নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/md.pialuddin

blackant

মানুষ যা বিস্বাস করে তা অনুশরণ করে না কিংবা করতে পারে না, এই দ্বিধা নিয়ে পথ চলা তোমাদের মতই এই আমি

blackant › বিস্তারিত পোস্টঃ

"বাঙালী তোমাদের স্বরে , এই ডিসেম্বরে "

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

বাংলাদেশ সরকার ১৪ই ডিসেম্বর তাদের স্বরণ করে । আমরা অজান্তেই সারা বছর তাদের খুঁজে ফিরি । কেন যেন ডিসেম্বর এলেই বুকে তীব্র ব্যথা লাগে । ভাবছেন তারা আমার আত্নীয় ? না তবে পরম স্বজন ।তারা থাকলে আজ দেশের শিক্ষার হার একটু হলেও বেশি হত । সাহিত্য একটু হলেও সম্বৃদ্ধ হত । সংস্কৃতি একটু হলেও বিকশিত হত ।
ব্যবসা একটু হলেও প্রসারিত হত ।
আজ বাংলা গানের শ্রোতা নাই । বাংলা ছবির দর্শক নাই । বাংলা ভাষার চল নাই । দেশী পন্যর ক্রেতা নাই । হিন্দি , ইংলিশ, চায়না , পশ্চিমা গ্রাস করে চলেছে আমাদের ।
কেন???
এর প্রধান কারন 'শূন্যতা '। আমাদের বুদ্ধিজীবিদের হত্যা করে "'তারা '"আমাদের কয়েকশ বছর পিছিয়ে দিয়েছে ।

ধরুন সুন্দরবনের সব বাঘ হত্যা করা হল ।
এবার কি হবে? এবার শিয়াল হবে বনের রাজা , হুঙ্কার দিবে |তা কারোও ভাল লাগার কথা নয় । তাই বনের পাখ - পাখালি অন্য বনের হায়েনার কন্ঠ শুনতে চাইতেই পারে । এতে পাখ পাখালির কি দোষ ?

ঐ "'তারা "'কয়েক লক্ষ বছর পিছাবে সন্দেহ নাই । ইতিমধ্য শুরু হয়েছে । বিশ্ব তা দেখছে ।
বুদ্ধিজীবিদের হত্যার কথা যখন পড়ি , কি যে ব্যাথা লাগে! , কি যে ব্যাথা !! ইস আজ আমরা কত এগিয়ে থাকতাম যদি
জহির রায়হান , শহীদুল্লা কায়সার , জি সি দেব , রনদা প্রসাদ শাহা (সফল উদোক্তা ) ,এদের মত --৯৯১ জন শিক্ষাবিদ ,১৩ জন সাংবাদিক , ৪৯ জন ডাক্তার ,৪২ জন উকিল , ৯ জন সাহিত্যক শিল্পী , ৫ জন ইঞ্জিনিয়ার ,ও ২ জন ( অন্য ) সুপরিকল্পিত হত্যার শিকার না হত !! ।।

পুনশ্চ ১ ঃ বনের পাখ পাখালি অন্য বনের হায়েনার ডাক শুনুক কিন্তু আমরা ত মানুষ , শহীদদের রক্তে লেখা তার চেয়েও প্রবিত্র সত্য 'আমরা বাংলাদেশী 'আমাদের বিবেচনা অবুঝ পাখিদের চেয়ে ভিন্ন হবে ।

পুনশ্চ ২ঃ প্রচলিত একটা গল্প শুনেছিলাম এরকম -'কোলকাতা বিশ্ববদ্যালয়ের একজন ব্রিটিশ অধ্যাপক বাইরে এসেছেন । একটা দেশলায় কিনবেন । এ দোকান খোঁজেন ও দোকান খোঁজেন 'মেড ইন ব্রিটিশ ' দেশলায় আর পান না । সব ভারতীয় ।
শেষে' ঘুটার '(গোবরের তৈরী জ্বালানী ) ছায়ে সিগারেট ধরান ।
এখন তাঁকে কি আমরা গোঁড়া বলব ? মৌলবাদী বলব ?
আরে ভাই মৌলবাদী ত সেই যে - কোন কিছুর মৌলিক সবকিছু জানে এবং মানে ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.