![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ যা বিস্বাস করে তা অনুশরণ করে না কিংবা করতে পারে না, এই দ্বিধা নিয়ে পথ চলা তোমাদের মতই এই আমি
আমি দ্বিতীয় শ্রেনীর একজন অহিংস্র, নিরাপদ ব্লগার।সামুর তথ্য অনুযায়ী ব্লগের সাথে আমার পরিচয় এক বছর এক সপ্তাহ। সময় পেলে এখানে আসি।লিখতে খুব ইচ্ছা হয়, মাথায় অনেক গল্পই ঘুরঘুর করে কিন্তু লেখকের ব্যস্ততা দেখে লজ্জা পেয়ে গল্পরাও ফিরে যায়।যা হোক ভনিতা অনেক হল এবার প্রসঙ্গে আসি। এরি মধ্য আমি আমার পারিপার্শ্বিক অনেককে ব্লগ 'সামুর' সাথে পরিচিত করার চেষ্টা করেছি। ফলাফল, তাদের কেও কেও আমাকে 'ব্লগার' বলে ডাকা শুরু করেছে।আমি তখন বলেছি ভাই আস তোমারও একটা ব্লগ খুলে দিই। তখন তারা সন্দেহের চোখে আমার দিকে তাকায়, বিড়বিড় করে বলে 'ভাই চাপাতির কোপ খাওয়ার আমার শখ নাই'। ভাবটা এমন যে আমি যে কোন সময় চাপাতির কোপ খাব। ব্লগার শব্দটা শুনলেই তাদের চোখে ভেসে উঠে যে ছবি তা হলো চাপাতির কোপে ধড় থেকে বিচ্ছিন্ন হওয়া এক মাথা এবং পাশে পড়ে থাকা রক্তাক্ত এক চাপাতি ।
আরেকটা গল্প বলি,২০১৩ সালের কোন এক দিন রাজশাহীতে রিকশায় যাচ্ছি হঠাৎ এক মিছিলের সামনে পড়লাম মিছিলে সবার স্লোগান ছিল 'ব্লগারদের ফাসি চায়। ব্লগারদের ফাসি চাই।' সেদিন সেই মিছিলে পুলিশের ফাঁকা গুলির মুখে পড়ে আমিও ফুল স্পিডে ইউ টার্ণ মেরেছিলাম।তখন আমরও বাংলার আমজনতার মত ধারনা ছিল ব্লগার মানে ধর্ম বিদ্বেশী চাপাতি খোর একদল মানুষ!
আর আজ এজন্য অহিংস ব্লগার সমাজের কাছে সবিনয়ে ক্ষমা চাচ্ছি। আমার মনে হয় জাতীয় ঐক্য ও সুস্থ আলোচনার জন্য বাংলা ব্লগ ফেসবুকের চেয়েও জনপ্রিয় হতে পারত , কিন্তু কে দুর করবে তরুনদের মন থেকে এই ব্লগ ভীতি?
১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
blackant বলেছেন: i am not audacious enough to debate with you,straightly there is a lethal misunderstanding in our country about the word BLOG .they arn't afraid rather than they are unacquainted with it .
২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপার উপর এখন দায়িত্ব ব+র+তা+য়+ছে।
আপনি প্রচার করতে থাকুন,
ব্লগ দেওবন্দের চিন্তা চেতনার ফল!
ব্লগ মওদুদীর স্বপ্ন ছিল।
চরমোনাই হুজুর মরার আগে ব্লগিং করতে ওসিয়ত করে গেছেন।
তারপর দেখবেন ব্লগ ও ব্লগারদের শানে গজল ও দুরুদ নাজিল হয়ে গেছে।
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০১
blackant বলেছেন: Click This Link
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
blackant বলেছেন:
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
একজন সত্যিকার হিমু বলেছেন: এই জাতির অধিকাংশ তরুণ জয় বাংলা,জয় জিয়া,জয় দাঁড়ি টুপি-স্লোগান দেয় ।এদের কাছে কোনদিন ব্লগিং জনপ্রিয় হবেনা ।
১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
blackant বলেছেন: আমিও হিমু। হিমুরা আশবাদী হয়।
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫
আহমেদ জী এস বলেছেন: blackant ,
ভালো এবং ঠিক কথাটিই বলেছেন ----" ...... they arn't afraid rather than they are unacquainted with it ."
এই লিংকটি দেখতে পারেন ----“ একটুখানি ব্লগ ....আ টুল অব কমিয়্যুনিকেশান ! ”
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১০
চাঁদগাজী বলেছেন:
"জাতীয় ঐক্য ও সুস্থ আলোচনার জন্য বাংলা ব্লগ ফেসবুকের চেয়েও জনপ্রিয় হতে পারত , কিন্তু কে দুর করবে তরুনদের মন থেকে এই ব্লগ ভীতি?"
-যাদের মনে ব্লগ ভীতি আছে, তারা কিভাবে তরুণ হলো? ওরা তো অরুণ-বরুণ-কিরণমালা!