নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/md.pialuddin

blackant

মানুষ যা বিস্বাস করে তা অনুশরণ করে না কিংবা করতে পারে না, এই দ্বিধা নিয়ে পথ চলা তোমাদের মতই এই আমি

blackant › বিস্তারিত পোস্টঃ

শুধু মানুষ স্বপ্নচারী

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৭


স্বপ্ন বিক্রেতা হব আমি । নানান রঙের নানান সুরের স্বপ্ন থাকবে আমার ঝুড়িতে । গাঁয়ের ধূলামলিন পথে মধুর সুরে হাঁক দিব , স্বপ্ন নেবে.....ন স্বপ্ন ,হরেক রকম স্বপ্ন আছে । সস্তা দাম , ভাল ভাল কিছু স্বপ্ন বিক্রি আছে । এরপর বৃষ্টি ধোয়া যে পথটা চকচকে পিচ-পাথরের সে পথ ধরে হাঁটতে হাঁটতে মফস্বলের মোড়টায় দাড়াব , একটা টেম্পো ভাড়া নেব তার মাথায় একটা মাইক বাঁধব । এরপর যাত্রা পালার ঘোষনার মতো টেনে টেনে বলব , ভাই সব , ভাই সব একদম ঝাক্কাস , একদম মারদাঙ্গা কিছু স্বপ্ন আছে । আর মাত্র কয়েক পিস , শুধু মাত্র কম্পানির প্রচারের জন্য অর্ধেক দামে, এখুনি চলে আসুন প্রচার গাড়ি লক্ষ্য করে । এবার স্বপ্ন বিক্রি হবে শহরে , আর তোমাদের এই নগরে। ধোঁয়া ওড়া ফুটপাতের ধারে আর পানি জমা পথের ধারে কিছু মেকি সপ্ন বিক্রি করব সস্তা দামে । দামি দামি আর বিদেশি ব্রান্ড এর কিছু সপ্নও থাকবে তবে তা কাঁচে ঘেরা শীতল হাওয়ার ঘরে ।
কত রূপের মানুষ ,কত বর্ণের ভাবনা তবু ও সবার একটাই অবলম্বন "স্বপ্ন "।
দুরন্ত একটা মানুষ যেমন উড়ে বেড়ায় , পা হীন মানুষও স্বপ্ন ডানায় ভর করে উড়ে ।
মা দেখ! সামরিক সন্তান আজ আমি । তোমাকে স্বাধীন রাখতে গিয়ে আমিই পরাধীন। তোমাকে মুক্ত করেছি যে সব শৃংখল তা আমার হাতে জড়ানো, পায়ে পেঁচানো।আমার মায়ের ভরসা, বাবার গর্ব সেও দাড়িয়ে আছে আমার হাতের শিঁকলের বাঁধনের উপর। তোমার ঐ সব সন্তানেরা কিন্তু জানেনা আমাদের এই হাল । আমরা জানতে দিই নি। ঢেকে দিয়েছি কৃত্রিম হাসির ফোয়ারা দিয়ে। তুমি হয়তো জানো আমার কোন স্বপ্ন নাই ।আসলে স্বপ্ন ছাড়া মানুষ , পাখা ছাড়া পাখির মত । তাই আমি বিক্রেতা হব , ক্ষীন আশা তোমাদের ডানায় ভর দিয়ে কোন এক দিন মেঘ ছুঁতে পারি!

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০০

মোস্তফা সোহেল বলেছেন: সপ্ন কিনতে পারলে মন্দ হত না।

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩১

blackant বলেছেন: শুরু করছি, শিঘ্রই আপনার হাতের নাগালে পাবেন !

২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭

কানিজ রিনা বলেছেন: দামটা নাগালের ভিতরে রেখেন।

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৮

blackant বলেছেন: কেন নয়!

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২০

একজন সত্যিকার হিমু বলেছেন: স্বপ্ন ক্রেতা হতে চাই ।

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২

blackant বলেছেন: আমন্ত্রিত।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৪

খায়রুল আহসান বলেছেন: আর স্বপ্ন ছাড়া মানুষ , পাখা ছাড়া পাখির মত - ঠিক!

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪

blackant বলেছেন: আমি যে তাই! স্যার!

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, অভিনন্দন
ভালো লাগলো

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৯

blackant বলেছেন: ধন্যবাদ ।ভাল লাগাতে পেরে আমারো ভাল লাগছে, তবে পুরো লেখাটাই আমার জন্য সত্য ।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৩

রাইসা আন্তা বলেছেন: ভালো লিখছেন।

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩

blackant বলেছেন: ধন্যবাদ।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৩

ভাবুক কবি বলেছেন: স্বপ্ন ক্রয়-বিক্রয় চলছে
এ সুযোগ সীমিত সময়ের জন্য ;)

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

blackant বলেছেন: :)

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১২

তারেক ফাহিম বলেছেন: ভাই হরেক রকমের স্বপ্ন আছে পড়ে এলাম কোনটার দাম কত?

১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৪

blackant বলেছেন: স্বপ্নের বাজারে কোন মুলামুলি নাই,আগে চয়েজ করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.