![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ যা বিস্বাস করে তা অনুশরণ করে না কিংবা করতে পারে না, এই দ্বিধা নিয়ে পথ চলা তোমাদের মতই এই আমি
"অবসরের অপেক্ষায় "
(blackant)
মনের প্রতিটি কথা লিখে ফেলব ,
আলোকিত সৃতির পাতায় ।
যখন ঝাঁ ঝাঁ ধরা শব্দ তরঙ্গ বাতাসে মিলায় ।
এড়িয়ে চলার কথা অসময় যত ,
নিমগ্ন হয়ে যাব সাধনায় ব্রত ।
ইদানিং আমার ভাল যাচ্ছে না ক্ষণ ,
উল্টে পাল্টে বেনিয়ম আর মন ।
অবসরে জমজমাট ব্যস্ত হব ,
গল্পের সাথে কথা কব ।
বলপয়েন্টের মাথায় আর
কালি জমাট বাঁধতে দেয়া হবে না ।
সভ্যতার দোষরেখা আর
পুরু হতে দেয়া হবে না ।
সরিয়ে সকল মেঘ
শৃজন সুখেই করব প্রকাশ আমার সব আবেগ !
২| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৪
নীলপরি বলেছেন: শৃজন সুখেই করব প্রকাশ আমার সব আবেগ !
সুন্দর চিন্তা ।
শুভকামনা ।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৯
শামীম সরদার নিশু বলেছেন: সুখেই করুন প্রকাশ আপনার সব আবেগ ।
২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৪
blackant বলেছেন: সবাই করুক প্রকাশ সব আবেগ । ধন্যবাদ নিশু সরদার।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন: অপেক্ষা প্রহর শেষ হোক..........