![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু দিন আগে উদয়ন স্কুলে ছাত্রীদের জামার হাতা কাটা হল আর এবার ব্র্যাক ইউনিভার্সিটিতে নেকাব পরার অপরাধে ছাত্রী বহিষ্কার।এছাড়াও সারা দেশে পরিমল জয়ধর আর পান্না মাস্টারা চালাচ্ছে ধর্ষনের মহাউৎসব।আবার আইন হইছে জোর জবরদস্তি করে বোরকা হিজাব নেকাব পরানো অপরাধ।এই থেকে একটা বিষয় পরিষ্কার, একটা মহল বোরকা ও হিজাব পরাকে নিরউৎসাহিত করার চেষ্টা চালাচ্ছে।
কিন্তু আমার প্রশ্ন হল জোর জবরদস্তি করে বোরকা হিজাব নেকাব পরানো যদি নারী স্বাধীনতার লঙ্ঘন বলি তাহলে জোর জবরদস্তি করে হিজাব নেকাব পরায় নিষেধাজ্ঞাকে নারী স্বাধীনতার লঙ্ঘন বলব না কেন? কেন আইনের আওতায় তাদের শাস্তি হবে না?
নাকি মুসলমানদের কোন স্বাধীনতা নেই, নেই তাদের জন্য কোন মানবধিকার??
নাকি পশ্চিমে যখন যেটা শুরু হবে তা বিনা বিচারে আমাদেরও শুরু করে দিতে হবে?
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
মোঃ জুনায়েদ খান বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
মাজহারুল হুসাইন বলেছেন: এ ধরনের আবেগি কথার মুল্য নাই । ডাইরেক্ট এ্যাকশন চাই ।