নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানিনা , কিছুই জানিনা , যা জানি তা অনেক অল্প , অল্প জানা মানুষ আমি

কাল হিরা

না বলতে পারার যন্ত্রনা বয়ে বেড়ান পোকা

কাল হিরা › বিস্তারিত পোস্টঃ

মানুষ খেকো মানুষ

১৪ ই মার্চ, ২০২২ রাত ৯:২৯

মানুষ খেকো মানুষের দল শহরে করেছে বাসা
নরম মানুষ পেলেই বলে বড্ড বেড়েছে চাষা
সকাল এ খায় রক্ত জুস আর বিকালে খায় কাবাব
এই শহরের মানুষ গুলার মগজ খাবার স্বভাব
সন্ধ্যা বেলায় মানুষ খেকো রক্ত নিয়ে ঘরে
একটি ফোটা পানির জন্য চাষারা তখন মরে
মানুষ খেকোর ঘরে থাকে আরো কিছু চেলা
মাংস এনেছ ? না আনলে দুর হও এই বেলা
রাত্রি হলে মানুষ খেকো , ভাবে ঘুমের ঘোরে
তাজা রক্ত পেতে হলে উঠতে হবে ভোরে
ভাবনায় তার ঘুম আসেনা , পাবে তো কোন চাষা
পানি না পেয়ে ঘুমায় চাষা ফুরায়ে সকল আশা
রক্ত খাওয়ার মানুষ খেকোরা রাখুন এখন শুনে
এই রক্ত হজম হবে না , কেয়ামতের দিনে
রক্ত খাওয়া বন্ধ করে থাকুন সবাই মিশে
একদিন তবে আধার ঘুচিবে ,
সকলে পাইবে দিশে ❤

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১২:৪৩

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.