allotted to them.
8. We are still in altercation with Gray and this time we showed them the time and told them that there were still more than 20 minutes to finish that part of the performance and as LRB is doing last song what's the problem if we go up and perform our 20 minutes!! We were told that's not possible!!!
8. As Ayub Bacchu and LRB finishes the song and as we proved to Gray that there was time left for Miles to perform, right then. Gray instructs Ayub Bacchu to extend and continue for another 20 minutes which he very happily complies!!
9. End of that chapter LRB plays 38 minutes and 10 seconds, nearly double the time they were suppose to and therefore ensures Miles don't get to perform!
Now, what could have been and should have been done by one Bangladeshi band to the other is,
1. Not go on stage as asked by The event company knowing that the 3rd band Miles is ready beside the stage or
2. Not perform more than 20 minutes knowing that Miles is still waiting.
Miles could expect that from LRB, no? But did that happen? Of course not!
Therefore, will it be absurd to say that all that Bacchu's big talk of thanking audience for listening to Bangla songs and telling them to save their claps for foreign performers etc etc is a complete drama as he himself played an active part in stopping another Bangladeshi band from performing Bangla songs on that same stage? What do you think?
==============================================
এলআরবি এর এর আচরণে প্রচণ্ড দুঃখ পেলাম। দুঃখটা পাইছি মাইলসকে টি-২০ বিশ্বকাপের মঞ্চে গান গাইতে না দেবার জন্য না; দুঃখটা পেয়েছি এলআরবি কর্তৃপক্ষকে সহযোগিতা করেছে মাইলসকে অপমানিত হতে।
বাংলাদেশের মানুষের শ্রদ্ধার পাত্র ও গর্ব মাইলস ও এল আর বি ব্যান্ড। আইয়ুব বাচ্চু আপনি কাজটা ভাল করেন নি।
আজকে মাইলসের সাথে যা হয়েছে আপনি কি নিশ্চিত দুইদিন পরে এলআরবি এর সাথে একই ঘটনা ঘটবে না ???
১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হ্যালো পলাশ ভাইয়া কেমন আছেন ?
হ্যাঁ আমি উনার স্ট্যাটাসটা ফেসবুকে পড়েছি । এলআরবি কর্তৃপক্ষকে সহযোগিতা করেছে মাইলসকে অপমানিত হতে। যা সত্যি অপ্রত্যাশিত অন্তত এল আর বি এর কাছ থেকে।
আর বাংলাদেশীদের জন্য শুধু মাত্র ১ ঘণ্টা সময় কেন ? আর একটু সময় কি বাড়ানো যেতোনা । মাইলসকে যদি গান গাইতে নাই দিবে তবে দাওয়াত দেওয়ার কি দরকার ছিলো ?
আমার বক্তব্য আসলে বাংলাদেশের শিল্পীদের গানের সাথে দর্শকদের তালি না দেওয়া নিয়ে । আমরা নিজেদের শিল্পীদের অপমানিত করে কিভাবে অন্যদেশের শিল্পীদের সম্মান করি ?
৩২| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৩:৫৩
সচেতনহ্যাপী বলেছেন: আগের যুগে রাজা বা রানীকে হত্যা করে সেদেশ দখল করা হতো আর বর্তমানে তা না করে,আক্রমন আসে প্রথমে সই দেশের কৃষ্টি-সংস্কৃতি আর সভ্যতার উপর। সাধারন ভাবে প্রচলিত অসাধারন একটা কথা আছে,কোন দেশকে দখল বা বশে আনতে হলে আগে তার নিজস্ব সংষ্কৃতি বা ধারা ধ্বংস করে দাও।যেন এর সাথে তাদের অনুভূতি আর দেশপ্রেম,আনুগত্যও ধ্বংস হয়ে যায়।
আমরা তো সেই পথেই হাটছি। এইসব ভুলই একদিন আমাদের পতন ডেকে আনবে। সত্যি কথা তুলে ধরার জন্য ধন্যবাদ।
যারা নিজেদের পরিচয় তুলে ধরতে লজ্জা পান তারা একদিনের দেশ প্রেম দেখানোর জন্য শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়ার দরকার কি ?
১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সাধারন ভাবে প্রচলিত অসাধারন একটা কথা আছে,কোন দেশকে দখল বা বশে আনতে হলে আগে তার নিজস্ব সংষ্কৃতি বা ধারা ধ্বংস করে দাও।যেন এর সাথে তাদের অনুভূতি আর দেশপ্রেম,আনুগত্যও ধ্বংস হয়ে যায়।
আমরা তো সেই পথেই হাটছি। এইসব ভুলই একদিন আমাদের পতন ডেকে আনবে
খুব সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ সচেতনহ্যাপী ।
৩৩| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৩:৫৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।
স্বর্ণা আর বাঘ মামা কোথায়?
১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এইতো কিউটিটা চলে আসছে ? কই যে হারায় যাও । আর যেওনা । তুমি না থাকলে ব্লগে জমে না তো ।
স্বর্ণা আছে । কিন্তু বাঘ মামা তো এখনো আসলোনা । উনি কই ? অনেকদিন আমার ব্লগে আসেননা উনি
৩৪| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৩:৫৩
বেলা শেষে বলেছেন: ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৫ ০
লেখক বলেছেন: India still had not understand what is Bangladesh or "Bengal" is!!! Today or tomorow this bengal will a lot of Problems for whole India....
তাসনুভা সাখাওয়াত বিথি,
how it is possible !!
"যুদ্ধক্ষেত্রে অস্ত্র নয়, অস্ত্রের পেছনের মানুষগুলোর মনোবলই যুদ্ধ জয়ের মূল ক্রিয়ানক। "
We have to fight with "Brain & Soundless". Sister ,Only 1 Commentar to writing for you - i had to studied whole night your all writing- but i had done it . Your all questions - you had answer your ownself! I have new post for you- dedicated to you- you may study it, later i will Change it again.
১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভারতের সাথে যুদ্ধ করার দরকারটা কি ?
৩৫| ১৫ ই মার্চ, ২০১৪ ভোর ৪:২৯
জেনারেশন সুপারস্টার বলেছেন: এলআরবি,মাইলস,সোলস এসব না রেখে বাংলায় কোন নাম রাখলে (যেমন নগরবাউলের মত) আমাদের দাবীর যৌক্তিকতা আরেকটু শক্ত হত।এসব ইংলিশ নাম রাখার সময় কি কারণে রাখা হয়েছিল সেসকল ইতিহাসও জানা দরকার।সাধারণ অবস্হায় এসব নামগুলো আমি এনজয় করি।এলোমেলো করে ফেলি এজন্যই বলেছি কারণ যে বাংলা সংস্কৃতি কিংবা লোকাল মূল্যবোধের কথা বলে আমরা গলা উঁচু করে গলার রগ ফুলিয়ে যুক্তি দেখাচ্ছি কিংবা আয়োজক কমিটি ম্যানেজমেন্টকে দোষারোপ করছি আসল ব্যাপারটা হল আমাদের পক্ষ থেকেও কিন্তু ব্যান্ডের নামগুলো বাংলায় রাখা হচ্ছেনা।এলআরবি,সোলস,মাইলসের নাম নিয়ে কি কেউ কথা তুলেছে?এসব শুধু ফেসবুকেই দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে সিংহভাগ মানুষ এ আর রহমানের গান এনজয় করেছে।আমাদের মানুষের ভয় বেশী যার জন্যে সে খুজে পায়না কি করতে হবে এবং এটা জাতীয় জীবনে একটা বড় সমস্যা।স্কুলে হাসান,জেমসের আগমন কিংবা স্কুলের পাশে সিটি কলেজে হাসান,আইয়ুব বাচ্চু আসলে তাদের একপলক দেখতে কি শ্বাসরুদ্ধকর অবস্হাগুলো কাটাতাম যেন টাইটানিকের নায়ক আসছে!কখনও মাথায় আসেনি তাদের নাম ইংলিশে হিন্দীতে না আরবিতে!কিন্তু যখন দেশে কোন আন্তর্জাতিক পরিসরের আয়োজন নিয়ে বিতর্ক এমন পর্যায়ে চলে যায় ঠিক যেমনটা এখন চলছে তখন এগুলোও আমাদের নজরে রাখতে হবে।নাহলে সারাজীবন অন্ধকারে ঢিল মেরে কি ফায়দা!তাই আমি এসব প্রতিক্রিয়াগুলো চুপচাপ দেখাকেই আরামদায়ক ভাবি আর বেশী বিরক্ত রাখলে ডিএকটিভেট করে চলে যাই
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমিও আপনার মত অধিকাংশ সময় চুপচাপ থাকি । কিছু বলিনা । কিছু বললেই কিছু মানুষের সাথে ভুল বুঝাবুঝি হবে । কি দরকার ঝামেলাই যাওয়ার ।
সচেতন না হয়ে , পরিবর্তন না হয়ে এসব পোস্ট , স্ট্যাটাস দেওয়ার চেয়ে চুপ থাকা অনেক ভালো ।
এল আর বি মাইলস সোলস এদের ইংলিশ নাম পরিবর্তন করে বাংলা করা হোক ।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য ।
৩৬| ১৫ ই মার্চ, ২০১৪ ভোর ৬:৪৫
পাঠক০০৭ বলেছেন: আমাদের দেশের শিল্পীদের মুল্যায়নহীনতার বিষয়টা যদি শুধুমাত্র গতকালকেই আপনারা বুঝতে পারেন তাহলে আমি হাসি চেপে বলতে হবে, ভাই রে বাঙালীরা রাজনীতির জন্য বহুত কিছুই করতে পারে।
উপরে পলাশ সাহেব দেখলাম বইলা গেল মাইলসের কথা। কেন এই কান্দাকাটি? কারন মাইলস বিএনপি করে। এই বিষয়টি নিয়ে যারা ত্যানা পেচায় তাগো কাউরে দেখলাম না, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, কুমার বিশ্বজিৎ রেও যে অপমান করা হইছে এই নিয়া কোন কথা কইতে। 'দেশি শিল্পীদের সম্মান দেয়া হয় না' টাইপ কথা বইলাই সবাই খালাস। তাইলে সংস্কৃতিরও দেখি রাজনৈতিকরন হইতেছে। বেশ বেশ ভালো ভালো।
আপনার সাথে ৫০০ টাকা বাজি ধইরা বলতে পারি আপু, মাইলসের যদি কোন রাজনৈতিক পরিচয় না থাকত, তাইলে এই সংক্রান্ত ক্যাচাল বাচ্চুকে সহানুভুতি জানাইয়াই শুরু হইত।
যাইহোক, হাজার হাজার গুরুত্বপূর্ন ইস্যুর ভীড়েও যখন একটা নির্দিষ্ট দল আম পাবলিকের সাথে সরাসরি সংযুক্ত কোন ইস্যু নিয়া রাজনীতি করার কিছু পায় না তখন তাদের অনলাইন সমর্থকদের ছোটখাট কিছু ইস্যু নিয়া নাচানাচিকে আম পাবলিক, তীব্র হতাশার মাঝে বিনে পয়সায় বিনোদন ছাড়া আর কোন ভাবেই দেখে না।
তবে যাই বলেন না কেন, আমাদের রাজনীতিক সংস্কৃতি বেশ বিনোদনমুখী।
শুনেন আপু, বহু আগে থেকেই পাকি বিদ্বেষ ছিল এই দেশে দেশপ্রেমের উজ্জল দৃষ্টান্ত আর বর্তমানে দেশপ্রেমের আরো উজ্জল দৃষ্টান্ত হিসেবে যুক্ত হয়েছে ভারত বিদ্বেষ। এই দুইটার একটা সমর্থন করলেই আপনি দেশপ্রেমিক। এটা সুনিশ্চিত। অথচ দেখেন আমাদের মেয়েরা কিন্তু পাকিস্থানি লনই বেশি ভালোবাসে। হয়ত আপনি দেশি কাপড় পড়েন, কিন্তু আপনার বান্ধবী নাও পড়তে পারে। আর শাড়ী!! সবই ভারতীয়।
আপনাদের চট্রগামের হলুদের অনুষ্ঠানের কথা বাদই দিলাম। আপনাদের চট্রগাম হচ্ছে বাংলাদেশের ধর্মপ্রান মুসুল্লীদের অন্যতম প্রধান কেন্দ্রভুমি, বার আউলিয়ার পূন্যভুমি, দেশের কওমী মাদ্রাসার মক্কা, খানে খানা জিকিরে আলা আল্লামা শফী সাহেবের পবিত্র বাসস্থান। অথচ দেখেন কি সুন্দর গভীর রাত পর্যন্ত সেখানে উচ্চস্বরে হিন্দী গান বাজিয়ে পাবলিক বিয়াশাদী করে। ইসলাম বর্হিভূত ভাবে নিজস্ব কালচারের নামে কন্যার বাড়ি থেকে সুচ থেকে শুরু করে বদনা পর্যন্ত যৌতুক থুক্কু উপহার নেয়া হয়। তখন আসলে সংস্কৃতি নষ্ট হয় না, বিরুপ প্রভাব পড়ে না। তখন কালচার রক্ষা করা হয়। মাজার গুলো কথা আর মাশাল্লাহ বলার দরকার নাই।
যাইহোক, সাইড টপিক বাদ দিয়া মুল টপিকে আসি। একজন বাংলাদেশী হিসেবে আমাদের নিজেদেরকেই ঠিক করতে হবে আমরা আসলে কি চাই। আমাদের শিল্পীদের মূল্যায়ন আমাদের হাতেই নির্ভর করে। অনুষ্ঠানের শিরোনাম বিসিবি সেলিব্রেশন কনসার্ট। টি ২০ এর কোন ওপেনিং নিয়ম নাই। তাও বিসিবি আজাইরা টাকা পয়সা নষ্ট করছে।
এ আর রহমান আসছে ভালো কথা। আপনি উনারে সম্মান করেন। কেন করেন? উনার কম্পোজ করা 'হিন্দি' গানের জন্যই করেন। তার মানে আপনি আমি হিন্দি গান শুনছি। হিন্দি শুনাটাই পাপ যারা এখন বলছে তারা আপু আসলে হিপোক্রেট এবং নোংরা রাজনৈতিক ছাগল ছাড়া আর কিছুই নয়।
যদি এটা ওপেনিং কনসার্ট হয়েই থাকে তাহলে উচিত ছিল অংশগ্রহনকারী সকল দেশের কিছু শিল্পীদের নিয়ে প্রোগ্রামটা করা। এবং আয়োজক দেশ হিসেবে আমাদের অবশ্যই উচিত ছিল নিজ দেশের শিল্পীদের বেশি সুযোগ দেয়া। আর যদি শুধু এ আর রহমান আর একনের কনসার্ট হয়ে থাকে তাহলে কেন সেখানে আবার আমাদের দেশীয় শিল্পীদের নাম ঢুকানো হইল সেটা জানতে চেয়ে একটা জনমত সৃষ্টি করা। পাশাপাশি কেন মাইলসের মত এত জনপ্রিয় একটা দলকে পারফম করতে দেয়া হয় নাই, সেটার ব্যাপারে গ্রে এর কাছে ব্যাখ্যা দাবি করা।
কিন্তু আপনাকে আগেইবললাম কেউই দাবি করবে না। কারন এখানে অনেক ইস্যুও নিহিত আছে।
যাই হোক, আপনার পোষ্টে আইসা কমেন্টের ছলে আমিও একটা পোষ্ট দিয়া ফালাইছি। মোদ্দা কথা হইল, গানের কোন ভাষা নাই। গান মানেই বিনোদন। শিল্পীদের কোন নির্দিষ্ট দেশ নাই। তাদের প্রতিভা সবার জন্যই। ফলে বিদেশী শিল্পী এবং তাদের গান নিয়ে আমার কোনই আপত্তি নাই। আমার দুঃখ ও কষ্ট হচ্ছে, অনেকদিন আগে থেকেই আমাদের বাংলা গান এর ইন্ড্রাস্ট্রি খুব খারাপ দিকেই যাচ্ছে। ওয়েব সাইটের কল্যানে আপনি আমি চামে দিয়ে একটা দেশী ব্যান্ডের গান পাইরেটেড কপি নামিয়ে নিচ্ছি। এইসকল চৌর্যবৃত্তি বন্ধ করা দরকার অতিদ্রুত। ভারতীয়রা তাদের সংস্কৃতিকে ছড়িয়ে দিতে চাইবে। আপনি আমি যদি একদিনের জন্য সচেতন না হয়ে প্রতিদিন একঘন্টার জন্য সচেতন হবার প্র্যাকটিস করি তাহলে সেটা ভবিষ্যতে কাজে দিবে।
আপনার জন্য রইল শুভ কামনা। আপনি সরকারী ডাক্তার হোন, আশা করি বিসিএস এ টিকে আপনি মন্ত্রী এমপি ধরে পেরিফেরি থেকে শহরে চলে আসবেন না। স্থানীয় পর্যায়ে আমাদের ডাক্তারদের অনেক প্রয়োজন আছে।
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
আপনি পলাশ ভাইয়ার ব্যাপারটা বুঝতে পারেননি হয়তো !
আমি আইয়ুব বাচ্চুর কথা বলেছি পোস্টে । তিনি তার মন্তব্য দিয়ে বুঝাতে চেয়েছেন এল আর বি এর সময় ছিলো ২০ মিনিট । কিন্তু তিনি আয়োজকের সহযোগিতায় মাইলস এর সময়টুকুও নষ্ট করেছেন ।
আমার মতে মাইলস এর এল আর বি এর উচিত ছিলো নিজের নির্ধারিত সময়ের মদ্যেই শেষ করে মাইলসকে সুযোগ দেওয়া ।
মাইলস বি এন পি প্রথম জানলাম । আগে তথ্যটি জানা ছিলোনা।
আইয়ুব বাচ্চু কি আওয়ামীলীগ করে ??
আপনার জন্য রইল শুভ কামনা। আপনি সরকারী ডাক্তার হোন, আশা করি বিসিএস এ টিকে আপনি মন্ত্রী এমপি ধরে পেরিফেরি থেকে শহরে চলে আসবেন না। স্থানীয় পর্যায়ে আমাদের ডাক্তারদের অনেক প্রয়োজন আছে।
এইডা কি হইলো ?
সম্পূর্ণ মন্তব্যটি খুব ভালো লাগলো । অনেক ধন্যবাদ আপনাকে ।
৩৭| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪৩
এহসান সাবির বলেছেন: অনেক দিন পর........ কেমন আছেন আপু??
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এইতো ভাইয়া ভালো আছি । তুমি কেমন আছ?
৩৮| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কনসার্ট জমানোর ক্ষেত্রে নগর বাউল জেমস সবার চেয়ে কয়েক ধাপ এগিয়ে। তার অপারগতা প্রকাশটাও তাই দুঃখ জনক। আন্তার্জাতিক একটা প্রোগ্রামে দেশি শিল্পীদের ভাল এক্সপোজার আশা করেছিলাম। এ আর রহমান উপমহাদেশের লিভিং লিজেন্ড তার প্রতি শ্রদ্ধা থাকলো। সর্বশেষ বিথী আপুর পরীক্ষায় মঙ্গল কামনা করছি। লেট আস প্রে ফর আওয়ার ক্রিকেট টিম সো দ্যাট দে ক্যান প্লে ওয়েল ।
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার ব্যক্তি গত ভালো লাগার তালিকায় জেমস ১ নাম্বার এ । যেমন আগে থেকেই অপমানিত হওয়ার সম্ভাবনা আছে তা বুঝতে পেরে অপারগতা প্রকাশ করেছে কিনা তাও চিন্তা করা দরকার ।
এ আর রহমান অবশ্যই শ্রদ্ধা করার মতো একজন সিঙ্গার । আমরা অবশ্যই উনাকে সম্মান করবো তবে নিজেদের অপমান করে নয় ।
আমাদের ক্রিকেট দলের জন্য অনেক শুভ কামনা । আপনাকে অনেক ধন্যবাদ ।
৩৯| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০২
প্রবাসী পাঠক বলেছেন: এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে বাংলাদেশিদের মাঝে সবচেয়ে আলোচিত কিংবা সমালোচিত বিষয় বিসিবি আয়োজিত " বিসিবি সেলিব্রেসন কনসার্ট "। যে যার অবস্থান থেকে তাঁদের মত প্রকাশ করেছে এবং করে চলছে। কেউ কেউ আবার এই ইস্যুটাকেও রাজনৈতিক রঙেও রাঙিয়েছেন। কারো কারো কাছে এই ইভেন্টের সকল দোষ ভারতের মনে হয়েছে। কিন্তু এই ইভেন্টটা আইসিসির কোন ইভেন্ট ছিল না । এটা একান্তই বিসিবির আয়োজন। আবার কেউ কেউ এই কনসার্ট এর কোন অসংগতি কি ছিল তাই দেখতে বা বুঝতে পারে নি। আলো ঝলমলে একটি সন্ধ্যা , এ আর রহমান আর একনের পারফরমেন্স এইটুকুর ভিতরেই তাঁদের দৃষ্টি সীমাবদ্ধ ছিল। বাংলাদেশি শিল্পীদের অবজ্ঞা আর অপমানটুকু তারা সজ্ঞানে এড়িয়ে গেছেন। চোখে রাজনৈতিক রঙিন চশমা ঝুলিয়ে দেখলে সব কিছুই রঙিন মনে হয় এইটাই স্বাভাবিক। আবার কেউ কেউ এইটাকে জাস্টিফাই করছে ২০১১ সালের উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে । কিন্তু আমরা সমালোচনা করছি ২০১৪ সালের অনুষ্ঠানের।
বিসিবি এই ইভেন্ট এর জন্য তাঁদের কি মনোভাব তা অনুষ্ঠানের পোস্টারেই পরিষ্কার করে বলে দিয়েছিল , অন্তত আমার কাছে তাই মনে হয়েছে। পোস্টারে বাংলাদেশি কোন শিল্পীর নাম পর্যন্ত ছিল না। যেখানে পোস্টারে রুনা লায়লা , সাবিনা ইয়াসমিন, এল আর বি , মাইলস , সোলস এর শিল্পী ও ব্যান্ডের নামই আসে না সেখানে তাঁদের কতটুকু সম্মান দেয়া হবে তা আগে থেকেই অনুমেয়।
মনে করি ব্লগ ডে কিংবা ব্লগারদের নিয়ে অন্য কোন অনুষ্ঠান কোন জেলা শহরে আয়োজন করে, সেখানে অন্যান্য সিনিয়ির ব্লগারদের সাথে জানা আপাও যদি উপস্থিত থাকে তবুও সভাপতির আসনটা আয়োজকদের মধ্যে কারো একজনের জন্য থাকে। কিন্তু আমাদের বিসিবি যারা পরিচালনা করছে তাঁদের মধ্যে এই নুন্যতম জ্ঞানটা কারো ছিল কিনা আমার সন্দেহ আছে।
আর দর্শক , তাঁদের নিয়ে কি বলা যায়!!!!! দর্শকতো আপনি , আমি কিংবা আমার ভাই , আমার বোন সর্বোপরি আমরাই ছিলাম। আমরা নিজেরাই আমাদের সম্মান দিতে জানি না বিশ্ব আমাদের কি সম্মান দিবে?
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বিসিবি এই ইভেন্ট এর জন্য তাঁদের কি মনোভাব তা অনুষ্ঠানের পোস্টারেই পরিষ্কার করে বলে দিয়েছিল , অন্তত আমার কাছে তাই মনে হয়েছে। পোস্টারে বাংলাদেশি কোন শিল্পীর নাম পর্যন্ত ছিল না। যেখানে পোস্টারে রুনা লায়লা , সাবিনা ইয়াসমিন, এল আর বি , মাইলস , সোলস এর শিল্পী ও ব্যান্ডের নামই আসে না সেখানে তাঁদের
কতটুকু সম্মান দেয়া হবে তা আগে থেকেই অনুমেয়।
ছবি না দিক অন্তত নাম গুলো কি দেওয়া যেতোনা ? কেন নিজস্ব সঙ্গীতকে এতো অবহেলা ?
মনে করি ব্লগ ডে কিংবা ব্লগারদের নিয়ে অন্য কোন অনুষ্ঠান কোন জেলা শহরে আয়োজন করে, সেখানে অন্যান্য সিনিয়র ব্লগারদের সাথে জানা আপাও যদি উপস্থিত থাকে তবুও সভাপতির আসনটা আয়োজকদের মধ্যে কারো একজনের জন্য থাকে। কিন্তু আমাদের বিসিবি যারা পরিচালনা করছে তাঁদের মধ্যে এই নূন্যতম জ্ঞানটা কারো ছিল কিনা আমার সন্দেহ আছে।
খুব সুন্দর একটু উদাহরণ !
আর দর্শক , তাঁদের নিয়ে কি বলা যায়!!!!! দর্শকতো আপনি , আমি কিংবা আমার ভাই , আমার বোন সর্বোপরি আমরাই ছিলাম। আমরা নিজেরাই আমাদের সম্মান দিতে জানি না বিশ্ব আমাদের কি সম্মান দিবে?
এই লজ্জা কার ?
৪০| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৭
একলা ফড়িং বলেছেন: জাতি হিসেবে আমরা বড়ই অদ্ভুত নিজের দেশের ঠাকুর ফেলে অন্য দেশের কুকুর নিয়ে লাফালাফি করে ভাবি খুব আধুনিক হলাম! এ লজ্জা রাখব কোথায়!
কেমন আছেন বিথী আপু? বি সি এসের জন্য শুভকামনা থাকলো
আমার পালাও শুরু হলো বলে
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঠিক আছে সম্মান করলাম এর রহমান একনকে । আমরা ভদ্র জাতি । কিন্তু নিজেদের শিল্পীদের অপমান করতে হবে কেন বুঝতে পারছিনা ? ঐ কনসার্টের দর্শক গুলো কি পাগল যে এতোটুকু বুঝলোনা ? ।
আছি মোটামুটি আপু । আপনি কেমন আছেন ? আপনি ও বি সি এস দিবেন এবার ?
অনেক ধন্যবাদ ।
৪১| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: হিপক্রেসির সর্বোত্তম উদাহরণ। হতাশ হয়েছি অনেক।
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আর কতকাল এসব দেখতে থাকব আর হতাশ হবো ?
৪২| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আক্ষেপ করে এক সঙ্গীতশিল্পী বলেই ফেলেন, ‘এজন্যই এদেশে কোন কিংবদন্তী জন্মায় না।’ কারণ, নিজ দেশের কৃতী সন্তানদের তুলে ধরার তাগিদ নেই। ভিন দেশের মানুষদের প্রতি আমাদের মাত্রাতিরিক্ত ভক্তির কারণে নিজ দেশের কাউকে চোখে পড়ে না। উদ্বোধনী অনুষ্ঠানের কেলেঙ্কারি কেউ ভুলবে না কখনও।
ভালোমতো পরীক্ষা দিয়ে ফিরে আসুন আমাদের মাঝে....
(আসলে কেউই সেভাবে নিয়মিত হচ্ছেন না আজকাল! )
শুভেচ্ছা, তাসনুভা সাখাওয়াত বিথি
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
প্রিয় ব্লগার সত্যি বলছি আমি দিন দিন আপনার ব্লগিং এর ফ্যান হয়ে যাচ্ছি। আপনার পোস্ট এবং মন্তব্য দুইটাই আমার খুব পছন্দ।
আক্ষেপ করে এক সঙ্গীতশিল্পী বলেই ফেলেন, ‘এজন্যই এদেশে কোন কিংবদন্তী জন্মায় না।’ কারণ, নিজ দেশের কৃতী সন্তানদের তুলে ধরার তাগিদ নেই। ভিন দেশের মানুষদের প্রতি আমাদের মাত্রাতিরিক্ত ভক্তির কারণে নিজ দেশের কাউকে চোখে পড়ে না। উদ্বোধনী অনুষ্ঠানের কেলেঙ্কারি কেউ ভুলবে না কখনও।
সবাই হয়তো যে যার যার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে । কিন্তু ব্লগের প্রতি ভালোবাসা সবার মানে থাকবেই । সে ভালোবাসার টানে একসময় না একসময় ফিরে আসবে ।
অনেক ধন্যবাদ।
৪৩| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকদিন পর পোষ্ট দিলেন। পোষ্টে যে চিত্র তুলে ধরেছেন, আমিও তার সাথে সহমত প্রকাশ করি। আমাদের নিজেদের শিল্পীদের ভেতরে দন্দ সৃষ্টি করে কিংবা তাদেরকে অসম্মান করে আমরা আসলে কোথায় যাচ্ছি সেটা আমাদের ভেবে দেখতে হবে।
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হ্যালো ভাইয়া কেমন আছেন ?
আমরা অন্যকে সম্মান অবশ্যই করবো তবে নিজেকে অপমান করে নয়।
৪৪| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৭
শামীম সুজায়েত বলেছেন: ৭৫ হাজার টাকা নয়, স্রেফ ২ হাজার টাকা দিয়ে টিকিট কেটে এই শো দেখা শেষে আমার ভেতরে এক ধরণের অপরাধবোধ কাজ করেছে। কেনো করেছে, তা তুলে ধরলাম:
আমাদের বাউল সঙ্গীতের ধারক-বাহক, বাংলা ভাষা ও বাঙালী জাতির পরিচয়কে গানে গানে বিশ্বময় ছড়িয়ে দিয়ে প্রশংসীত হওয়া বাউল সম্রাট আব্দুর রহমান বয়াতির জীবনের শেষ সাত বছর কেটেছে চরম অর্থকষ্টে।
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটালে তাঁর চিকিৎসা চললেও তা দীর্ঘস্থায়ী করানো যায়নি। তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহন করেনি আমাদের সরকার। আমরা যারা সাধারণ মানুষ, গান পছন্দ করি, তারা কেউ এগিয়ে যাইনি।
আমার অপরাধবোধ হলো, দুই হাজার টাকা নয়, ২শ করে টাকাও যদি বয়াতির চিকিৎসার জন্য আমরা দিতাম, তাঁর চিকিৎসা কার্যক্রম আরও দীর্ঘস্থায়ী করা যেতো। হয়তো বা তিনি সুস্থ হয়ে ফিরে আসতেন আমাদের মাঝে।
আমরা রহমান বয়াতিকে ফিরিয়ে আনতে পারিনি। কিন্তু ভিনদেশী আরেক রহমানের জন্য পকেটের টাকা ঢালতে কার্পণ্যবোধ করিনি মটেও।
যারা দিনরাত চেতনা চেতনা করে, ৭১ এবং মুক্তিযুদ্ধ নিয়ে গলা ফাটায়, যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবি করে এবং বাদ বাকি সমস্ত নাগরিককে রাজাকার আখ্যা দেয়, তাদের কাছে নিম্মের দুইটি প্রশ্ন:
অনুষ্ঠান কি স্রেফ এ আর রহমানের কনসার্ট, নাকি "টি ২০ বিশ্বকাপ উদ্ধোধনের আয়োজন?"
এটি কি আই সি সি'র দিক নির্দেশনা এবং তাদের বাজেট অনুযায়ী হয়েছে, নাকি বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী দেশের টাকা খরচ করে হয়েছে?
উত্তর যদি হয় যে আয়োজন ছিল টি টয়েন্টি ওপেনিং নিয়ে এবং সম্পূর্ণ বাজেট এসছে দেশের টাকায়, তবে অবশ্যই উচিৎ ছিল দেশীয় শিল্পীদের প্রাধান্য দেয়া।
আমি নিজে স্টেডিয়ামে ছিলাম। দর্শক এ আর রহমানের গানে বিরক্ত হয়েছেন। কেনোনা তিন ঘন্টা ধরে তাঁর গান শুনতে বিরক্তিকর লেগেছে। রহমানকে দীর্ঘ সময় গান গাওয়ার সুযোগ না দিয়ে আমাদের দেশের শিল্পীদের বেশি বেশি পারফর্ম করার সুযোগ দেয়া উচিৎ ছিল বলে মনে করি।
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভারত বিশ্বকাপের আয়োজন করলে ওরা জীবনেও অন্য কোন দেশের সঙ্গীত- সংস্কৃতিকে প্রাধান্য দিবেনা। শুধু ওরা না বার্মা সোমালিয়া এসব দেশও দিবেনা।
কিন্তু আমরা বিশ্বের সামনে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরার এরকম একটা সুযোগ আসা স্বত্বেও সুযোগ হাতছাড়া করছি ।
সত্যি বড়ই দুর্ভাগ্য আমাদের ।
৪৫| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪২
শুঁটকি মাছ বলেছেন: সন্ধ্যার সময় টিভি অন করে দেখলাম এ আর রাহমান গান গাচ্ছে। তখন বুঝতেই পারিনি যে এটাই উদ্ধোধনী অনুষ্ঠান। বেশীর ভাগ সময় দেখলাম বিদেশী শিল্পিরা গান গাইছে, উপস্থাপিকা ভীনদেশী পোশাক পরে আছেন। সব মিলিয়ে বোঝার উপায় ছিল না যে আসলে কোন দেশে অনুষ্ঠানটা হচ্ছে। একটা দেশ যখন হোস্ট হয়, তখন নিজেদের বিশ্বের বুকে পরিচিত করার একটা বড় সুযোগও তৈরী হয়ে যায়। আমাদের জন্য এই উদ্ধোধনী অনুষ্ঠানটাই বিশ্বের সবাইকে জানানোর দারুন সুযোগ হতে পারত, আমরা সবাইকে প্রমান করতে পারতাম যে শিল্প-সংস্কৃতি কিংবা মেধার দিক থেকে কোনো অংশেই আমরা পিছিয়ে নেই। সেই সুযোগটা আসলে অবহেলা করেছি।
আসলেই হুজুগে আমরা! আইয়ুব বাচ্চু হতে পারতেন আমাদের বাংলাদেশীদের দারুন একজন প্রতিনিধি। আমরা তাকে অবহেলা করেছি। যেহেতু সুযোগটা আমরা নিতে পারিনি, এখন আর ক্ষমা চাইলেও বোধ করি তা আর সংশোধন হবে না।
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমরা হুজুগেদের বসে বসে শুঁটকি ভর্তা খাওয়া উচিত ।
আইয়ুব বাচ্চু হতে পারতেন আমাদের বাংলাদেশীদের দারুন একজন প্রতিনিধি। আমরা তাকে অবহেলা করেছি। যেহেতু সুযোগটা আমরা নিতে পারিনি, এখন আর ক্ষমা চাইলেও বোধ করি তা আর সংশোধন হবে না।
৪৬| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
রাইসুল সাগর বলেছেন: বাচ্চু ভাই সর্বশেষ আয়োজীত এশিয়ান গিটার ফেসটিভেলে ১নম্বার গিটারিস্ট হিসেবে সীকৃতি পেয়েছিল সেই ২০০৪ সালে। তার পর আরো কোন আয়োজন হয়নি। হলে উনিই থাকতেন। এটাই দুঃখ আমাদের আমারা নিজেদের হীরাগুলোর পরখ করতে জানিনা।
১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমরা আমাদের নিজস্ব গুণীদের কদর না করে পরের গুণীদের আর কতদিন কদর করবো । আমরা অন্যকে সম্মান করব তবে নিজেদের অপমান করে নয় ?
৪৭| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
টেকনিসিয়ান বলেছেন: শুনেন আপু, বহু আগে থেকেই পাকি বিদ্বেষ ছিল এই দেশে দেশপ্রেমের উজ্জল দৃষ্টান্ত আর বর্তমানে দেশপ্রেমের আরো উজ্জল দৃষ্টান্ত হিসেবে যুক্ত হয়েছে ভারত বিদ্বেষ। এই দুইটার একটা সমর্থন করলেই আপনি দেশপ্রেমিক। এটা সুনিশ্চিত। অথচ দেখেন আমাদের মেয়েরা কিন্তু পাকিস্থানি লনই বেশি ভালোবাসে। হয়ত আপনি দেশি কাপড় পড়েন, কিন্তু আপনার বান্ধবী নাও পড়তে পারে। আর শাড়ী!! সবই ভারতীয়।
আপনাদের চট্রগামের হলুদের অনুষ্ঠানের কথা বাদই দিলাম। আপনাদের চট্রগাম হচ্ছে বাংলাদেশের ধর্মপ্রান মুসুল্লীদের অন্যতম প্রধান কেন্দ্রভুমি, বার আউলিয়ার পূন্যভুমি, দেশের কওমী মাদ্রাসার মক্কা, খানে খানা জিকিরে আলা আল্লামা শফী সাহেবের পবিত্র বাসস্থান। অথচ দেখেন কি সুন্দর গভীর রাত পর্যন্ত সেখানে উচ্চস্বরে হিন্দী গান বাজিয়ে পাবলিক বিয়াশাদী করে। ইসলাম বর্হিভূত ভাবে নিজস্ব কালচারের নামে কন্যার বাড়ি থেকে সুচ থেকে শুরু করে বদনা পর্যন্ত যৌতুক থুক্কু উপহার নেয়া হয়। তখন আসলে সংস্কৃতি নষ্ট হয় না, বিরুপ প্রভাব পড়ে না। তখন কালচার রক্ষা করা হয়। মাজার গুলো কথা আর মাশাল্লাহ বলার দরকার নাই।
সহমত।
১৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:০০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
জি ভাইয়া আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে । সেটি কি জানেন? সেটি হলো আমরা কেউ পাকিস্তানকে দেখতে না পারলে তাকে ভারতীয় সাপোর্টার মনে করি আবার কেউ ভারতকে দেখতে না পারলে তাকে পাকিস্তানি সাপোর্টার মনে করি । আমাদের এই ধারণা বের হয়ে আসতে হবে।
হ্যাঁ ঈদে পাকিস্তানী কাপড় গুলো অনেক বিক্রি হয় । আর ইন্ডিয়ান গুলো সারা বছরই বিক্রি হয়। ঠিক বলেছেন।
আপনি ঠিক বলেছেন। শুধু হিন্দি গান বাজায় না । সে সব গানের সাথে নাচ ও চলে । গায়ে হলুদে ব্যান্ড আসে । সাথে দুইজন মেয়ে সিঙ্গার থাকে । ওরা ২-৩ টা বাংলা গান করে আর পুরা অনুষ্ঠান জুড়ে হিন্দি গান করে ।
৪৮| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
জেনারেশন সুপারস্টার বলেছেন: @টেকনিশিয়ান: চট্টগ্রামের ব্যাপারে যা বললেন তা বাইরে থেকে যতটা সমালোচনার মনে হয় ততটা আসলে না।চট্রগ্রামের মানুষ ধার্মিক ঠিক তবে যাই হোক এখানে আসেন এব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।ওখানে গেলে বুঝতে পারবেন কেন একজন চাটগা মানুষ ঢাকাইয়া,কুমিল্লা,আরবি,হিন্দি,ইংরেজীসহ বিভিন্ন আঞ্চলিক ও বিদেশী ভাষায় আগ্রহী হয়ে ওঠে।
Click This Link
১৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
৪৯| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
আদনান শাহ্িরয়ার বলেছেন: বড় বড় জ্ঞানীরা অনেক কথা বলেছেন তাই আমি আর এসব নিয়ে কিছু বললাম না । আমি বরং আপনাকে দোয়া দিয়ে যাই । সময় তো খুব বেশি নেই, জোর লাগাকে হেইশা আ আ আ আ বলে পড়াশুনা করুন যেনও বই খাতাও আপনার উপরে বিরক্ত হয়ে যায় । আল্লাহ আপনার মঙ্গল করু ন । শুভেচ্ছা , ভালো থাকবেন ।
১৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:১০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনি কি শুধু গান লিখেন নাকি গান করেন ও ?
দোয়া করার জন্য অনেক ধন্যবাদ । আমার ক্যারিয়ার এর জন্য এবার বিসি এস পাস করা খুব দরকার ।
আল্লাহ আপনা ও মঙ্গল করুক ।
৫০| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩২
তাসজিদ বলেছেন: আপু,
আপনার সাথে আমি বেশ কিছু ব্যাপারে একমত নই।
বাচ্চু আমাদের দেশের অনেক বড় শিল্পী। কিন্তু concert এ উনি যে গান ওনি পরিবেশন করেন তার সময়কাল কি?
এখানেই সমস্যা আমি মনে করি। LRB, Miles এদের কোন হিট গান নেই গত ১০ কি ১৫ বছরে। প্রতিটি কনসার্ট এ একি গান গায় এরা । বছরের পর বছর ধরে একি গান শুনছে মানুষ।
আমি বাচ্চুর কমপক্ষে ১০ টি কনসার্ট এ গিয়েছি। একি গান বার বার। আর কত?
এখন অনেকে বলবে যে আপনে বাংলা গান শুনেন না। না, আসলে তা না। ভাল গান সবাই শুনে। তা বাংলা হোক, হিন্দি হোক আর ইংরেজি হোক।
মানুষ ভিন্নতা চায়। এটা অন্যায় না, স্বাভাবিক।
বাচ্চুর কনসার্ট এ তালি না দেয়াই স্বাভাবিক। কারণ এ ক্লেপ দিচ্ছে বিগত ১৫ বছরের যাবত। একি গানের জন্য।
সাকিবের সাথে কি শাহরুখের তুলনা চলে না।
শাহরুখের সাথে ব্রাড পিটের তুলনা চলে না।
তেমনি একন ও এ আর রহমানের সাথে বাচ্চুর তুলনা চলে না।
আবার এ আর রহমানের সাথে James blunt র তুলনা চলে না ।
৫১| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪২
ডি এম শফিক তাসলিম বলেছেন: আপাতত চেতনার কথা বাদ দেন তো !!
গিনেজবুকে রেকর্ড উঠলেই চেতনা আবার ”ভাগাড়” থেকে “চাগার” দিয়ে উঠবে !!
শুধু শুধু এসব নিয়ে ভেবে লাভ কি? এখন চেতনায় আঘাত এসেছে তো ? রেকর্ডটা হয়ে গেলে “প্রলেপ” পরে যাবে । মলম প্রলেপ !!
১৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমরা আগে নিজেদেরকে সম্মান করবো তারপর অন্যদের সম্মান দেখাবো
৫২| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫০
ডি এম শফিক তাসলিম বলেছেন: সেলিম আনোয়ার সাহেব কে বলছি !! আপনি বলেছেন জেমস্ কেন অপারগতা প্রকাশ করেছেন এটা নাকি দুঃখজনক !! ওনাকে বলছি !!
ভাই আপনি কোথথেকে নাযিল হইলেন ?? বাচ্চু ,মাইলস, তাহসান দের ”বলাৎকার” দেখে বুঝেন নাই কেন জেমস আসতে চান নাই ?? এখন বলেন তো পরের কোনও শো তে কি বাচ্চু মাইলস আসবে???
আপনি জদি জানেন আপনি আসলে আপনাকে “মল” মাখানো হবে !! আপনি কি যাবেন মল থেরাপি নিতে ???
৫৩| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:০০
ডি এম শফিক তাসলিম বলেছেন: তাসজিদ সাহেব??? এখানে তো কারও সাথে কারও তুলনা কেও করেনি !!!
এখানে আমরা আমদের শিল্পিদের কতটুকু সম্মান দিতে পেরেছি তার বিশ্লেষন চলছে ।আর বলছেন তো ১৫ বছর ধরে একই গান শুনছেন !! ভাই শুনবেনই তো
!! ৭৫,০০০ /৫০,০০০/৩,০০০ টাকা দিয়ে এ আর রহমানের গান শনেন আর বাচ্চু জেমস এর ফাউ টিকেট খুজেন,ক্যাসেট বের হলে ফ্রি ডাুউনলোড করেন । আর কেন গান বের হয়না সেই কষ্টে বাচেন না ......তাই একনের গান শোনেন । শিল্পিদের ভাতে মারবেন আর মুখে বর বর বুলি !!
৫৪| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৭
আদনান শাহ্িরয়ার বলেছেন: না দাশিং আপু, আমি গান তেমন গাইতে পারি না । শুধু লিখতেই পারি ।
০১ লা মে, ২০১৪ রাত ১:৩৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম
৫৫| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন:
০১ লা মে, ২০১৪ রাত ১:৪০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
৫৬| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১:১৩
প্রবাসী পাঠক বলেছেন: ছবি না দিক অন্তত নাম গুলো কি দেওয়া যেতোনা ? কেন নিজস্ব সঙ্গীতকে এতো অবহেলা ?
এই অবহেলা আমদের জাতিগতভাবে হীনমন্যতার কারণে। একটা সময় ছিল যখন বাসায় কোন অতিথি আসত তখন তাঁদের পরিবেশনের জন্য খাবার ট্রে টা পর্যন্ত পাশের বাড়ি থেকে ধার করে আনা হত। আবার যে বাড়ি থেকে ট্রে ধার করে আনা হয়েছে সে বাড়িতে অতিথি এলে সে অন্য বাড়ি থেকে ট্রে ধার করত। আমরা সবসময়ই আমাদের নিজস্ব জিনিস নিয়ে হীনমন্যতায় ভুগি। বিসিবিও এর বাইরে নয়। তারাও অন্য বাড়ি থেকে ধার করা ট্রে দিয়ে নিজের দেশকে উপস্থাপন করার প্রয়াস করেছে মাত্র।
তবে আজকের এই পরিস্থিতির জন্য অনেকাংশে আমরাই দায়ী। অডিও ক্যাসেটের যুগ থেকে আমরা যখন সিডির যুগে প্রবেশ করি তখন থেকেই আমারা শুধু মাত্র কপি পেস্ট করেই গান শুনে আসছি। ইন্টারনেট জনপ্রিয় হবার পর থেকেত আরও এক ধাপ এগিয়েছি - দরিদ্র ডট কম কিংবা মিউজিক ডট কম বিডি এক ক্লিকেই সব গান ডাউনলোড। সিডি কিনার কাছে ধারে খুব কমই আমরা গেছি। আর কনসার্ট , দেশি শিল্পীর কনসার্টে টিকিট কিভাবে ফ্রি পাওয়া যায় তাই খুঁজি , এটা অস্বীকার করার উপায় নেই। তবে অল্প কিছু ব্যাতিক্রম আছেন যারা এখনও সিডি কিনেই গান শুনছেন। একমাত্র তাঁদের জন্যই আজও আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি টিকে আছে এবং টিকে থাকবে।
এই লজ্জা কার ?
এই লজ্জা শুধুমাত্র আমাদের। তবে এমনভাবে চলতে থাকলে একদিন আমরা লজ্জিত হওয়া হয়ত ভুলে যাব।
@ তাসজিদ ভিডিওটা আপনার জন্য।
০১ লা মে, ২০১৪ রাত ১:৪২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এই লজ্জা শুধুমাত্র আমাদের। তবে এমনভাবে চলতে থাকলে একদিন আমরা লজ্জিত হওয়া হয়ত ভুলে যাব।
৫৭| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১:২৫
সন্ধ্যা প্রদীপ বলেছেন: আপু আইয়ুব বাচ্চু,জেমস সহ আরো অনেক ব্যান্ডের লাইভ কনসার্ট আমি দেখেছি,সেখানে শ্রোতাদের উন্মাদনা দেখেছি।তারা কনসার্ট জমাতে পারত না এটা আমি বিশ্বাস করি না।
০১ লা মে, ২০১৪ রাত ১:৪৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমিও বিশ্বাস করি না।
৫৮| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৫
একজন ঘূণপোকা বলেছেন: সন্ধ্যা প্রদীপ বলেছেন: আপু আইয়ুব বাচ্চু,জেমস সহ আরো অনেক ব্যান্ডের লাইভ কনসার্ট আমি দেখেছি,সেখানে শ্রোতাদের উন্মাদনা দেখেছি।তারা কনসার্ট জমাতে পারত না এটা আমি বিশ্বাস করি না।
০১ লা মে, ২০১৪ রাত ১:৪৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমিও বিশ্বাস করি না।
৫৯| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৪
বটবৃক্ষ~ বলেছেন:
দু:খজন ছিলো পুরোটাই!
যে জাতি নিজেকে সম্মান দিতে জানেনা তার সম্মান রক্ষা করা দু:সাধ্য।
০১ লা মে, ২০১৪ রাত ১:৪৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: যে জাতি নিজেকে সম্মান দিতে জানেনা তার সম্মান রক্ষা করা দু:সাধ্য ঠিক একদম।
৬০| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একমত।।
০১ লা মে, ২০১৪ রাত ১:৪৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ
৬১| ২৪ শে মে, ২০১৪ রাত ৮:৩৩
আমি তুমি আমরা বলেছেন:
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চল হিন্দি গান গাই
এপিক হইছে।
২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:৩০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ
৬২| ২৯ শে মে, ২০১৪ সকাল ১১:৫১
আমি তুমি আমরা বলেছেন: তোমার বর্ষপূর্তি পোস্ট কই?
২৯ শে মে, ২০১৪ রাত ৯:৫৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আগামী সপ্তাহে দিবো
৬৩| ৩০ শে মে, ২০১৪ ভোর ৬:৩৩
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: এলাম ... দেখলাম ... মাতলাম ...
প্রথম কমেন্ট, এরবেশি কিছু বলছিনা! শুধু এটুকুই ... সম্ভবত ছোট্ট প্রিয় তালিকায় আরো একটা নাম যোগ হতে যাচ্ছে আমার ...
প্রথম কমেন্ট, একেবারে মাইক্রো-ন্যানো কমেন্ট ই নাহয় হোক আমি আবার এক লাইনে মনের কথা উগড়ে দিতে পারিনা কিনা, কমেন্ট থেকেই মাইক্রো ব্লগ হয়ে যায়
প্রথম কমেন্ট, যাহোক গাদা গাদা বাগাড়ম্বড়, যুক্তিবাণ, নিবিড় আলাপনে বেতিবেস্ত হয়ে ফোঁটা কথার খৈ, প্রশংসা কিংবা নিন্দার ফুলঝুড়ি,উৎকট কৌতুকের আমিষ, কাব্যের রস, সাহিত্যের বুলি, দর্শনের স্তবক, দেশপ্রেমের বটিকা কিংবা শাণিত চিন্তার ধাঁর,কিংবা আমি-আপনি-আমরা, সে-তিনি-উহারা এবং ওমুক প্রসঙ্গ তমুক টপিক ইত্যাদি ইত্যাদি, এবং ভালোলাগা খারাপলাগা চিন্তা ভাবনা দর্শন, হবি, পছন্দ-অপছন্দ কিংবা প্রিয় অপ্রিয়ের খেরোখাতা না খুললাম! কিংবা পোস্টের তুলোধুনো, চুলচেড়া আঙ্গিক বিশ্লেষণেও গেলাম না ... সময় খুবই কম, রাতজাগা ক্লান্তিমাখা ফজরের পরে প্রিয় ব্লগে একটাবার উঁকি দিতে এসে যে একটি মাত্র মন্তব্য দিতে লগড ইন হতে হলো তাই আপনার...
অতএব, প্রথম কমেন্ট, সামান্যই হোক, প্রথম কমেন্ট ভালোলাগার যৎসামান্য সামান্য স্যূভনীর হোক, প্রথম কমেন্ট আর না বাড়ুক!
এবং প্রথম কমেন্ট শুধু এটুকুই জানাক, ভালো থাকবেন, প্রথম কমেন্ট জানাক ভালোলাগা জানবেন এবং .. এবং .. এবং প্রথম কমেন্ট জানাক নিখাঁদ ভালোলাগায় মার্ক করে গেলেম, প্রথম কমেন্ট জানাক এনোনিম ইনসোমনিয়াক ছায়ার মত এক পাঠক পেয়ে গেলেন ... এবং এবং ভালো থাকবেন ...
০৯ ই জুন, ২০১৪ রাত ১১:৩৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক মজা করে সময় নিয়ে কমেন্ট করেছেন । ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।
৬৪| ৩০ শে মে, ২০১৪ ভোর ৬:৪৩
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: দুঃখিত!
**নাহোক
০৯ ই জুন, ২০১৪ রাত ১১:৩৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ইটস ওকে
৬৫| ৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:২৮
সরল মেয়ে বলেছেন: "আমরা কখন বুঝবো সীমানা রক্ষার চেয়ে নিজস্ব সংস্কৃতি রক্ষা করা অনেক কঠিন। "
০৯ ই জুন, ২০১৪ রাত ১১:৩৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমাদের নিজস্ব সংস্কৃতি রক্ষার কথা ভাবার সময় কি আমদের আছে?
৬৬| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৭
ইখতামিন বলেছেন: একমত
০৯ ই জুন, ২০১৪ রাত ১১:৩৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ইখতামনি ।
৬৭| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: এটা জেমসকে ইঙ্গিত করে গাওয়া হতে পারে। তাহার শিল্পী সত্ত্বাকে আমি শ্রদ্ধা করি । ঢাবির একটা প্রগ্রামে ব্যান্ড শিল্পীদের আড্ডা দেখছিলাম। আড্ডার মধ্যমনি আইয়ুব বাচ্চু। .......................................................
বাট খারাপ বলে নি ।
০৯ ই জুন, ২০১৪ রাত ১১:৩৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শুধু চট্টগ্রামের সে কারণে না সত্যি বলছি এল আর বি গান গুলো অসম্ভব সুন্দর ও ভালো লাগে শুনতে ।
৬৮| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: এটা জেমসকে ইঙ্গিত করে গাওয়া হতে পারে। তাহার শিল্পী সত্ত্বাকে আমি শ্রদ্ধা করি । ঢাবির একটা প্রগ্রামে ব্যান্ড শিল্পীদের আড্ডা দেখছিলাম। আড্ডার মধ্যমনি আইয়ুব বাচ্চু। .......................................................
বাট খারাপ বলে নি ।
০৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম
৬৯| ১৩ ই জুন, ২০১৪ রাত ১০:১৮
সোজা কথা বলেছেন: দেরিতে সহমত! এজন্য দুঃখিত আপু।
০৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ইটস ওকে ভাইয়া । নো প্রব ...... আপনাকে ধন্যবাদ ।
৭০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আয়োজকদের দোষ দিয়েই লাভ কি ? আসল দোষ তো আমাদের। আমরা কিভাবে ৭৫ হাজার টাকা দিয়ে এর রহমানের কনসার্ট দেখার জন্য টিকেট কিনি?
বহুদিন পরে আপনার একটা পুরানো লেখায় এসে যে প্রশ্ন গুলা পেলাম এগুলো এখনও নতুনই আছে। কবে যে আমাদের একটু দেশপ্রেম জাগবে?
আপনার এক্সামের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো করে পরীক্ষা দিয়ে অফিসার হয়ে দেশের সেবা করবেন । আপনাদের মত মানুষই আজ দরকার।
০৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপু । আমি এফ সি পি পার্ট ১ অলরেডি পাশ করেছি। শুভকামনার জন্য কৃতজ্ঞতা রইলো আপু ।
৭১| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৪
মিঃ আতিক বলেছেন: আপনার পোস্ট এর আবেদন আজো ফুরিয়ে যায়নি। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৯
এম এ কাশেম বলেছেন: পরাজিত মানসিকতা
'র' এর হাট ডগ খাওয়া চেতনা
রাজাকার ভাদাকার
এই বাংলা ছাড়।