![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ডাল-ভাতে ছুটে চলা আকাশ-নদী, ফুলবানুর সংসারে সাঁতার কাটি, চোখে-মুখে ধোঁয়া...
রাখাল ছেলে গণকের কথা শুনেনা
গরুর পাল নিয়ে হুড়মুড় করে নামে নদীর জলে,
তারপর জল থৈ থৈ, সাঁতার, বাড়ে মানুষের ভীড়...
গণক অবাক, কপালের রেখা স্পষ্ট খাড়া !
২২ বছরের গণনার ফল, এখন কি মিথ্যা হয়ে যাবে ?
প্রমাণ করতে জলে হাত দেয় এবং সহসা পাথর !
গণক চিৎকার করে, খবরদার জলে নামবেনা !
তবু সবাই জলে নামে, স্নান করে, নদী পার হয়...
গণক ছাড়া কেউ'ই পাথর হয়না ।
শুরু হয় নতুন করে গণনা, জলে নামা ঠেকাতেই হবে
(কবিতাটি ব্লগের দশম বর্ষপুর্তি এবং সপ্তম বাংলা ব্লগ দিবসের বিশেষ আয়োজনের উদ্দেশ্যে প্রেরিত...। )
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০
সাবলীল মনির বলেছেন: ঠিক ধরেছেন, তবে অন্যভাবেও অর্থ করা যায় । অসংখ্য ধন্যবাদ ।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৫
মাকড়সাঁ বলেছেন: গণক ছাড়া কেউ'ই পাথর হয়না ।
শুরু হয় নতুন করে গণনা,
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯
সাবলীল মনির বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২
অন্ধবিন্দু বলেছেন:
সহসা পাথর হবার পরে গণক আবার চিৎকার করলো কিভাবে ? খটকা লাগছে। কবিতায় কৌতুহল জাগছিলো যেন গল্পটা শুনতে চাইছিলুম। কবিকে বলি ভাবটা যদি কতক বাড়তো, জলে নামতে পারতুম তবে।
ভালোলাগা রইলো।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯
সাবলীল মনির বলেছেন: অসংখ্য ধন্যবাদ । অাসলে গণক জলকে পরীক্ষা করার জন্যই কেবল জলে হাত দিয়েছিল এবং তার হাতে যেটুকু জল লেগেছিল সেটুকুই কেবল পাথর হয়েছিল, তাই পরে তার গণনা করতে সমস্যা হয়নি । কবিতাটিকে বেশ কয়েক ভাবেই অর্থ করা যায় । প্রিয় অন্ধবিন্দু, একটা অর্থ দাঁড় করিয়ে নিলেই তো হয় । অাবারও ধন্যবাদ, শুভরাত্রি ।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৮
এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২
সাবলীল মনির বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগা রইলো। +++
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২
সাবলীল মনির বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩
মাহবুবুল আজাদ বলেছেন: অন্যের অনিষ্ঠ চেয়ে সে ফাঁদের অভিশাপে নিজেই ধরা খেল। ব্যাপারটা কি তাই ?