নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/md.pialuddin

blackant

মানুষ যা বিস্বাস করে তা অনুশরণ করে না কিংবা করতে পারে না, এই দ্বিধা নিয়ে পথ চলা তোমাদের মতই এই আমি

blackant › বিস্তারিত পোস্টঃ

শুধু মানুষ স্বপ্নচারী

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫১

স্বপ্ন বিক্রেতা হব আমি । নানান রঙের নানান সুরের স্বপ্ন থাকবে আমার ঝুড়িতে । গাঁয়ের ধূলামলিন পথে মধুর সুরে হাঁক দিব , স্বপ্ন নেবে.....ন স্বপ্ন ,হরেক রকম স্বপ্ন আছে । সস্তা দাম , ভাল ভাল কিছু স্বপ্ন বিক্রি আছে । এরপর বৃষ্টি ধোয়া যে পথটা চকচকে পিচ-পাথরের সে পথ ধরে হাঁটতে হাঁটতে মফস্বলের মোড়টায় দাড়াব , একটা টেম্পো ভাড়া নেব তার মাথায় একটা মাইক বাঁধব । এরপর যাত্রা পালার ঘোষনার মতো টেনে টেনে বলব , ভাই সব , ভাই সব একদম ঝাক্কাস , একদম মারদাঙ্গা কিছু স্বপ্ন আছে । আর মাত্র কয়েক পিস , শুধু মাত্র কম্পানির প্রচারের জন্য অর্ধেক দামে, এখুনি চলে আসুন প্রচার গাড়ি লক্ষ্য করে । এবার স্বপ্ন বিক্রি হবে শহরে , আর তোমাদের এই নগরে । ধোঁয়া ওড়া ফুটপাতের ধারে আর পানি জমা পথের ধারে কিছু মেকি স্বপ্ন বিক্রি করব সস্তা দামে । দামি দামি আর বিদেশি ব্রান্ড এর কিছু স্বপ্নও থাকবে তবে তা কাঁচে ঘেরা শীতল হাওয়ার ঘরে ।
কত রূপের মানুষ ,কত বর্ণের ভাবনা তবু ও সবার একটাই অবলম্বন "স্বপ্ন "।
দুরন্ত একটা মানুষ যেমন উড়ে বেড়ায় , পা হীন মানুষও স্বপ্ন ডানায় ভর করে উড়ে ।
মা দেখ! সামরিক সন্তান আজ আমি । তোমাকে স্বাধীন রাখতে গিয়ে আমিই পরাধীন। তোমাকে মুক্ত করেছি যে সব শৃংখল তা আমার হাতে জড়ানো, পায়ে পেঁচানো।আমার মায়ের ভরসা, বাবার গর্ব সেও দাড়িয়ে আছে আমার হাতের শিঁকলের বাঁধনের উপর। তোমার ঐ সব সন্তানেরা কিন্তু জানেনা আমাদের এই হাল । আমরা জানতে দিই নি। ঢেকে দিয়েছি কৃত্রিম হাসির ফোয়ারা দিয়ে। তুমি হয়তো জানো আমার কোন স্বপ্ন নাই । আসলে স্বপ্ন ছাড়া মানুষ , পাখা ছাড়া পাখির মত । তাই আমি বিক্রেতা হব , ক্ষীন আশা তোমাদের ডানায় ভর দিয়ে কোন এক দিন মেঘ ছুঁতে পারি! স্বপ্ন বিক্রেতা হব আমি । নানান রঙের নানান সুরের স্বপ্ন থাকবে আমার ঝুড়িতে । গাঁয়ের ধূলামলিন পথে মধুর সুরে হাঁক দিব , স্বপ্ন নেবে.....ন স্বপ্ন ,হরেক রকম স্বপ্ন আছে । সস্তা দাম , ভাল ভাল কিছু স্বপ্ন বিক্রি আছে । এরপর বৃষ্টি ধোয়া যে পথটা চকচকে পিচ-পাথরের সে পথ ধরে হাঁটতে হাঁটতে মফস্বলের মোড়টায় দাড়াব , একটা টেম্পো ভাড়া নেব তার মাথায় একটা মাইক বাঁধব । এরপর যাত্রা পালার ঘোষনার মতো টেনে টেনে বলব , ভাই সব , ভাই সব একদম ঝাক্কাস , একদম মারদাঙ্গা কিছু স্বপ্ন আছে । আর মাত্র কয়েক পিস , শুধু মাত্র কম্পানির প্রচারের জন্য অর্ধেক দামে, এখুনি চলে আসুন প্রচার গাড়ি লক্ষ্য করে । এবার স্বপ্ন বিক্রি হবে শহরে , আর তোমাদের এই নগরে । ধোঁয়া ওড়া ফুটপাতের ধারে আর পানি জমা পথের ধারে কিছু মেকি স্বপ্ন বিক্রি করব সস্তা দামে । দামি দামি আর বিদেশি ব্রান্ড এর কিছু স্বপ্নও থাকবে তবে তা কাঁচে ঘেরা শীতল হাওয়ার ঘরে ।
কত রূপের মানুষ ,কত বর্ণের ভাবনা তবু ও সবার একটাই অবলম্বন "স্বপ্ন "।
দুরন্ত একটা মানুষ যেমন উড়ে বেড়ায় , পা হীন মানুষও স্বপ্ন ডানায় ভর করে উড়ে ।
মা দেখ! সামরিক সন্তান আজ আমি । তোমাকে স্বাধীন রাখতে গিয়ে আমিই পরাধীন। তোমাকে মুক্ত করেছি যে সব শৃংখল তা আমার হাতে জড়ানো, পায়ে পেঁচানো।আমার মায়ের ভরসা, বাবার গর্ব সেও দাড়িয়ে আছে আমার হাতের শিঁকলের বাঁধনের উপর। তোমার ঐ সব সন্তানেরা কিন্তু জানেনা আমাদের এই হাল । আমরা জানতে দিই নি। ঢেকে দিয়েছি কৃত্রিম হাসির ফোয়ারা দিয়ে। তুমি হয়তো জানো আমার কোন স্বপ্ন নাই । আসলে স্বপ্ন ছাড়া মানুষ , পাখা ছাড়া পাখির মত । তাই আমি বিক্রেতা হব , ক্ষীন আশা তোমাদের ডানায় ভর দিয়ে কোন এক দিন মেঘ ছুঁতে পারি!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৩:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল লিখাটি । মানুষ স্বপ্ন দেখে , সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যায় এবং জগতকে সেরা অনেক কিছু উপহার দেয় । কবি গুরু বলেছেন স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান , গৌরানন্দ কবি বনে শুনে পুণ্যবান , তাই স্বপ্ন ফেরী করতে পারেন অবলিলায় ।
শুভেচ্ছা রইল ।

১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৭

blackant বলেছেন: THANK YOU SIR!

২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১০

শামীম সরদার নিশু বলেছেন: সুন্দর লিখেছেন
যাই হোক আমি ব্লগে নতুন, পাশ থাকবেন।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৫

blackant বলেছেন: থাকব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.