![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না বলতে পারার যন্ত্রনা বয়ে বেড়ান পোকা
ছোট্ট একটি কবিতা ছিলো আমার
স্বর্নলতায় মোড়ানো
মেঘে ঘেরা, সুর্যের আলো মাখা
অদ্ভুত ছোট কবিতা।
কবিতার লাইন গুলিতে অনেক কস্ট ছিলো
স্বপ্ন হারা শৈশবে বট গাছ আড়াল হবার কস্ট
মুখোশ খুলে যাওয়া সমাজের কস্ট
সবুজ পেরিয়ে পরাধীনতার কস্ট।
কবিতার প্রতি পাতায় গল্প ছিলো
ঊঠান পাড়ের কিচির মিচির গল্প, নায়কের উপাখ্যান
টিপ সই দিয়ে কিনে আনা নিদারুন এক নিস্তব্ধতা
হাসি হারিয়ে অস্ফুটে হারিয়ে যাবার গল্প।
কবিতার কিছু দু:খ ছিলো
কেউ তাকে বুঝতে না পারার দু:খ
মমতাময়ীর চোখে অস্রু দেখার দু:খ
নিজের বলে সব হারানোর দু:খ।
কবিতার পান্ডুলিপি লিখব ভেবেছিলাম
ভেবিছিলাম এই নিয়ে হবে চর্চা
এই জিবনে কবিতার জন্য না হয়
যাবে অনেক কিছু গচ্চা।
পান্ডুলিপি নিয়ে মংগলে যেতে চেয়েছিল মন
কবিতায় সুর দিবে,
কত কথা জমা হবে
একা একা গান হবে গুন গুন।
এর পর দিন যায় ফিকে হয় স্বপ্ন
মেঘ এসে ঘিরে নেই জিবনের জন্য
মেঘের মায়া নিয়ে, কবিতাটা থাক পাশে
কবিতা সুখী হোক,
হোক তার গল্পখানি ধন্য।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।