![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু প্রশ্ন আছে ব্লগার ভাইদের কাছে। আমার বয়স কম বিধায় আমার এই প্রশ্নগুলো
১) পাকিস্তান কার কাছে সারেন্ডার করে?
২) শহিদের সঠিক সংখ্যা কত?
৩) মওলানা ভাসানি কে ছিলেন এবং উনার সাথে জনাব শেখ মুজিবুর রহমানের কি সম্পর্ক ছিল?
৪) মুক্তি যুদ্ধের সময় ভাসানি কোথায় ছিলেন?
৫) ভাষা আন্দোলন ১৯৫২ স্বাধিনতা যুদ্ধ ১৯৭১ সালে এর মাঝে কোন কোন আন্দোলন হয়েছিল? ১৯৫২ এর আন্দোলনের নেত্রিত্ব কে কে দিয়েছিলেন?
উত্তর দেবার জন্য আগাম ধন্যবাদ।
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২
তুফান মেল বলেছেন: ভাই ভাসানি ভারতে ছিলেন কেন?
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
ভোরের সূর্য বলেছেন: ভাই আমি জানিনা আপনি বাংলাদেশে পরাশুনা করছেন কিনা বা ইংলিশ মিডিয়ামে পড়েছেন বা পড়ছেন কিনা যদি না হয় তবে উপরের কিছু প্রশ্নের উত্তর না জানা আমি মনে করি ক্রাইমের পর্যায়ে পরে।
আমি জানিনা বর্তমানে মাধ্যমিকে কি ধরনের ইতিহাস পড়ানো হয় তবে তবে ১) ২) এবং ৫) নং প্রশ্নের উত্তরগুলো মাধ্যমিকেই জেনেছি।আর যদি না জেনেও থাকেন আর আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে ঐ প্রশ্নগুলো নিয়ে এত আলোচনা হয় যে সবাই উত্তর জেনে যায়।আপনি যদি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশুনা করেন তাহলে আপনাকে উত্তরগুলো দেয়া যায় কিন্তু এর উপরে হলে,উপরের প্রশ্নের উত্তর যদি কেউ না জেনে থাকে তাহলে আমি উত্তরগুলো দিতে লজ্জাবোধ করছি।ব্যাক্তিগতভাবে আমি মনে করি ঐ প্রশ্নের উত্তরগুলো না জানা একজন বাংলাদেশী হিসাবে অপরাধের পর্যায়ে পরে।
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০
তুফান মেল বলেছেন: ক্রাইম হবে কেন। কিছু জানা ছিল কিছু জানা ছিল না। ৩০ লক্ষ শহিদ এ নিয়ে গান আছে।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১
ভোরের সূর্য বলেছেন: পাঠক১৯৭১ বলেছেন: ১) পাকিস্তান কার কাছে সারেন্ডার করে?
উত্তর: পাকিস্তান বাংলাদেশ-ভারত জয়েন্ট কামন্ডিং এর কাছে সারেন্ডার করে।
আরো সঠিকভাবে বলতে গেলে পাকিস্তানী কমান্ডিং স্টাফ লেঃজেঃনিয়াজী,ভারত-বাংলাদেশ জয়েন্ট কামন্ডিং স্টাফ লেঃজেঃঅরোরার কাছে সারেন্ডার করে।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১
ভোরের সূর্য বলেছেন: আমি বলেছি ব্যক্তিগতভাবে আমি মনে করি এসব না জানা ক্রাইম(মুক্তিযুদ্ধের চেতনা থেকেই বলা)।কেন অপরাধের কথা বলেছি সেই কারণটাও আপনাকে ব্যাখ্যা করেছি।
উপরের ছবিটা সারেন্ডারের।
উপরের ছবিটা সারেন্ডারের দলিল লেঃজেঃনিয়াজী এবং লেঃজেঃঅরোরার সাইন সহ।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি কেন ভারতে ছিলেন এটা জানতে নীচের লিঙ্কে ক্লিক করূন বিশদভাবে জানতে পারবেন।ওখানে War of Independence 1971 চ্যাপ্টারটা ভালমতন পড়ুন তাহলে বুঝবেন।
লিঙ্ক দেখুন
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২
তুফান মেল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। পরে ভাল লাগলো।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
রায়ান ঋদ্ধ বলেছেন: পাকিস্তান বিরোধী আন্দোলন তো দেশ ভাগের পর থেকেই শুরু হয়। '৪৭-এ ভারত-পাকিস্তান ভাগ হওয়ার পর ভাষা আন্দোলনের সূত্রপাত হয় '৪৮-এ। '৫২-তে যেটা প্রখর রূপ ধারন করে। '৫৪-তে যুক্তফ্রন্ট নির্বাচনের বঙ্গবন্ধু জয়ী হওয়ার পরও ক্ষমতা হস্তান্তর না করায় ২১ দফা আন্দোলন শুরু হয়, '৫৮-তে আইয়ুব ক্ষমতা নেওয়ার পর কিছু দিন আন্দোলন শিথিল হয় কিন্তু তার পরেই আবার শুরু হয় আন্দোলন, এর মধ্যে উল্লেখযোগ্য '৬২-র শিক্ষা আন্দোলন, '৬৬-র ৬ দফা আন্দোলন, আর সব থেকে বড় '৬৯-এ ছাত্রদের ১১ দফা আন্দোলন যেটা হয়ে ওঠে গণ অভ্যুত্থান!
৬| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৬
চাঁদগাজী বলেছেন:
মুক্তিবাহিনী জেনেভা কনভেনশন অনুসারে সৈন্য বাহিনী হিসেবে গণ্য হয়নি; পাকিস্তান ভারতের কাছে সারেন্ডার করতে চেয়েছিল
৭| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:১২
শতদ্রু একটি নদী... বলেছেন: লাইকড দ্যা কোয়েসচন্স!!
উত্তরগুলোও পড়ছি। ভাল্লাগছে।
কিন্তু ৫৪ এর নির্বাচনের সময় নেতা মনে হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন। মুজিব মনে হয় ওই দলের প্রধান নেতা ছিলেন না।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
পাঠক১৯৭১ বলেছেন: ১) পাকিস্তান কার কাছে সারেন্ডার করে?
উত্তর: পাকিস্তান বাংলাদেশ-ভারত জয়েন্ট কামন্ডিং এর কাছে সারেন্ডার করে।
২) শহিদের সঠিক সংখ্যা কত?
উত্তর: শীদদের সংখ্যা ৩০ লাখ। আপনি কি ক্ষতিপুরণ দেয়ার কতয়হা ভাবছেন? ঠিকানা ইতয়াদির দরকার হবে?
৩) মওলানা ভাসানি কে ছিলেন এবং উনার সাথে জনাব শেখ মুজিবুর রহমানের কি সম্পর্ক ছিল?
উতর: বর্তনাব আওয়ামী লীগের প্রতিস্টাতা, সোস্যালিস্ট জননেতা।
৪) মুক্তি যুদ্ধের সময় ভাসানি কোথায় ছিলেন?
উত্তর: উনি ভারতে ছিলেন।
৫) ভাষা আন্দোলন ১৯৫২ স্বাধিনতা যুদ্ধ ১৯৭১ সালে এর মাঝে কোন কোন আন্দোলন হয়েছিল? ১৯৫২ এর আন্দোলনের নেত্রিত্ব কে কে দিয়েছিলেন?
উত্তর: অনেক আন্দোলন হয়েছে; ১৯৬৯ সালে আইয়ুব বিরোধী আন্দোলন ছিল সবচেয়ে বড়।
এই সামান্য বিষয়গুলোতো ৮ম শ্রেণীর আগে জানা উচিত ছিল!