![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না বলতে পারার যন্ত্রনা বয়ে বেড়ান পোকা
তোমাদের শহরের
দেয়ালে দেয়ালে টাঙিয়ে দেয়া হোক
একটা প্রকাণ্ড হারানো বিজ্ঞপ্তি
গোধূলি বেলায় হারিয়ে যাওয়া এক তরুণ
দায়িত্ব দিয়েই কৈশোরের সমাপ্তি ।
একটা মুখোশহীন খস খসে আত্মার
কিংবা নিজেকে নিয়ে মগ্ন তরুণের
পালিয়ে যাবার পর
গ্রেফতারি পরোয়ানা জারি হোক
স্বপ্ন নামের গলিতে ।
মেঘের আড়ালে লুকিয়ে যাওয়া
স্বর্নালো মাখা বৃক্ষের খোজ করা হোক
বৃক্ষের নিচে পড়ে থাকা পচে যাওয়া কিংবা
পচতে থাকা কবিতাদের করা হোক সংরক্ষণ
বৃক্ষটির জন্যে টাঙ্গিয়ে দেয়া হোক
একটি জরুরি সংরক্ষণ বিজ্ঞপ্তি ।
জীবন নামের রং উঠা বাসের খোজ করা হোক
খোজ করা হোক সেই বাসে থাকা
ভাড়া না দেয়া কবিদের ,
ছিনিয়ে নেয়া হোক তাদের কবিতাদের
রাস্তায় রাস্তায় টাঙিয়ে দেয়া হোক
সাবধান হবার বিশেষ বিজ্ঞপ্তি ।
লেবাস ধারি ভণ্ডদের খোজ করা হোক
ফাস করা হোক শত তরুণদের
বিনা কারণে ব্যবহারের মতলব ,
কেড়ে নেয়া হোক সব ভুয়া এওয়ার্ড
অনলাইনের সকল প্লাটফর্ম এ
পপ করে উঠুক একটি বিজ্ঞপ্তি
নিরাপদ হোক অনলাইন ।
খুঁজে আনুন সব মেন্টরদের
যোগ্যতা গুলি তুলে দেয়া হোক রাস্তার বিলবোর্ড এ
মুছে দেয়া হোক সব ভুয়া কোর্স গুলি
তোমরা শুধুই মাত্র ক্রাউড ফান্ডিং এর সোর্স
সকল বেকারের অন্তরে টাঙিয়ে দেয়া হোক
সতর্ক বিজ্ঞপ্তি ,
ইমোশন বেচে খাওয়া বাটপার হতে সাবধান ।
০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০২
কাল হিরা বলেছেন: বলেছেন: ধন্যবাদ B:-)
ঐ যে বললাম মেঘের আড়ালে চলে গেছে কবিতা বৃক্ষ , আজ ভীষণ রোদ এ জেগে উঠেছে আর কি ,
২| ০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৩
স্প্যানকড বলেছেন: ভাল লাগছে !
২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৫
কাল হিরা বলেছেন: ধন্যবাদ
৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৬
কাল হিরা বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৮
বিজন রয় বলেছেন: এতদিন কোথায় লুকিয়ে ছিলেন কাল হিরা?
জীবন নামের রঙ ওঠা বাস................. ভাল বলেছেন। জীবনটাই তো একটা চলন্ত বাস, শুধু দৌড়ায়।
ভাল কবিতা।