নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/md.pialuddin

blackant

মানুষ যা বিস্বাস করে তা অনুশরণ করে না কিংবা করতে পারে না, এই দ্বিধা নিয়ে পথ চলা তোমাদের মতই এই আমি

blackant › বিস্তারিত পোস্টঃ

সোনার হরিণ চাই না

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০


আমরা জীবনে কি হব নিজে ঠিক করি না।  করতে পারি না। অন্যরা ঠিক করে দেয়। চাপে পড়ে আমরা তা মেনে নিই। এজন্যই সবখানে যোগ্য লোকজন হারাচ্ছি।সরকারি চাকরি না হলে মেয়ের বাবা মেয়ে দিবে না,জানা কথা। কিন্তু কেন?  অনেকেই বলে 'জব সিকিউরিটি'র জন্য সরকারি চাকরি সবচেয়ে ভাল। সরকারি চাকরিতে কাজের কাজ তেমন কিছু করতে হয় না  বলে মনে করা হয়। এটা সঠিক নয় । আসলে অনেক সরকারি চাকরি আছে যেখানে সীমাহীন দায়িত্ব এবং কাজ। তবে এটা ঠিক যে হদ্দ আনাড়ি হলেও সরকারী চাকরি থেকে বরখাস্ত খুবি কম হয়।  দূর্নীতি করলেও চাকরি চলে যায় না।  ফলে দুর্নীতি বাড়ে এবং বাড়ে। প্রতি বছর সরকারি খাতগুলো কোটি কোটি টাকা লোকসান করে। সরকারি চাকরির এই মগের মুল্লুক যদি বন্ধ হত আর বেসরকারী চাকরির মত জবাবদিহিতা থাকত তাহলে যারা পরিশ্রম করে তারা ফল পেত। যারা দেশকে বেচে খায় তারা চাকরি হারাতো। ফলে অলসতাপ্রিয় জাতি সরকারি চাকরিতে নিরুৎসাহিত হত। মেধাবিরা বেসরকারি খাতে আসত। সরকারি চাকরি পাওয়ার জন্য যে সামাজিক চাপ সেটা থাকত না। ফলে ব্যাক্তিগত উদ্যোগ বহুগুনে বৃদ্ধি  পেত । কর্মসংস্থান নিয়ে এই হাহাকার পরিনত হত শিল্প বিপ্লবের জয়জয়কারে।সরকারি চাকরিকে সোনার হরিণ বানিয়ে সোনার হরিণেরর স্বপ্নে তারুন্যকে বিভোর করার মাসুল আমাদের দিতে হচ্ছে। আরও কত দিন দিতে হবে কে জানে?

একি, হর্ণ বাজছে কেন? বাস থেমেছে দেখছি এত তাড়াতড়ি বাড়ি পৌছে গেলাম! বাস থেকে নেমে বাড়ি পৌঁছানোর আগ পর্যন্ত যে প্রশ্ন গুলোর জবাব পাড়াতো চাচাদের দিতে হবে তা নিম্নরূপ।
বাবা কোথাই কি করছ এখন ?
:
কি চাকরি,  কম্পানির?
:
সরকারি চাকরি হচ্ছে না? নাকি ট্রাই করছ না? ট্রাইকর বাবা ট্রাই কর। আমার ছেলেটা ত এবার *অধিদপ্তরে,আর মেয়েটাও *ইস্কুলে জয়েন দিল, করুনার চোখে এগুলো বলবে।
:
ব্যাবসা? কিসের ব্যাবসা?
এসব বাদ দিয়ে পড়াশোনায় মন বসাও।  বাবা-মা কষ্ট করে পড়িয়েছে কি ব্যাবসা করার জন্য? আর বিয়ে সাদীও ত করতে হবে নাকি!

এতসব পশ্নে আমি আর মুখ ফুটে বলব না,"আমার মন যেখানে বসে সেখানেই বসাব চাচা"। বরং বলব জী চাচাজী। আর কাঁটা ফূটানোর এই ব্যাথাটা ঢেকে দিব মুচকি হাসি দিয়ে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: তুলনামূলক আলোচনা করেছেন। বেশ ভালো লাগলো।

শুভকামনা রইল। ( আমার ব্লগে আপনার আমন্ত্রণ থাকলো। )

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: এখন কি আপনি বেকার?

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: এখন কি আপনি বেকার?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

blackant বলেছেন: হ্যাঁ ভাই।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

প্রামানিক বলেছেন: লেখা ভালো লাগল। ধন্যবাদ

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: হুম ভালো লিখেছেন। মাঝেমাঝে একটু সময় করে আমার ব্লগ ঘুরে আসবেন কিন্তু। দাওয়াত দিলাম।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২০

খায়রুল আহসান বলেছেন: এই পোস্টটি লেখার এক বছর পর এখানে এলাম। এখন আপনার কি অবস্থা? কোন চাকুরীর কি ব্যবস্থা হয়েছে?

৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪৭

blackant বলেছেন: ভাই খাইরুল আহসান
পোস্টটা যখন লিখি তখন থেকেই সরকারি চাকরি করতাম। আলহামদুলিল্লাহ এখনো করছি। "রাজীব নুর বলেছেন: এখন কি আপনি বেকার?
blackant বলেছেন: হ্যাঁ ভাই।"
আমি মিথ্যা বলেছি। মিথ্যা বলা অন্যায় ছিল আল্লাহ যেন ক্ষমা করেন।
তাহলে আমরা পুরুষ হয়ে জন্মালে কি নারী অধিকার নিয়ে কথা বলব না? ধনী হয়ে জন্মালে কি গরীব দের অধিকার নিয়ে কথা বলব না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.