![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিথ্যা অপহরণ মামলার কথা মনে হয় অনেকের জানা আছে। ছেলেবেলায় দেখেছি, আমার এলাকায় অনেক ছেলে মেয়ে নিজেরা পালিয়ে বিয়ে করেছিল। এরপর মেয়ের বাবা ছেলে ও তার বন্ধুর নামে মিথ্যা অপহরণের কেস সাজিয়ে তদেরকে হয়রানী করে। অথচ পালানোর ক্ষেত্রে ছেলে মেয়ে দুজনেরই সম্মতি ছিল। কিন্তু হয়রানীর শিকার হলো শুধু ছেলেটি। এভাবে আমাদের সমাজে ছেলেরা নির্যাতিত হয়ে আসছে বহুদিন থেকে। কিন্তু কেউ কখনোও ছেলেদের নির্যাতনের বিষয়টিকে আমলে নেয়নি। কারণ পুরুষ নির্যাতন একটি সমাজের চোখে একটি স্বাভাবিক ঘটনা। তাই মিথ্যা মামলা দিয়ে পুরুষকে নির্যাতন দেখে আসছি সেই শিশুকাল থেকেই।
আর এখন দেখছি মিথ্যা নারী নির্যাতন মামলা, মিথ্যা ধর্ষন মামলা, মিথ্যা যৌতুকের মামলা সমাজের একটি সাধারণ বিষয়। মিথ্যা জেনেও কেউ কখনও প্রতিবাদ করে না। আর মহামান্য আদালতও আইনের চোখ দিয়ে বিচারকার্য চালিয়ে যাচ্ছেন
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৯
তুফান মেল বলেছেন: আইন মানুষের তৈরী তাই আমার মতে মানুষের চোখ অন্ধ হলেই আইনের চোখও অন্ধ।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১২
শিখণ্ডী বলেছেন: আপনি যদি বিবাহিত নারীর পূর্ণ সম্মতিতে তার সাথে মেলামেশা করেন, তবে পরস্ত্রীকে ব্যাভিচারের অভিযোগে অভিযুক্ত হবেন। আপনার শাস্তি হবে। কিন্তু নারীটির কোনও শাস্তি হবে না। আমাদের আইনটাই এমন!
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১২
তুফান মেল বলেছেন: ১৮৬০ সালের পিনাল কোডে নারিকেই প্রাধান্য দেওয়া হলো তাহলে কেন ২০১৭ সালে আমাদের শুনতে হবে পুরুষতান্ত্রিক সমাজ। এটা আমাদের আইন নয়। ব্রিটিশ শোষণ আমলের আইন। নিচের মৌলিক অধিকারের আইনের বলেই পিনাল কোডের অনেক আইন বাতিল হয়ে যায়। নিচের এই আইনের প্রেক্ষাপট ও বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন।
মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল
২৬। (১) এই ভাগের বিধানাবলীর সহিত অসমঞ্জস সকল প্রচলিত আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ, এই সংবিধান-প্রবর্তন হইতে সেই সকল আইনের ততখানি বাতিল হইয়া যাইবে।
(২) রাষ্ট্র এই ভাগের কোন বিধানের সহিত অসমঞ্জস কোন আইন প্রণয়ন করিবেন না এবং অনুরূপ কোন আইন প্রণীত হইলে তাহা এই ভাগের কোন বিধানের সহিত যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইয়া যাইবে।
১[ (৩) সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীন প্রণীত সংশোধনের ক্ষেত্রে এই অনুচ্ছেদের কোন কিছুই প্রযোজ্য হইবে না।
আইনের দৃষ্টিতে সমতা
২৭। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সৎ জীবনযাপন করুন, ধর্ম মেনে চলুন, দেশের আইন মেনে চলুন। আশা করি ঝামেলা হবে না...
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫
তুফান মেল বলেছেন: ভাই আমি একজন একটিভিস্ট পুরুষ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কাজ করি। আপনার উপদেশগুলো আসলেই খুব মূল্যবান।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩
রাজীব নুর বলেছেন: ৩ং মন্তব্যকারীর সাথে সহমত।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
বেনামি মানুষ বলেছেন: আইনের চোখ অন্ধ।