![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ যা বিস্বাস করে তা অনুশরণ করে না কিংবা করতে পারে না, এই দ্বিধা নিয়ে পথ চলা তোমাদের মতই এই আমি
জোছনা নেই আজ রাতে । কোন রূপকথা নেই । উঠানে খেজুর পাতার পাটি পাতা নেই । আছে নির্বিকার অন্ধকার ।জোনাকি পোকার আলো নেই । আলো শুধু তারকার । গত চার মাস ছুটি ছিলনা আজও নেই । বসের কাজে এসেছি ছ ঘন্টার অবসর । এই অসময় কেউ অপেক্ষাই নেই । একবার কি দেখা দেব মালিভূতের মত ? নাহ ঘুম ভেঙ্গে লাভ নেই । ইস খোলা থাকতো যদি জানালা । বাবাও কি দুয়ার ভেযায় আজকাল । পাখপাখালির ডাক নেই অনেক দুরে সকাল । মা মা , ও মিতা , মি, .... । কো ন সাড়া নেই । শব্দ নেই । ফিরে চলি নক্ষত্রের আলো ছাড়া কিছু নেই । আছে সুঘন্ধ লেবুর সাদা সাদা সুধু ফুল । নাহ লেবু ফুলেও আজ ঘ্রান নেই । তখনি মা ডাক দিল , বাবু ! আমি ততখনে আড়ালে পোছেছি । ছায়া পড়ার ভয় নেই । আছে শুধু এক দ্বিধা , সাড়া কি দেব !!!!!!!!
২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৩
blackant বলেছেন: ধন্যবাদ ;
৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দরম প্রকাশ
৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭
blackant বলেছেন: আপনার কথা মাথায় রাখলাম । পরবর্তী লেখা আরো সরল করার চেষ্টা থাকবে । ধন্যবাদ ।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৭
বাংলার ফেসবুক বলেছেন: শুধু নাই আর নাই। এতা কেন হতাশা। কোন কাহিনী বা বিষয় খুজে পেলাম না।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:২১
blackant বলেছেন: ধন্যবাদ ফেবু । কাহিনি আছে আলসতা করে ছোট করতে গিয়ে , মনের মত হলনা । তাছাড়া ব্লগ এ নতুন । সময় পেলে লিখব আশা রাখি।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২১
খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি সংশয়াচ্ছন্ন চিত্র এঁকেছেন কথার পটে।
আপনি এখন আর লিখছেন না কেন?
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪০
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: খুব ভালো লাগল মুক্তগদ্যটা । শুধু ভালোই লেগেছে কিন্তু কিছু বুঝে উঠতে পারিনি ।