![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ যা বিস্বাস করে তা অনুশরণ করে না কিংবা করতে পারে না, এই দ্বিধা নিয়ে পথ চলা তোমাদের মতই এই আমি
আমি দ্বিতীয় শ্রেনীর একজন নাবিক এবং কালো পিঁপড়া (blackant) এর মত অহিংস্র নিরাপদ ব্লগার।সামুর তথ্য অনুযায়ী ব্লগের সাথে আমার পরিচয় এক বছর এক সপ্তাহ। সময় পেলে এখানে আসি।লিখতে খুব ইচ্ছা হয়, মাথায় অনেক গল্পই ঘুরঘুর করে কিন্তু লেখকের ব্যস্ততা দেখে লজ্জা পেয়ে গল্পরাও ফিরে যায়।
যা হোক ভনিতা অনেক হল এবার প্রসঙ্গে আসি। এরি মধ্য আমি আমার পারিপার্শ্বিক অনেককে ব্লগ 'সামুর' সাথে পরিচিত করার চেষ্টা করেছি। ফলাফল, তাদের কেও কেও আমাকে 'ব্লগার' বলে ডাকা শুরু করেছে।
আমি তখন বলেছি ভাই আস তোমারও একটা ব্লগ খুলে দিই। তখন তারা সন্দেহের চোখে আমার দিকে তাকায়, বিড়বিড় করে বলে 'ভাই চাপাতির কোপ খাওয়ার আমার শখ নাই'। ভাবটা এমন যে আমি যে কোন সময় চাপাতির কোপ খাব। ব্লগার শব্দটা শুনলেই তাদের চোখে ভেসে উঠে যে ছবি তা হলো চাপাতির কোপে ধড় থেকে বিচ্ছিন্ন হওয়া এক মাথা এবং পাশে পড়ে থাকা রক্তাক্ত এক চাপাতি ।
আরেকটা গল্প বলি,২০১৩ সালের কোন এক দিন রাজশাহীতে রিকশায় যাচ্ছি হঠাৎ এক মিছিলের সামনে পড়লাম মিছিলে সবার স্লোগান ছিল 'ব্লগারদের ফাসি চায়। ব্লগারদের ফাসি চাই।' সেদিন সেই মিছিলে পুলিশের ফাঁকা গুলির মুখে পড়ে আমিও ফুল স্পিডে ইউ টার্ণ মেরেছিলাম।তখন আমরও বাংলার আমজনতার মত ধারনা ছিল ব্লগার মানে ধর্ম বিদ্বেশী চাপাতি খোর একদল মানুষ!
আর আজ এজন্য অহিংস ব্লগার সমাজের কাছে সবিনয়ে ক্ষমা চাচ্ছি। আমার মনে হয় জাতীয় ঐক্য ও সুস্থ আলোচনার জন্য বাংলা ব্লগ ফেসবুকের চেয়েও জনপ্রিয় হতে পারত , কিন্তু কে দুর করবে তরুনদের মন থেকে এই ব্লগ ভীতি?
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫২
শামীম সরদার নিশু বলেছেন: আসলেই তরুণদের কাছে ব্লগ ভীতকির।
তবুও নির্ভয়ে বলছি Happy ব্লগিং ।
অজানাকে জানতে এসছি আপনাদের মাঝে।
আর হ্যা আমি ব্লগে নতুন, পাশে থাকবেন।
প্রোফাইল ঘুড়ে আসবেন।