![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত বাড়ে পিদিমরা নিভে যায়, প্রার্থনা তবু মোর শেষ হয়না।
কাভারে পড়ে আছে নিথর শরীর
শিয়রের সুগন্ধী মাখা মায়াবী চোখ
তুমি নেই ভেসে ভেসে
খবর এসেছে ধূসর বাতিতে
মৃদু বিকেলের শুন্য শালিক।
এভাবেই নেই নেই নতজানু হাহাকার
ভরে আসে নগরীর উলঙ্গ ছাদে
জানালায় জানালায় সব চোখ শেষ হয়
আলোতে অন্ধ চোখে জোনাকীর শব
তুমি নেই ভেসে ভেসে
খবর এসেছে ধূসর বাতিতে
কাভারে পড়ে আছে নিথর শরীর।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
অনির্বাণ প্রহর বলেছেন: ধন্যবাদ ভাই, আসলে আমি নিজেও ওতোটা যত্নবান ছিলাম না লেখার সময়, এফ বি তে স্ট্যাটাস দিতে গিয়ে হুট হাট করে লেখা তাই স্নিগ্ধতাটা সেভাবে ফুটে উঠেনি।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
আশিক মাসুম বলেছেন: কবিতাটা আরেকটু মায়াময় হতে পারতো। এম্নিতে সুন্দর।